গবেষণা বলছে- নারীদের রূপচর্চার পেছনেও লুকিয়ে থাকতে পারে ক্যানসারের বিপদ!

0
182

সৌন্দর্যচর্চার জগতে নারীরা যেসব প্রসাধনী ও পার্সোনাল কেয়ার পণ্য ব্যবহার করেন, তাতে থাকা কিছু রাসায়নিক উপাদান যে শরীরের জন্য ক্ষতিকর হতে পারে, তা ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। বিশেষ করে প্যারাবেন (parabens) ও ফথালেটস (phthalates) নামের দুটি উপাদানকে স্তন ক্যানসারের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত বলে মনে করছেন গবেষকরা।

 

প্যারাবেন ও ফথালেটস সাধারণত পাওয়া যায় মেকআপ, ময়েশ্চারাইজার, চুলের যত্নের পণ্য, নেল পালিশ এবং পারফিউমে। এই রাসায়নিকগুলো হরমোনের স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন ঘটাতে পারে। তারা শরীরে ইস্ট্রোজেনের মতো আচরণ করে, কিংবা কখনও হরমোনের কাজ আটকে দেয়। ফলে শরীরের হরমোন ভারসাম্য মারাত্মকভাবে বিঘ্নিত হয়।

এটা সবচেয়ে উদ্বেগজনক স্তন ক্যানসারের ক্ষেত্রে। কারণ, ইস্ট্রোজেনই হরমোন-নির্ভর স্তন ক্যানসারের বৃদ্ধিতে মূল নিয়ামক হিসেবে কাজ করে। আর প্যারাবেন শরীরে ইস্ট্রোজেনের মতো আচরণ করে, এমনকি স্তনের টিস্যুতেও একে পাওয়া গেছে- যদিও সরাসরি সম্পর্ক এখনো শতভাগ প্রমাণিত হয়নি। অপরদিকে, ফথালেটস ইস্ট্রোজেনের অনুকরণ না করলেও অন্যান্য হরমোন, বিশেষ করে টেস্টোস্টেরনের কাজ ব্যাহত করে।

 

এখন তাহলে কী করবেন? ভয় না পেয়ে বরং সচেতন হওয়াই বুদ্ধিমানের কাজ। যারা ঝুঁকি কমাতে চান, তাদের জন্য সবচেয়ে ভালো উপায় হলো প্রোডাক্ট কেনার আগে উপাদানগুলো মনোযোগ দিয়ে পড়া, আর প্যারাবেন ও ফথালেট-মুক্ত পণ্য বেছে নেওয়া।

 

সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো- গবেষণায় দেখা গেছে, মাত্র ২৮ দিনের জন্য এই রাসায়নিকবিহীন পণ্য ব্যবহার করলেই স্তন ক্যানসারের কিছু জিন কার্যকরভাবে বন্ধ হয়ে যায়!

 

তাই সচেতন হোন, সুস্থ-সুন্দর জীবন গড়ে তুলুন।

#itihaser_golpo #itihasergolpo #cancerawareness #cancerresearch #BreastCancerAwareness

البحث
الأقسام
إقرأ المزيد
Tech
ঠিক এমনই আশ্চর্যজনক আবিষ্কার করেছেন University of Toronto-র গবেষকরা, ড্যানিয়েলা অ্যাঙ্গুলো (Daniela Angulo)-এর নেতৃত্বে।নেগেটিভ টাইম" বা ঋণাত্মক সময়ের অস্তিত্বের প্রমাণ করে।
মনে করেন, আপনি একটি রুমের দরজা দিয়ে ঢোকার আগেই আপনি ঐ রুম থেকে বেরিয়ে যাচ্ছেন! বিষয়টি শুনতে...
بواسطة Yeara Meherish 2025-07-31 19:53:27 0 172
أخرى
আহসান মঞ্জিলের ইতিহাস
বাংলাদেশের একটি ঐতিহাসিক স্থাপনা আহসান মঞ্জিল। দেশের দর্শনীয় স্থানগুলোর মধ্যে একটিও। প্রতিদিন...
بواسطة Nurul Hasan 2025-07-17 20:29:53 0 378
Health
ডিপ্রেশনের জন্য সবচেয়ে ভালো চিকিৎসা কী?
কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে যে ডিপ্রেশনের জন্য সবচেয়ে ভালো চিকিৎসা কী? আপনার মনে হয়তো প্রথমেই আসবে...
بواسطة Sharif Uddin 2025-07-27 06:51:29 0 213
أخرى
৭-৮ মাস ধরে কেউ খোঁজ নেয় নি, পাওয়া গেলো মডেলের লাশ!
পাকিস্তানি এই মডেলের নাম Humaira Asghar.. পাকিস্তানের পুলিশ একটা ফ্ল্যাট খালি কর‍তে গিয়ে তার...
بواسطة Zihadur Rahman 2025-07-12 13:10:17 0 491
Health
Aging, How??
Our bodies are made up of trillions of cells that renew regularly to keep us healthy. Red blood...
بواسطة tarin taru 2025-07-18 18:27:46 0 418
BlackBird Ai
https://bbai.shop