❝ ভুল করো। কারণ, তাতেই তোমার মূল্য বাড়ে। ❞

0
339

মাঝে মাঝে ভুল বলো। না হলে বুঝবে কী করে, মানুষ তোমার কথা শুনছে কিনা!

মাঝে মাঝে ভুল লিখো। তবেই সেই মানুষও মন্তব্য করবে, যে আজীবন প্রতিজ্ঞা করেছে, তোমার কোনো পোস্টে কমেন্ট করবে না!

 

স্ট্যাসি বালিসের বইয়ের নাম ছিল—"How to Change a Life"। দ্বিতীয় সংস্করণে ভুলে ছাপা হলো—"How to Change a Wife"!

সেই 'ভুল'–ই বইটিকে করে দিল বেস্টসেলার।

 

ভুল মানেই ব্যর্থতা না। বরং, অনেক সময় ভুল–ই হয়ে ওঠে উত্তরণের সিঁড়ি।

 

দুধ নষ্ট হলে দই হয়, দাম বাড়ে। দই–ও নষ্ট হলে পনির হয়—আরও দামি।

আঙুর টক হলে তা রূপ নেয় ওয়াইনে, যার দাম আঙুরের চেয়ে ঢের বেশি।

ভুল মানেই তোমার অভিজ্ঞতা সমৃদ্ধ হওয়া। ভুল মানেই শিখে ফেলার নতুন একটা সুযোগ।

 

কলম্বাস নেভিগেশনে ভুল করেছিলেন বলেই আমেরিকা আবিষ্কৃত হয়েছে।

ফ্লেমিং–এর ভুল থেকেই আবিষ্কৃত হয় পেনিসিলিন।

এডিসন বারবার ভুল করতেন, আর তাতেই আবিষ্কার হত নতুন কিছু।

তিনি বলেছিলেন—

❝ আমি ভুল করিনি। আমি শুধু এমন ১০০০টা উপায় আবিষ্কার করেছি যেগুলো কাজ করে না। ❞

রবিন শর্মা বলেন— ❝ ভুল বলে কিছু নেই, সবই নতুন শিক্ষা। ❞

আলবার্ট আইনস্টাইন বলেন— ❝ যে ভুল করেনি, সে কখনো চেষ্টা করেনি। ❞

রিচার্ড ব্রানসন বলেন— ❝ নিয়ম মেনে কেউ হাঁটা শেখে না, ভুল করতে করতেই শেখে। ❞

কলিন পাওয়েল বলেন— ❝ নেতা জন্মায় না, তৈরি হয় ভুলের মধ্য দিয়ে। ❞

মাইকেল জর্ডান বলেন— ❝ আমি এত বেশি ভুল করেছি, তবেই সফল হয়েছি। ❞

হেনরি ফোর্ড বলেন— ❝ ভুল হলো নতুনভাবে শুরু করার সুযোগ। ❞

 

একজন প্রেমিকও বলে ফেলেছিল এক অসাধারণ কথা—

❝ ভুল মানুষের প্রেমে পড়াও একটা সুযোগ—আরো ভালো কাউকে ভালোবাসার। ❞

 

সত্যিকারের মানুষ কখনোই পুরোপুরি নির্ভুল নয়। কারণ, ভুল না করলে শেখা যায় না।

 

তাই, পেন্সিল হও।

ভুল করলে ঘষে মুছে নাও, আবার শুরু করো।

কলম হলে ভুল ঢাকার সুযোগ থাকে না, আর আঁকা যায় না সুন্দর কোনো চিত্র।

ভুল করো, শেখো, আবার চেষ্টা করো।

কারণ, ভুল মানুষকেই মানুষ করে তোলে।

 #অনুপ্রেরণা #মোটিভেশন #ভুল

Suche
Kategorien
Mehr lesen
Tech
The Cosmic Vine: James Webb Unveils a 13-Million-Light-Year Chain of Galaxies from the Early Universe
In another breathtaking breakthrough, the James Webb Space Telescope (JWST) has revealed a...
Von Yeara Meherish 2025-07-29 11:25:30 0 400
Andere
গবেষণা বলছে- নারীদের রূপচর্চার পেছনেও লুকিয়ে থাকতে পারে ক্যানসারের বিপদ!
সৌন্দর্যচর্চার জগতে নারীরা যেসব প্রসাধনী ও পার্সোনাল কেয়ার পণ্য ব্যবহার করেন, তাতে থাকা কিছু...
Von Sharif Uddin 2025-07-27 10:39:12 0 271
Tech
🧠 ‘স্যাপিওসেক্সুয়াল’ বলতে কী বোঝায়? কারা হন ‘স্যাপিওসেক্সুয়াল’?
মানুষ সাধারণত কারও প্রেমে পড়ে বাহ্যিক সৌন্দর্য, আকর্ষণীয় চেহারা, সামাজিক অবস্থান বা স্টাইল দেখে।...
Von Mirshad Sharif 2025-07-28 17:52:50 0 287
Health
মানসিক চাপ বা স্ট্রেস আমাদের শরীর ও মস্তিষ্কে গভীর প্রভাব ফেলে!
 যা আমরা অনেক সময় বুঝতেই পারি না। দীর্ঘমেয়াদি চাপ শরীরের কোষের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত...
Von Sharif Uddin 2025-08-03 18:30:40 0 314
Andere
পৃথিবীর দ্রুততম পোকা: ড্রাগনফ্লাই  ড্রাগনফ্লাই বা 'ওডোনাটা' (Odonata) — দেখতে যতটা শীতল, বাস্তবে ঠিক ততটাই ভয়ঙ্কর দক্ষ শিকারি। ঘন্টায় প্রায় ৫৬ কিমি (৩৫ মাইল) গতিতে উড়তে পারে বলে একে বিশ্বের দ্রুততম পোকা হিসেবে ধরা হয়!
 শুধু গতিই নয়, এরা একটানা প্রায় ১৭,৭০০ কিমি (১১,০০০ মাইল) অভিবাসনও করতে পারে — যা...
Von Yeara Meherish 2025-08-05 18:53:24 0 327
BlackBird Ai
https://bbai.shop