অবশেষে স্বস্তি বাংলার আকাশে 🙂
نشر بتاريخ 2025-07-13 05:03:24
1
509

দেশ থেকে বৃষ্টি বলয় বিদায় নিয়েছে সেই সাথে দেশের আকাশ থেকে শক্তিশালী মেঘও বিদায় নিছে।
তবে যেহেতু এখন বর্ষাকাল তাই নিয়ম অনুযায়ী দেশের অনেক এলাকায় মাঝেমধ্যে বৃষ্টির সম্ভাবনা থাকছে, তবে তা বৃষ্টি বলয় চলাকালীন সময়ে যেমনটা হয় তেমন না।
তবে দেশের দু একটি ছোট্ট এলাকায় ভারিবৃষ্টি থাকতে পারে।
তবে দুঃখজনক ব্যপার হলো চলতি বৃষ্টি বলয়ে দেশের উত্তর অঞ্চল সম্পুর্ন বঞ্চিত হলো।
যাহোক আগামী ২৫ শে জুলাই পর্যন্ত দেশের উপর বৃষ্টি বলয় আসার সম্ভাবনা কম।
তবে আগামী ১৬ ই জুলাই থেকে দেশের উত্তর অঞ্চলে বৃষ্টির পরিমাণ কিছুটা বৃদ্ধি পেতে পারে, তেমন বেশি না হলেও নাই মামার চেয়ে কানা মামা ভালো।
যাহোক আগামী ১০ দিন বঙ্গোপসাগর কম উত্তাল থাকবে, আপনারা এইসময় এর ভেতরে সাগরে মাছ ধরতে যেতে পারে আল্লাহর রহমতে।
ধন্যবাদ

البحث
الأقسام
إقرأ المزيد
ChatGPT-কে নিয়ে ভয়ঙ্কর কিছু ঘটনা প্রকাশ্যে এসেছে।
সম্প্রতি একটি বড় ধরনের বিতর্ক ছড়িয়ে পড়েছে কারণ জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট ChatGPT-কে...
চাওয়া পাওয়া 🔥
ছেলের বিয়ে হয়ে গেলে ছেলে আর নিজের থাকেনা, বৌয়ের হয়ে যায়, কিন্তু মেয়ের বিয়ে হয়ে গেলেও মেয়ে কোনোদিন...
10 AI Tips for Personal Use in Daily Life
1. Use AI Personal Assistants to Manage Your Day
Leverage Siri, Google Assistant, or Alexa to set...
আমি কেন এমএমএ নিয়ে কাজ করি?
প্রশ্নটা অনেকেই করেন—এই এমএমএ (মিক্সড মার্শাল আর্টস) নিয়ে এত সময়, এত পরিশ্রম দিচ্ছেন কেন?...
আমরা যতটা না সাহিত্যের হুমায়ূনকে চিনি রসায়নের হুমায়ূনকে কজনই বা চিনি?
রসায়ন-পড়ুয়া মানুষের রসবোধ নেই এমন সর্বজনবিদীত অপবাদকে ম্লান করে কৃষ্ণপক্ষের চাঁদের মতো এক...