শুধু শিক্ষা গ্রহণ করলেই শিক্ষিত হয় না.

0
272

টাকা দিয়ে আপনার সন্তানকে সব কিছু দিতে পারলে ও, বিনয়ী হওয়া কখনো শিখাতে পারবেন না। জীবনে আপনার সন্তানকে আর কিছু দেন আর না দেন, অন্তত বিনয়ী হওয়ার শিক্ষা টা দিয়েন। এটা তার জন্য জীবনের সবচেয়ে জরুরি শিক্ষা। 

 

"অন্যদের সম্মান করতে শেখাবেন। ভিন্নমতকে সহ্য করতে শেখাবেন।‌ সাফল্য পেলে বা টাকা পয়সার মালিক হলে সে যেন অন্ধ না হয়ে যায়। এই সমাজে আমরা এমন মানুষ তৈরি করছি, যাদের হাতে দামি মোবাইল আছে কিন্তু মুখে ভদ্রতা নেই। যাদের পায়ে ব্র্যান্ডেড জুতা আছে কিন্তু হৃদয়ে শ্রদ্ধা নেই।" 

 

আপনার সন্তান যদি শিক্ষক,গৃহকর্মী,রিকশাওয়ালা,কিংবা অফিসের চৌকিদার কাউকে সম্মান করতে না শেখে,তাহলে আপনি তাকে মানুষ নয়,একটা ‘অহঙ্কারী রোবট’ বানিয়ে দিচ্ছেন।

অনেক বাবা-মা সন্তানের অশ্রদ্ধা দেখে হাসেন,বলে, “আমার ছেলেটা একটু স্মার্ট,জবাব দিতে জানে। না আপনি ভুল বুঝছেন। এটা স্মার্টনেস না, এটা ‘অভদ্রতা’।

 

আপনি সন্তানকে গাড়ি দিতে পারেন, বাড়ি দিতে পারেন, টাকা দিতে পারেন, কিন্তু বিনয়, সহানুভূতি, আর আদব এই জিনিসগুলো তাকে হাতে ধরে শেখাতে হয়। 

 

"এই শিক্ষাটা আপনি যদি না দেন, তাহলে একদিন সমাজ তার দামি জামা-কাপড় দেখে না,তার ব্যাবহার দেখে মুখ ঘুরিয়ে নেবে। সন্তানকে মানুষ বানান। শুধু সফল না,বিনয়ী মানুষ।

কারণ সফল মানুষকে মানুষ একবার দেখে,আর বিনয়ী মানুষকে বারবার মনে রাখে।"

 

সমাজে এখনকার সময়ে ধর্মীয় মূল্যবোধের চর্চা এবং নৈতিক শিক্ষা প্রত্যেক এর মধ্যে গড়ে তুলার মাধ্যমে ই ভালো কিছু করা সম্ভব। আমরা সকলেই আমাদের সন্তানদের বিনয়ী হ‌ওয়ার জন্য চেষ্টা করি। 

Love
2
Suche
Kategorien
Mehr lesen
Health
রাতে দাঁত ব্রাশ না করা আপনার ধারণার চেয়ে অনেক বেশি বিপজ্জনক হতে পারে।
১৫০০-র বেশি হাসপাতালে ভর্তি রোগীর উপর করা এক যুগান্তকারী গবেষণায় দেখা গেছে, ঘুমানোর আগে দাঁত...
Von Yeara Meherish 2025-08-12 05:52:51 0 426
Tech
🧠 ‘স্যাপিওসেক্সুয়াল’ বলতে কী বোঝায়? কারা হন ‘স্যাপিওসেক্সুয়াল’?
মানুষ সাধারণত কারও প্রেমে পড়ে বাহ্যিক সৌন্দর্য, আকর্ষণীয় চেহারা, সামাজিক অবস্থান বা স্টাইল দেখে।...
Von Mirshad Sharif 2025-07-28 17:52:50 0 287
Andere
(৩১ জুলাই) বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) ৫১৫ মাইল বা ৮২৯ কিলোমিটার দৈর্ঘ্যের এই বজ্রপাতকে ইতিহাসের দীর্ঘতম হিসেবে স্বীকৃতি দিয়েছে।
২০১৭ সালে যুক্তরাষ্ট্রের আকাশে ঘটে যাওয়া একটি বজ্রপাত বিশ্ব রেকর্ড গড়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই)...
Von Yeara Meherish 2025-08-02 10:23:06 0 242
Health
পেটে গ্যাস হলে মাথাব্যথা হয়—এটি কি বিজ্ঞান নাকি শুধুই গুজব?
  এই প্রশ্নটি অনেকের মনেই ঘোরাফেরা করে। আসলে, এর পেছনে রয়েছে কিছু বিজ্ঞানসম্মত ব্যাখ্যা, যা...
Von Sharif Uddin 2025-08-02 18:20:43 0 256
Tech
"আপনার সন্তান কি গোপনে মোবাইলে নিষিদ্ধ ভিডিও দেখছে?ভাবছেন যে, এতটুকু বয়সে সে তো এসব জানেই না?একটু শোনেন —"
"আমরা সন্তানকে মোবাইল দেই, চুপচাপ থাকার জন্য। খাওয়া খাওয়াতে, না ঘ্যানঘ্যান করতে – একটা ফোন...
Von Zihadur Rahman 2025-07-29 09:24:36 0 335
BlackBird Ai
https://bbai.shop