-
Кошелек
-
Explore Our Features
-
Маркет
-
Страницы
-
Группы
-
Reels
-
Gossip
-
Статьи пользователей
-
Мероприятия
-
Статьи пользователей
-
Ai and Tools
-
Donation
-
Jobs
-
Courses
-
Игры
-
Feed
অর্গানোমেটালিক যৌগগুলোর ক্ষেত্রে ধাতু পরমাণুকে ঘিরে ১৮টি ভ্যালেন্স ইলেকট্রন থাকলে তা সবচেয়ে স্থিতিশীল ধরা হয়।
জাপানের ওকিনাওয়া ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (OIST) গবেষকরা একটি ২০ ইলেকট্রনবিশিষ্ট ফেরোসিন যৌগ তৈরি করেছেন, যা দীর্ঘদিন ধরে প্রচলিত ১৮ ইলেকট্রন বিধিকে চ্যালেঞ্জ করছে। সাধারণভাবে, অর্গানোমেটালিক যৌগগুলোর ক্ষেত্রে ধাতু পরমাণুকে ঘিরে ১৮টি ভ্যালেন্স ইলেকট্রন থাকলে তা সবচেয়ে স্থিতিশীল ধরা হয়। ১৯৫১ সালে প্রথম তৈরি হওয়া ফেরোসিন, যা আয়রনকে ঘিরে দুটি সাইক্লোপেন্টাডায়েনাইল রিং নিয়ে গঠিত—এই ১৮ ইলেকট্রন নিয়মের আদর্শ উদাহরণ হিসেবে বিবেচিত। তবে OIST, এর গবেষক দল একটি নতুন ধরনের লিগ্যান্ড সিস্টেম ব্যবহার করে ২০ ইলেকট্রনবিশিষ্ট একটি ফেরোসিন ডেরিভেটিভ তৈরি করতে সক্ষম হয়েছে।
এই অতিরিক্ত দুটি ইলেকট্রন ফেরোসিনের রেডক্স ধর্মে একটি মৌলিক পরিবর্তন এনেছে। সাধারণ ফেরোসিনে ইলেকট্রন গ্রহণ বা দান (অক্সিডেশন/রিডাকশন) করার ক্ষমতা সীমিত ছিল। কিন্তু এই নতুন যৌগে আয়রন ও নাইট্রোজেনের মধ্যে একটি শক্তিশালী সমন্বয় (Fe–N coordination) গঠনের ফলে ফেরোসিন নতুন নতুন অক্সিডেশন স্টেটে প্রবেশ করতে পারে। এর ফলে এটি কেবল প্রচলিত ক্যাটালাইসিস নয়, বরং শক্তি সংরক্ষণ, বৈদ্যুতিক উপাদান তৈরি, এবং রাসায়নিক উৎপাদনের ক্ষেত্রে নতুন নতুন প্রক্রিয়ায় ব্যবহারযোগ্য হয়ে উঠতে পারে।
এই আবিষ্কার প্রমাণ করে যে, দীর্ঘদিন ধরে গৃহীত ‘ইলেকট্রন সংখ্যা বনাম স্থায়িত্ব’ সংক্রান্ত ধারণাগুলো আপেক্ষিক, এবং লিগ্যান্ড ডিজাইনের মাধ্যমে মেটাল-অর্গানিক যৌগগুলোর ধর্ম ইচ্ছেমতো পরিবর্তন করা সম্ভব। ভবিষ্যতে এটি পরিবেশবান্ধব ক্যাটালিস্ট, টেকসই উপাদান এবং উন্নত কেমিক্যাল প্রসেস ডিজাইনের পথ খুলে দিতে পারে। গবেষণাটি Nature Communications-এ প্রকাশিত হয়েছে এবং এটি জাপান, জার্মানি ও রাশিয়ার গবেষকদের যৌথ উদ্যোগে পরিচালিত।