বাংলাদেশ ম্যারিকা থেকে ২৫টি বোয়িং কিনতে চাইছে

শুধুই বোয়িং? নাকি সাথে আয়রন ডোমও সম্ভব?
"সময় এটাই আওয়াজ তুলুন নইলে সামনে কাঁদতে হবে"।
বাংলাদেশ ম্যারিকা থেকে ২৫টি বোয়িং কিনতে চাইছে — দারুণ!
কিন্তু প্রশ্ন হলোঃ এই ৭ বিলিয়ন ডলারের পুরোটা কি আমরা শুধু প্লেনের পেছনেই খরচ করবো, নাকি একটু কৌশলী হবো?
আসুন মোটাদাগে হিসাবটা বুঝিঃ
১টা বোয়িং = ২৮০ মিলিয়ন ডলার
২৫টা কিনলে = ৭ বিলিয়ন ডলার
৬-৭টা কিনলে = ১.৭ বিলিয়ন ডলার
তাহলে বাকি ৫.৩ বিলিয়নে কী কী সম্ভব?
১০-১৫টা আয়রন ডোম!
রাডার, মিসাইল, সাইবার সিকিউরিটি!!
এমনকি আধুনিক MALE/HALE ড্রোন!!!
বাংলার আকাশ রাখিবেন মুক্ত? লেকিনঃ
ভারতের আছে এস-৪০০ মিসাইল সিস্টেম
মিয়ানমারের আছে আধুনিক আধুনিক রাডার ও যুদ্ধবিমানের ফ্লিট
আর আমাদের?
ভাবেন একবার, আয়রন ডোম, প্যাট্রিয়ট কিংবা থাড থাকা মানেঃ
ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, মংলা, ফেনী, লালমনিরহাট, রূপপুর পারমাণবিক কেন্দ্র আর পোশাক শিল্পাঞ্চল, সব প্রোটেক্টেড।
একইসাথেঃস্ট্র্যাটেজিক গভীরতা + টেক ট্রান্সফার পাবে বাংলাদেশ।
তাই,
২৫টা বোয়িং প্লেন নয়,
বরং ৬-৭টা বোয়িং প্লেন + আকাশ প্রতিরক্ষা = টেকসই নিরাপত্তা + স্মার্ট ইনভেস্টমেন্ট + গ্লোবাল স্ট্যাটাস
এটাই হোক আমাদের নতুন উন্নয়ন দর্শন।