❝ ভুল করো। কারণ, তাতেই তোমার মূল্য বাড়ে। ❞

0
150

মাঝে মাঝে ভুল বলো। না হলে বুঝবে কী করে, মানুষ তোমার কথা শুনছে কিনা!

মাঝে মাঝে ভুল লিখো। তবেই সেই মানুষও মন্তব্য করবে, যে আজীবন প্রতিজ্ঞা করেছে, তোমার কোনো পোস্টে কমেন্ট করবে না!

 

স্ট্যাসি বালিসের বইয়ের নাম ছিল—"How to Change a Life"। দ্বিতীয় সংস্করণে ভুলে ছাপা হলো—"How to Change a Wife"!

সেই 'ভুল'–ই বইটিকে করে দিল বেস্টসেলার।

 

ভুল মানেই ব্যর্থতা না। বরং, অনেক সময় ভুল–ই হয়ে ওঠে উত্তরণের সিঁড়ি।

 

দুধ নষ্ট হলে দই হয়, দাম বাড়ে। দই–ও নষ্ট হলে পনির হয়—আরও দামি।

আঙুর টক হলে তা রূপ নেয় ওয়াইনে, যার দাম আঙুরের চেয়ে ঢের বেশি।

ভুল মানেই তোমার অভিজ্ঞতা সমৃদ্ধ হওয়া। ভুল মানেই শিখে ফেলার নতুন একটা সুযোগ।

 

কলম্বাস নেভিগেশনে ভুল করেছিলেন বলেই আমেরিকা আবিষ্কৃত হয়েছে।

ফ্লেমিং–এর ভুল থেকেই আবিষ্কৃত হয় পেনিসিলিন।

এডিসন বারবার ভুল করতেন, আর তাতেই আবিষ্কার হত নতুন কিছু।

তিনি বলেছিলেন—

❝ আমি ভুল করিনি। আমি শুধু এমন ১০০০টা উপায় আবিষ্কার করেছি যেগুলো কাজ করে না। ❞

রবিন শর্মা বলেন— ❝ ভুল বলে কিছু নেই, সবই নতুন শিক্ষা। ❞

আলবার্ট আইনস্টাইন বলেন— ❝ যে ভুল করেনি, সে কখনো চেষ্টা করেনি। ❞

রিচার্ড ব্রানসন বলেন— ❝ নিয়ম মেনে কেউ হাঁটা শেখে না, ভুল করতে করতেই শেখে। ❞

কলিন পাওয়েল বলেন— ❝ নেতা জন্মায় না, তৈরি হয় ভুলের মধ্য দিয়ে। ❞

মাইকেল জর্ডান বলেন— ❝ আমি এত বেশি ভুল করেছি, তবেই সফল হয়েছি। ❞

হেনরি ফোর্ড বলেন— ❝ ভুল হলো নতুনভাবে শুরু করার সুযোগ। ❞

 

একজন প্রেমিকও বলে ফেলেছিল এক অসাধারণ কথা—

❝ ভুল মানুষের প্রেমে পড়াও একটা সুযোগ—আরো ভালো কাউকে ভালোবাসার। ❞

 

সত্যিকারের মানুষ কখনোই পুরোপুরি নির্ভুল নয়। কারণ, ভুল না করলে শেখা যায় না।

 

তাই, পেন্সিল হও।

ভুল করলে ঘষে মুছে নাও, আবার শুরু করো।

কলম হলে ভুল ঢাকার সুযোগ থাকে না, আর আঁকা যায় না সুন্দর কোনো চিত্র।

ভুল করো, শেখো, আবার চেষ্টা করো।

কারণ, ভুল মানুষকেই মানুষ করে তোলে।

 #অনুপ্রেরণা #মোটিভেশন #ভুল

Поиск
Категории
Больше
Tech
Dji mini 4 pro specifications
#Takeoff Weight ‌< 249 g   #Max Horizontal Speed (at sea level, no wind) 16 m/s (S...
От Steve Harrington 2025-07-06 15:56:34 0 791
Другое
ইমিগ্রেশন!! কি কেন কীভাবে?
🇧🇩 অনেকেই প্রশ্ন করেন – “ভাই, আমার ফ্রেশ পাসপোর্ট! জীবনে প্রথমবার বিদেশ ঘুরতে যাবো,...
От Phoenix (Striker) 2025-07-08 14:11:18 0 710
Другое
কম্পিউটার মাত্র ৪ মিনিটে এমন একটি গাণিতিক হিসাব সম্পন্ন করেছে, যা পৃথিবীর দ্রুততম সুপারকম্পিউটারের বিলিয়ন বছর সময় লাগিয়ে দিত!
জিউঝাং: চীনের বিস্ময়কর কোয়ান্টাম কম্পিউটার চীন তৈরি করেছে জিউঝাং (Jiuzhang) নামের এক অত্যাধুনিক...
От Sharif Uddin 2025-08-04 20:35:16 0 193
Health
জিমে হঠাৎ হার্ট অ্যাটাক – বৈজ্ঞানিক ব্যাখ্যা
ব্যায়ামের সময় হঠাৎ হৃদ্‌রোগজনিত মৃত্যু (Sudden Cardiac Death) ঘটে যখন হৃদ্‌যন্ত্রের...
От Sharif Uddin 2025-07-28 04:20:20 0 190
Tech
Buissness or Killing Competitions
Google is reportedly paying Apple up to $20 BILLION per year — not for a product, not for a...
От Sharif Uddin 2025-07-10 15:44:43 0 570
BlackBird Ai
https://bbai.shop