❝ ভুল করো। কারণ, তাতেই তোমার মূল্য বাড়ে। ❞

0
441

মাঝে মাঝে ভুল বলো। না হলে বুঝবে কী করে, মানুষ তোমার কথা শুনছে কিনা!

মাঝে মাঝে ভুল লিখো। তবেই সেই মানুষও মন্তব্য করবে, যে আজীবন প্রতিজ্ঞা করেছে, তোমার কোনো পোস্টে কমেন্ট করবে না!

 

স্ট্যাসি বালিসের বইয়ের নাম ছিল—"How to Change a Life"। দ্বিতীয় সংস্করণে ভুলে ছাপা হলো—"How to Change a Wife"!

সেই 'ভুল'–ই বইটিকে করে দিল বেস্টসেলার।

 

ভুল মানেই ব্যর্থতা না। বরং, অনেক সময় ভুল–ই হয়ে ওঠে উত্তরণের সিঁড়ি।

 

দুধ নষ্ট হলে দই হয়, দাম বাড়ে। দই–ও নষ্ট হলে পনির হয়—আরও দামি।

আঙুর টক হলে তা রূপ নেয় ওয়াইনে, যার দাম আঙুরের চেয়ে ঢের বেশি।

ভুল মানেই তোমার অভিজ্ঞতা সমৃদ্ধ হওয়া। ভুল মানেই শিখে ফেলার নতুন একটা সুযোগ।

 

কলম্বাস নেভিগেশনে ভুল করেছিলেন বলেই আমেরিকা আবিষ্কৃত হয়েছে।

ফ্লেমিং–এর ভুল থেকেই আবিষ্কৃত হয় পেনিসিলিন।

এডিসন বারবার ভুল করতেন, আর তাতেই আবিষ্কার হত নতুন কিছু।

তিনি বলেছিলেন—

❝ আমি ভুল করিনি। আমি শুধু এমন ১০০০টা উপায় আবিষ্কার করেছি যেগুলো কাজ করে না। ❞

রবিন শর্মা বলেন— ❝ ভুল বলে কিছু নেই, সবই নতুন শিক্ষা। ❞

আলবার্ট আইনস্টাইন বলেন— ❝ যে ভুল করেনি, সে কখনো চেষ্টা করেনি। ❞

রিচার্ড ব্রানসন বলেন— ❝ নিয়ম মেনে কেউ হাঁটা শেখে না, ভুল করতে করতেই শেখে। ❞

কলিন পাওয়েল বলেন— ❝ নেতা জন্মায় না, তৈরি হয় ভুলের মধ্য দিয়ে। ❞

মাইকেল জর্ডান বলেন— ❝ আমি এত বেশি ভুল করেছি, তবেই সফল হয়েছি। ❞

হেনরি ফোর্ড বলেন— ❝ ভুল হলো নতুনভাবে শুরু করার সুযোগ। ❞

 

একজন প্রেমিকও বলে ফেলেছিল এক অসাধারণ কথা—

❝ ভুল মানুষের প্রেমে পড়াও একটা সুযোগ—আরো ভালো কাউকে ভালোবাসার। ❞

 

সত্যিকারের মানুষ কখনোই পুরোপুরি নির্ভুল নয়। কারণ, ভুল না করলে শেখা যায় না।

 

তাই, পেন্সিল হও।

ভুল করলে ঘষে মুছে নাও, আবার শুরু করো।

কলম হলে ভুল ঢাকার সুযোগ থাকে না, আর আঁকা যায় না সুন্দর কোনো চিত্র।

ভুল করো, শেখো, আবার চেষ্টা করো।

কারণ, ভুল মানুষকেই মানুষ করে তোলে।

 #অনুপ্রেরণা #মোটিভেশন #ভুল

Поиск
Категории
Больше
Tech
এক আবিষ্কার আর বিশ্বের পট পরিবর্তন ☢️
আজ থেকে ঠিক ৮০ বছর আগে, ১৯৪৫ সালের ১৬ জুলাই ভোর ৫ টা ২৯ মিনিটে আমেরিকার নিউ মেক্সিকোতে এক ভয়াবহ...
От Phoenix (Striker) 2025-07-18 09:07:44 0 502
Другое
বাইতুল হিকমাহর সাথে জড়িয়ে আছে বহু দার্শনিক ও বিজ্ঞানীর কাহিনী।
আব্বাসীয় খেলাফতের সময় (The Abbasids) বুদ্ধিবৃত্তিক এবং অর্থনৈতিক উৎকর্ষের কেন্দ্রস্থল হয়ে...
От Sharif Uddin 2025-07-27 10:03:52 0 340
Tech
চ্যাটজিপিটি নিয়ে এলো 'স্টাডি মোড', সরাসরি উত্তর না দিয়ে শেখাতে সাহায্য করবে শিক্ষার্থীদের
  ওপেনএআই চ্যাটজিপিটি-র জন্য একটি নতুন 'স্টাডি মোড' চালু করেছে, যার উদ্দেশ্য শিক্ষার্থীদের...
От Yeara Meherish 2025-07-31 18:02:08 0 422
Sports
তুর্কমেনিস্তানকে ৭-০ গোলে শোচনীয়ভাবে পরাজিত করে বাংলার বাঘিনীরা 🔥
শনিবার মায়ানমারের ইয়াঙ্গুনের থুউন্না স্টেডিয়ামে অনুষ্ঠিত এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বের শেষ...
От Nurul Hasan 2025-07-06 14:46:40 0 970
Другое
এক অন্যতম গবেষণা!
কার্বন ডাই-অক্সাইড বায়ুমণ্ডলে একটি অন্যতম প্রধান গ্রিনহাউস গ্যাস। জলবায়ু পরিবর্তনের পেছনে এর...
От Phoenix (Striker) 2025-07-17 10:09:44 0 497
BlackBird Ai
https://bbai.shop