❝ ভুল করো। কারণ, তাতেই তোমার মূল্য বাড়ে। ❞

0
443

মাঝে মাঝে ভুল বলো। না হলে বুঝবে কী করে, মানুষ তোমার কথা শুনছে কিনা!

মাঝে মাঝে ভুল লিখো। তবেই সেই মানুষও মন্তব্য করবে, যে আজীবন প্রতিজ্ঞা করেছে, তোমার কোনো পোস্টে কমেন্ট করবে না!

 

স্ট্যাসি বালিসের বইয়ের নাম ছিল—"How to Change a Life"। দ্বিতীয় সংস্করণে ভুলে ছাপা হলো—"How to Change a Wife"!

সেই 'ভুল'–ই বইটিকে করে দিল বেস্টসেলার।

 

ভুল মানেই ব্যর্থতা না। বরং, অনেক সময় ভুল–ই হয়ে ওঠে উত্তরণের সিঁড়ি।

 

দুধ নষ্ট হলে দই হয়, দাম বাড়ে। দই–ও নষ্ট হলে পনির হয়—আরও দামি।

আঙুর টক হলে তা রূপ নেয় ওয়াইনে, যার দাম আঙুরের চেয়ে ঢের বেশি।

ভুল মানেই তোমার অভিজ্ঞতা সমৃদ্ধ হওয়া। ভুল মানেই শিখে ফেলার নতুন একটা সুযোগ।

 

কলম্বাস নেভিগেশনে ভুল করেছিলেন বলেই আমেরিকা আবিষ্কৃত হয়েছে।

ফ্লেমিং–এর ভুল থেকেই আবিষ্কৃত হয় পেনিসিলিন।

এডিসন বারবার ভুল করতেন, আর তাতেই আবিষ্কার হত নতুন কিছু।

তিনি বলেছিলেন—

❝ আমি ভুল করিনি। আমি শুধু এমন ১০০০টা উপায় আবিষ্কার করেছি যেগুলো কাজ করে না। ❞

রবিন শর্মা বলেন— ❝ ভুল বলে কিছু নেই, সবই নতুন শিক্ষা। ❞

আলবার্ট আইনস্টাইন বলেন— ❝ যে ভুল করেনি, সে কখনো চেষ্টা করেনি। ❞

রিচার্ড ব্রানসন বলেন— ❝ নিয়ম মেনে কেউ হাঁটা শেখে না, ভুল করতে করতেই শেখে। ❞

কলিন পাওয়েল বলেন— ❝ নেতা জন্মায় না, তৈরি হয় ভুলের মধ্য দিয়ে। ❞

মাইকেল জর্ডান বলেন— ❝ আমি এত বেশি ভুল করেছি, তবেই সফল হয়েছি। ❞

হেনরি ফোর্ড বলেন— ❝ ভুল হলো নতুনভাবে শুরু করার সুযোগ। ❞

 

একজন প্রেমিকও বলে ফেলেছিল এক অসাধারণ কথা—

❝ ভুল মানুষের প্রেমে পড়াও একটা সুযোগ—আরো ভালো কাউকে ভালোবাসার। ❞

 

সত্যিকারের মানুষ কখনোই পুরোপুরি নির্ভুল নয়। কারণ, ভুল না করলে শেখা যায় না।

 

তাই, পেন্সিল হও।

ভুল করলে ঘষে মুছে নাও, আবার শুরু করো।

কলম হলে ভুল ঢাকার সুযোগ থাকে না, আর আঁকা যায় না সুন্দর কোনো চিত্র।

ভুল করো, শেখো, আবার চেষ্টা করো।

কারণ, ভুল মানুষকেই মানুষ করে তোলে।

 #অনুপ্রেরণা #মোটিভেশন #ভুল

البحث
الأقسام
إقرأ المزيد
Health
ভালোবাসা শুধু আবেগ নয়, ঔষধও বটে🙂
বর্তমান সময়ে হৃদরোগ বা হার্ট অ্যাটাক বিশ্বব্যাপী মৃত্যুর একটি বড় কারণ। হার্ট অ্যাটাক বা অন্য কোনো...
بواسطة Zihadur Rahman 2025-07-12 15:05:16 0 824
Health
প্রতিদিন অন্তত ৭,০০০ ধাপ হাঁটা ক্যান্সার হওয়ার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমাতে পারে,
জানিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের নেতৃত্বে পরিচালিত একটি বড় গবেষণা। সায়েন্স অ্যালার্ট...
بواسطة Mirshad Sharif 2025-08-02 20:31:27 0 341
أخرى
🌍 বাংলাদেশের সেরা ভ্রমণ গন্তব্য – ২০২৫ এ কোথায় যাবেন?
২০২৫ সাল হোক অ্যাডভেঞ্চার আর প্রকৃতি ভালোবাসার বছর! যদি মনে হয়, “ঘুরতে যেতে চাই কিন্তু...
بواسطة Zihadur Rahman 2025-07-07 18:01:46 0 965
Tech
আফগানিস্তানের রাজধানী কাবুল প্রথম আধুনিক রাজধানী হিসেবে পুরোপুরি পানিশূন্য করে দিতে পারে।
আফগানিস্তানের রাজধানী কাবুল আজ এমন এক ভয়াবহ সংকটের মুখোমুখি যা তাকে পৃথিবীর প্রথম আধুনিক রাজধানী...
بواسطة Sharif Uddin 2025-07-28 04:54:22 0 368
أخرى
🌏 ২০২৫ সালে ঘুরতে যাওয়ার সেরা দেশগুলো – মন ভালো, পকেট খুশি!
  বন্ধু, আবারও সেই সময় এসেছে — ব্যাগ গোছাও, পাসপোর্ট দেখো, আর কল্পনায় ঘুরতে শুরু করো!...
بواسطة Zihadur Rahman 2025-07-07 17:56:04 0 972
BlackBird Ai
https://bbai.shop