অবশেষে স্বস্তি বাংলার আকাশে 🙂
Posted 2025-07-13 05:03:24
1
682
দেশ থেকে বৃষ্টি বলয় বিদায় নিয়েছে সেই সাথে দেশের আকাশ থেকে শক্তিশালী মেঘও বিদায় নিছে।
তবে যেহেতু এখন বর্ষাকাল তাই নিয়ম অনুযায়ী দেশের অনেক এলাকায় মাঝেমধ্যে বৃষ্টির সম্ভাবনা থাকছে, তবে তা বৃষ্টি বলয় চলাকালীন সময়ে যেমনটা হয় তেমন না।
তবে দেশের দু একটি ছোট্ট এলাকায় ভারিবৃষ্টি থাকতে পারে।
তবে দুঃখজনক ব্যপার হলো চলতি বৃষ্টি বলয়ে দেশের উত্তর অঞ্চল সম্পুর্ন বঞ্চিত হলো।
যাহোক আগামী ২৫ শে জুলাই পর্যন্ত দেশের উপর বৃষ্টি বলয় আসার সম্ভাবনা কম।
তবে আগামী ১৬ ই জুলাই থেকে দেশের উত্তর অঞ্চলে বৃষ্টির পরিমাণ কিছুটা বৃদ্ধি পেতে পারে, তেমন বেশি না হলেও নাই মামার চেয়ে কানা মামা ভালো।
যাহোক আগামী ১০ দিন বঙ্গোপসাগর কম উত্তাল থাকবে, আপনারা এইসময় এর ভেতরে সাগরে মাছ ধরতে যেতে পারে আল্লাহর রহমতে।
ধন্যবাদ
Buscar
Categorías
Read More
যে কাপড় বদলে দিয়েছিল হাজারো মায়ের ভাগ্য:
এক বিস্মৃত অধ্যায়ের কাহিনী আজ থেকে প্রায় ২৬০ বছর আগের কথা। সময়টা ১৭৬০ সাল। ফ্রান্সে তখন এক...
জো রুট আধুনিক টেস্ট ক্রিকেটের এক জীবন্ত প্রতিমূর্তি
ব্যাট হাতে তিনি যেন সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া এক শিল্পী, যিনি প্রতিপক্ষ ও কন্ডিশনের পরোয়া না...
(৩১ জুলাই) বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) ৫১৫ মাইল বা ৮২৯ কিলোমিটার দৈর্ঘ্যের এই বজ্রপাতকে ইতিহাসের দীর্ঘতম হিসেবে স্বীকৃতি দিয়েছে।
২০১৭ সালে যুক্তরাষ্ট্রের আকাশে ঘটে যাওয়া একটি বজ্রপাত বিশ্ব রেকর্ড গড়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই)...
পৃথিবীতে কোনো প্রাণীর সিজার লাগে না, মানুষের কেন লাগে?
আপনাকে সিজারের সময় মেরুদণ্ডে যে ইনজেকশন দেওয়া হয় সেই ইনজেকশনটা কে পুশ করেছিল মহিলা ডাক্তার নাকি...
বিশ্বের 'সবচেয়ে বয়স্ক শিশু'র জন্ম হলো মার্কিন যুক্তরাষ্ট্রে, যে এসেছে ৩০ বছরেরও বেশি সময় ধরে হিমায়িত একটি ভ্রূণ থেকে!
ওহাইও অঙ্গরাজ্যের লিন্ডসে এবং টিম পিয়ার্স দম্পতি গত ২৬শে জুলাই এই পুত্রসন্তানকে স্বাগত জানান, যার...