অবশেষে স্বস্তি বাংলার আকাশে 🙂
نشر بتاريخ 2025-07-13 05:03:24
1
509

দেশ থেকে বৃষ্টি বলয় বিদায় নিয়েছে সেই সাথে দেশের আকাশ থেকে শক্তিশালী মেঘও বিদায় নিছে।
তবে যেহেতু এখন বর্ষাকাল তাই নিয়ম অনুযায়ী দেশের অনেক এলাকায় মাঝেমধ্যে বৃষ্টির সম্ভাবনা থাকছে, তবে তা বৃষ্টি বলয় চলাকালীন সময়ে যেমনটা হয় তেমন না।
তবে দেশের দু একটি ছোট্ট এলাকায় ভারিবৃষ্টি থাকতে পারে।
তবে দুঃখজনক ব্যপার হলো চলতি বৃষ্টি বলয়ে দেশের উত্তর অঞ্চল সম্পুর্ন বঞ্চিত হলো।
যাহোক আগামী ২৫ শে জুলাই পর্যন্ত দেশের উপর বৃষ্টি বলয় আসার সম্ভাবনা কম।
তবে আগামী ১৬ ই জুলাই থেকে দেশের উত্তর অঞ্চলে বৃষ্টির পরিমাণ কিছুটা বৃদ্ধি পেতে পারে, তেমন বেশি না হলেও নাই মামার চেয়ে কানা মামা ভালো।
যাহোক আগামী ১০ দিন বঙ্গোপসাগর কম উত্তাল থাকবে, আপনারা এইসময় এর ভেতরে সাগরে মাছ ধরতে যেতে পারে আল্লাহর রহমতে।
ধন্যবাদ

البحث
الأقسام
إقرأ المزيد
পৃথিবীর সবচেয়ে ছোট গল্প, মাত্র ৬ শব্দের.
সবচেয়ে ছোট গল্পগুলোর মধ্যে বিখ্যাত একটি হলো আর্নেস্ট হ্যামিংওয়ের গল্পটি। মাত্র ছয় শব্দের গল্প।...
Norway’s Silent Revolution: Underwater Wind Turbines That Let the Ocean Breathe
Norway Just Deployed Underwater Wind Turbines - Silent, Invisible, and Safe for Marine Life...
কি তাদের ভবিষ্যত??
প্রশ্ন, ওরা আর ফিরবে না অথবা ফিরতে পারবে না অথবা শাস্তি পেয়ে ফিরতে হবে অথবা এই যাত্রায় মাফ কি...
চাঁদাবাজি রোধে অ্যাকশনে গিয়ে বদলি পুলিশ কর্মকর্তা
গাজীপুরে চাঁদাবাজি রোধে অ্যাকশনে গিয়ে বদলি পুলিশ কর্মকর্তা
এখানে আপনার জানার জন্য সবকিছু দেওয়া...
উজ্জ্বল লাল দাগগুলো ফুটে উঠেছে, যেন গ্যালাকটিক জ্বলন্ত অঙ্গার
পৃথিবী থেকে প্রায় ৬,৫০০ আলোকবর্ষ দূরে ঈগল নীহারিকার গভীরে অবস্থিত একটি মহাজাগতিক বিস্ময় যা...