❝ ভুল করো। কারণ, তাতেই তোমার মূল্য বাড়ে। ❞

0
443

মাঝে মাঝে ভুল বলো। না হলে বুঝবে কী করে, মানুষ তোমার কথা শুনছে কিনা!

মাঝে মাঝে ভুল লিখো। তবেই সেই মানুষও মন্তব্য করবে, যে আজীবন প্রতিজ্ঞা করেছে, তোমার কোনো পোস্টে কমেন্ট করবে না!

 

স্ট্যাসি বালিসের বইয়ের নাম ছিল—"How to Change a Life"। দ্বিতীয় সংস্করণে ভুলে ছাপা হলো—"How to Change a Wife"!

সেই 'ভুল'–ই বইটিকে করে দিল বেস্টসেলার।

 

ভুল মানেই ব্যর্থতা না। বরং, অনেক সময় ভুল–ই হয়ে ওঠে উত্তরণের সিঁড়ি।

 

দুধ নষ্ট হলে দই হয়, দাম বাড়ে। দই–ও নষ্ট হলে পনির হয়—আরও দামি।

আঙুর টক হলে তা রূপ নেয় ওয়াইনে, যার দাম আঙুরের চেয়ে ঢের বেশি।

ভুল মানেই তোমার অভিজ্ঞতা সমৃদ্ধ হওয়া। ভুল মানেই শিখে ফেলার নতুন একটা সুযোগ।

 

কলম্বাস নেভিগেশনে ভুল করেছিলেন বলেই আমেরিকা আবিষ্কৃত হয়েছে।

ফ্লেমিং–এর ভুল থেকেই আবিষ্কৃত হয় পেনিসিলিন।

এডিসন বারবার ভুল করতেন, আর তাতেই আবিষ্কার হত নতুন কিছু।

তিনি বলেছিলেন—

❝ আমি ভুল করিনি। আমি শুধু এমন ১০০০টা উপায় আবিষ্কার করেছি যেগুলো কাজ করে না। ❞

রবিন শর্মা বলেন— ❝ ভুল বলে কিছু নেই, সবই নতুন শিক্ষা। ❞

আলবার্ট আইনস্টাইন বলেন— ❝ যে ভুল করেনি, সে কখনো চেষ্টা করেনি। ❞

রিচার্ড ব্রানসন বলেন— ❝ নিয়ম মেনে কেউ হাঁটা শেখে না, ভুল করতে করতেই শেখে। ❞

কলিন পাওয়েল বলেন— ❝ নেতা জন্মায় না, তৈরি হয় ভুলের মধ্য দিয়ে। ❞

মাইকেল জর্ডান বলেন— ❝ আমি এত বেশি ভুল করেছি, তবেই সফল হয়েছি। ❞

হেনরি ফোর্ড বলেন— ❝ ভুল হলো নতুনভাবে শুরু করার সুযোগ। ❞

 

একজন প্রেমিকও বলে ফেলেছিল এক অসাধারণ কথা—

❝ ভুল মানুষের প্রেমে পড়াও একটা সুযোগ—আরো ভালো কাউকে ভালোবাসার। ❞

 

সত্যিকারের মানুষ কখনোই পুরোপুরি নির্ভুল নয়। কারণ, ভুল না করলে শেখা যায় না।

 

তাই, পেন্সিল হও।

ভুল করলে ঘষে মুছে নাও, আবার শুরু করো।

কলম হলে ভুল ঢাকার সুযোগ থাকে না, আর আঁকা যায় না সুন্দর কোনো চিত্র।

ভুল করো, শেখো, আবার চেষ্টা করো।

কারণ, ভুল মানুষকেই মানুষ করে তোলে।

 #অনুপ্রেরণা #মোটিভেশন #ভুল

Rechercher
Catégories
Lire la suite
Tech
🔑 Password Monitor App - আমাদের অনলাইন নিরাপত্তা বাড়াতে এক অসাধারণ টুল
অনেক সময় ওয়েবসাইট বা অ্যাপ হ্যাক হলে ব্যবহার কারীর ইমেইল এবং পাসওয়ার্ড ডার্ক ওয়েবে ছড়িয়ে...
Par Zihadur Rahman 2025-07-29 09:21:42 0 410
Autre
হিমালয়ের কোলে এক অসাধারণ, আর কিছুটা ভয়জাগানো জায়গার নাম Skeleton Lake।
আপনি যদি ভারতের উত্তরাখণ্ড রাজ্যের রূপকুন্ড হ্রদের নাম শুনে থাকেন, তাহলে জেনে রাখুন, এটাই...
Par Sharif Uddin 2025-08-04 20:38:32 0 481
Tech
The Universe’s Strangest Mysteries: Nine Cosmic Objects That Defy Explanation
The cosmos is full of puzzles, but some objects stand out as especially baffling—enigmas...
Par Sharif Uddin 2025-07-27 15:21:28 0 481
Ai
Why chat gpt is trending worldwide
ChatGPT is trending due to its ability to simplify everyday tasks, offer accessibility and...
Par Steve Harrington 2025-07-17 20:55:19 0 712
Tech
Top 10 Richest Men in the World | Their Wealth, Companies, and Secrets to Success
In a world driven by innovation and entrepreneurship, a handful of visionaries have amassed...
Par Zihadur Rahman 2025-07-06 16:27:52 0 1KB
BlackBird Ai
https://bbai.shop