শুধু শিক্ষা গ্রহণ করলেই শিক্ষিত হয় না.

0
162

টাকা দিয়ে আপনার সন্তানকে সব কিছু দিতে পারলে ও, বিনয়ী হওয়া কখনো শিখাতে পারবেন না। জীবনে আপনার সন্তানকে আর কিছু দেন আর না দেন, অন্তত বিনয়ী হওয়ার শিক্ষা টা দিয়েন। এটা তার জন্য জীবনের সবচেয়ে জরুরি শিক্ষা। 

 

"অন্যদের সম্মান করতে শেখাবেন। ভিন্নমতকে সহ্য করতে শেখাবেন।‌ সাফল্য পেলে বা টাকা পয়সার মালিক হলে সে যেন অন্ধ না হয়ে যায়। এই সমাজে আমরা এমন মানুষ তৈরি করছি, যাদের হাতে দামি মোবাইল আছে কিন্তু মুখে ভদ্রতা নেই। যাদের পায়ে ব্র্যান্ডেড জুতা আছে কিন্তু হৃদয়ে শ্রদ্ধা নেই।" 

 

আপনার সন্তান যদি শিক্ষক,গৃহকর্মী,রিকশাওয়ালা,কিংবা অফিসের চৌকিদার কাউকে সম্মান করতে না শেখে,তাহলে আপনি তাকে মানুষ নয়,একটা ‘অহঙ্কারী রোবট’ বানিয়ে দিচ্ছেন।

অনেক বাবা-মা সন্তানের অশ্রদ্ধা দেখে হাসেন,বলে, “আমার ছেলেটা একটু স্মার্ট,জবাব দিতে জানে। না আপনি ভুল বুঝছেন। এটা স্মার্টনেস না, এটা ‘অভদ্রতা’।

 

আপনি সন্তানকে গাড়ি দিতে পারেন, বাড়ি দিতে পারেন, টাকা দিতে পারেন, কিন্তু বিনয়, সহানুভূতি, আর আদব এই জিনিসগুলো তাকে হাতে ধরে শেখাতে হয়। 

 

"এই শিক্ষাটা আপনি যদি না দেন, তাহলে একদিন সমাজ তার দামি জামা-কাপড় দেখে না,তার ব্যাবহার দেখে মুখ ঘুরিয়ে নেবে। সন্তানকে মানুষ বানান। শুধু সফল না,বিনয়ী মানুষ।

কারণ সফল মানুষকে মানুষ একবার দেখে,আর বিনয়ী মানুষকে বারবার মনে রাখে।"

 

সমাজে এখনকার সময়ে ধর্মীয় মূল্যবোধের চর্চা এবং নৈতিক শিক্ষা প্রত্যেক এর মধ্যে গড়ে তুলার মাধ্যমে ই ভালো কিছু করা সম্ভব। আমরা সকলেই আমাদের সন্তানদের বিনয়ী হ‌ওয়ার জন্য চেষ্টা করি। 

Love
2
Rechercher
Catégories
Lire la suite
Health
আমেরিকার এক কৃষক বাঁচাতে এক অভাবনীয় উদ্যোগ⚠️🔥
শুনলে অবাক লাগতে পারে, তবে যুক্তরাষ্ট্রের আকাশে কোটি কোটি মাছি ছড়ানো হবে খুব শিগগিরই। কিন্তু এটি...
Par Zihadur Rahman 2025-07-15 14:33:03 1 479
Autre
২০২৫ ইন্টারন্যাশনাল অ্যাডভান্সড এয়ার মোবিলিটি এক্সপো শুরু হলো সাংহাইতে! 🌏🚁
বুধবার সাংহাইতে শুরু হয়েছে ২০২৫ সালের ইন্টারন্যাশনাল অ্যাডভান্সড এয়ার মোবিলিটি এক্সপো। বিশাল...
Par Sharif Uddin 2025-07-28 06:35:55 0 176
Autre
গাড়ি উৎপাদনের অঞ্চলেকে তিনটি সমান ভাগে ভাগ করা হয়েছে, যার প্রত্যেকটি বিশ্বব্যাপী উৎপাদিত গাড়ির প্রায় ৩৩.৩% প্রতিনিধিত্ব করে।
এই মানচিত্রটি বৈশ্বিক গাড়ি উৎপাদনের একটি আকর্ষণীয় ভিজ্যুয়াল উপস্থাপন করে: এটি তিনটি সমান ভাগে...
Par Yeara Meherish 2025-08-02 10:15:44 0 140
Autre
🔥 পৃথিবীর বুকে অন্য গ্রহের ছাপ!
  🌋 আইসল্যান্ডের ভলক্যানিক রহস্য – ব্লা শ্লুয়ার ও গ্রেয়শ্লুয়ার হ্রদ   দেখে মনে...
Par Jarin Akter 2025-07-17 10:29:01 0 407
Autre
বিশ্বের সবচেয়ে নিখুঁত ঘড়ি তৈরি করেছেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেকনোলজির গবেষকেরা।
 এমন এক ঘড়ি যা এক সেকেন্ডকে উনিশ দশমিক ঘর পর্যন্ত মাপতে পারে। সময় পরিমাপের ইতিহাসে এটি এক...
Par Mirshad Sharif 2025-07-29 11:11:14 0 174
BlackBird Ai
https://bbai.shop