অর্গানোমেটালিক যৌগগুলোর ক্ষেত্রে ধাতু পরমাণুকে ঘিরে ১৮টি ভ্যালেন্স ইলেকট্রন থাকলে তা সবচেয়ে স্থিতিশীল ধরা হয়।

0
273

জাপানের ওকিনাওয়া ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (OIST) গবেষকরা একটি ২০ ইলেকট্রনবিশিষ্ট ফেরোসিন যৌগ তৈরি করেছেন, যা দীর্ঘদিন ধরে প্রচলিত ১৮ ইলেকট্রন বিধিকে চ্যালেঞ্জ করছে। সাধারণভাবে, অর্গানোমেটালিক যৌগগুলোর ক্ষেত্রে ধাতু পরমাণুকে ঘিরে ১৮টি ভ্যালেন্স ইলেকট্রন থাকলে তা সবচেয়ে স্থিতিশীল ধরা হয়। ১৯৫১ সালে প্রথম তৈরি হওয়া ফেরোসিন, যা আয়রনকে ঘিরে দুটি সাইক্লোপেন্টাডায়েনাইল রিং নিয়ে গঠিত—এই ১৮ ইলেকট্রন নিয়মের আদর্শ উদাহরণ হিসেবে বিবেচিত। তবে OIST, এর গবেষক দল একটি নতুন ধরনের লিগ্যান্ড সিস্টেম ব্যবহার করে ২০ ইলেকট্রনবিশিষ্ট একটি ফেরোসিন ডেরিভেটিভ তৈরি করতে সক্ষম হয়েছে।

 

এই অতিরিক্ত দুটি ইলেকট্রন ফেরোসিনের রেডক্স ধর্মে একটি মৌলিক পরিবর্তন এনেছে। সাধারণ ফেরোসিনে ইলেকট্রন গ্রহণ বা দান (অক্সিডেশন/রিডাকশন) করার ক্ষমতা সীমিত ছিল। কিন্তু এই নতুন যৌগে আয়রন ও নাইট্রোজেনের মধ্যে একটি শক্তিশালী সমন্বয় (Fe–N coordination) গঠনের ফলে ফেরোসিন নতুন নতুন অক্সিডেশন স্টেটে প্রবেশ করতে পারে। এর ফলে এটি কেবল প্রচলিত ক্যাটালাইসিস নয়, বরং শক্তি সংরক্ষণ, বৈদ্যুতিক উপাদান তৈরি, এবং রাসায়নিক উৎপাদনের ক্ষেত্রে নতুন নতুন প্রক্রিয়ায় ব্যবহারযোগ্য হয়ে উঠতে পারে।

 

এই আবিষ্কার প্রমাণ করে যে, দীর্ঘদিন ধরে গৃহীত ‘ইলেকট্রন সংখ্যা বনাম স্থায়িত্ব’ সংক্রান্ত ধারণাগুলো আপেক্ষিক, এবং লিগ্যান্ড ডিজাইনের মাধ্যমে মেটাল-অর্গানিক যৌগগুলোর ধর্ম ইচ্ছেমতো পরিবর্তন করা সম্ভব। ভবিষ্যতে এটি পরিবেশবান্ধব ক্যাটালিস্ট, টেকসই উপাদান এবং উন্নত কেমিক্যাল প্রসেস ডিজাইনের পথ খুলে দিতে পারে। গবেষণাটি Nature Communications-এ প্রকাশিত হয়েছে এবং এটি জাপান, জার্মানি ও রাশিয়ার গবেষকদের যৌথ উদ্যোগে পরিচালিত।

Buscar
Categorías
Read More
Other
প্রথম পরমাণুগুলো কবে তৈরি হয়েছিল? বিজ্ঞানীদের মতে:
পৃথিবীর প্রায় সব কিছুই গঠিত পরমাণু দিয়ে। কিন্তু এই ক্ষুদ্রতম গঠনের এককগুলো কোথা থেকে এসেছে?...
By Sharif Uddin 2025-07-26 18:30:42 0 201
Sports
প্লেয়ার অফ দি ম্যাচ হয়ে ইমনের কথা গুলো ভালোই লেগেছ
  "Obviously happy because of our team's win. So that's why I'm happy. **[Pressure to...
By Phoenix (Striker) 2025-07-20 20:17:19 0 331
Tech
মানবজীবন দীর্ঘ হতেই পারে।  কিন্তু সব দীর্ঘজীবনই মহিমান্বিত হয় না। 
দীর্ঘ সে জীবন যদি ত্যাগ স্বীকারের হয়, অপরের কল্যাণে হয়, তবে সে জীবন একই সঙ্গে হয় সফল। দীর্ঘ ও...
By Mirshad Sharif 2025-07-31 08:03:43 0 166
Other
পৃথিবীর দ্রুততম পোকা: ড্রাগনফ্লাই  ড্রাগনফ্লাই বা 'ওডোনাটা' (Odonata) — দেখতে যতটা শীতল, বাস্তবে ঠিক ততটাই ভয়ঙ্কর দক্ষ শিকারি। ঘন্টায় প্রায় ৫৬ কিমি (৩৫ মাইল) গতিতে উড়তে পারে বলে একে বিশ্বের দ্রুততম পোকা হিসেবে ধরা হয়!
 শুধু গতিই নয়, এরা একটানা প্রায় ১৭,৭০০ কিমি (১১,০০০ মাইল) অভিবাসনও করতে পারে — যা...
By Yeara Meherish 2025-08-05 18:53:24 0 161
Other
প্রকাশ্য দিবালোকে হত্যা⚠️
মিটফোর্ড হাসপাতালে ভাঙারি ব্যবসায়ীকে নির্মমভাবে হত্যা এখানে আপনার জানার জন্য সবকিছু দেওয়া হলো:...
By Zihadur Rahman 2025-07-11 16:40:33 0 533
BlackBird Ai
https://bbai.shop