গবেষণা বলছে- নারীদের রূপচর্চার পেছনেও লুকিয়ে থাকতে পারে ক্যানসারের বিপদ!

0
271

সৌন্দর্যচর্চার জগতে নারীরা যেসব প্রসাধনী ও পার্সোনাল কেয়ার পণ্য ব্যবহার করেন, তাতে থাকা কিছু রাসায়নিক উপাদান যে শরীরের জন্য ক্ষতিকর হতে পারে, তা ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। বিশেষ করে প্যারাবেন (parabens) ও ফথালেটস (phthalates) নামের দুটি উপাদানকে স্তন ক্যানসারের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত বলে মনে করছেন গবেষকরা।

 

প্যারাবেন ও ফথালেটস সাধারণত পাওয়া যায় মেকআপ, ময়েশ্চারাইজার, চুলের যত্নের পণ্য, নেল পালিশ এবং পারফিউমে। এই রাসায়নিকগুলো হরমোনের স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন ঘটাতে পারে। তারা শরীরে ইস্ট্রোজেনের মতো আচরণ করে, কিংবা কখনও হরমোনের কাজ আটকে দেয়। ফলে শরীরের হরমোন ভারসাম্য মারাত্মকভাবে বিঘ্নিত হয়।

এটা সবচেয়ে উদ্বেগজনক স্তন ক্যানসারের ক্ষেত্রে। কারণ, ইস্ট্রোজেনই হরমোন-নির্ভর স্তন ক্যানসারের বৃদ্ধিতে মূল নিয়ামক হিসেবে কাজ করে। আর প্যারাবেন শরীরে ইস্ট্রোজেনের মতো আচরণ করে, এমনকি স্তনের টিস্যুতেও একে পাওয়া গেছে- যদিও সরাসরি সম্পর্ক এখনো শতভাগ প্রমাণিত হয়নি। অপরদিকে, ফথালেটস ইস্ট্রোজেনের অনুকরণ না করলেও অন্যান্য হরমোন, বিশেষ করে টেস্টোস্টেরনের কাজ ব্যাহত করে।

 

এখন তাহলে কী করবেন? ভয় না পেয়ে বরং সচেতন হওয়াই বুদ্ধিমানের কাজ। যারা ঝুঁকি কমাতে চান, তাদের জন্য সবচেয়ে ভালো উপায় হলো প্রোডাক্ট কেনার আগে উপাদানগুলো মনোযোগ দিয়ে পড়া, আর প্যারাবেন ও ফথালেট-মুক্ত পণ্য বেছে নেওয়া।

 

সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো- গবেষণায় দেখা গেছে, মাত্র ২৮ দিনের জন্য এই রাসায়নিকবিহীন পণ্য ব্যবহার করলেই স্তন ক্যানসারের কিছু জিন কার্যকরভাবে বন্ধ হয়ে যায়!

 

তাই সচেতন হোন, সুস্থ-সুন্দর জীবন গড়ে তুলুন।

#itihaser_golpo #itihasergolpo #cancerawareness #cancerresearch #BreastCancerAwareness

Rechercher
Catégories
Lire la suite
Autre
China is building a 1 kilometer-wide solar Power station in Space.
China’s Giant Leap: A Solar Power Plant… in Space! 🚀 Imagine a solar station so...
Par Mirshad Sharif 2025-08-04 19:38:37 0 443
Tech
শুধু গাছ লাগালেই গ্লোবাল ওয়ার্মিং কমে যাবে? 
একুশ শতকের এই দিনে শিল্প বিপ্লবের মহড়া যে হারে বাড়ছে, তাতে স্পষ্টত গ্লোবাল ওয়ার্মিং আর থেমে...
Par Sharif Uddin 2025-07-27 11:20:28 0 304
Autre
স্টকহোমের কেটিএইচ রয়্যাল ইনস্টিটিউট অফ টেকনোলজির গবেষকরা, অধ্যাপক লার্স বার্গলান্ডের নেতৃত্বে, সম্পূর্ণরূপে জৈব-ভিত্তিক স্বচ্ছ কাঠ তৈরি করেছেন। 
তারা বালসা কাঠ থেকে লিগনিন অপসারণ করে এবং তাতে লাইমোনিন অ্যাক্রিলেট নামক একটি বায়োডিগ্রেডেবল...
Par Yeara Meherish 2025-07-31 19:47:50 0 270
Sports
সামাদ তার অনন্য ফুটবল নৈপুণ্য দ্বারা গঙ্গার জলে যেন আগুন ধরিয়ে দিল।’
ইউটিউব ঘাটলে রোনালদিনহোর একটা ভিডিও ক্লিপ পাওয়ার কথা।  সেই ক্লিপে দেখা যায়, রোনালদিনহো...
Par Mirshad Sharif 2025-07-30 12:27:11 0 245
Autre
মোয়া পাখি
মানুষ যখন নিউজিল্যান্ডের ভূমিতে প্রথম পা রাখে, তারা এক আশ্চর্যজনক ডানাবিহীন পাখির মুখোমুখি হয়। এই...
Par Zihadur Rahman 2025-07-30 12:05:34 0 291
BlackBird Ai
https://bbai.shop