গবেষণা বলছে- নারীদের রূপচর্চার পেছনেও লুকিয়ে থাকতে পারে ক্যানসারের বিপদ!

সৌন্দর্যচর্চার জগতে নারীরা যেসব প্রসাধনী ও পার্সোনাল কেয়ার পণ্য ব্যবহার করেন, তাতে থাকা কিছু রাসায়নিক উপাদান যে শরীরের জন্য ক্ষতিকর হতে পারে, তা ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। বিশেষ করে প্যারাবেন (parabens) ও ফথালেটস (phthalates) নামের দুটি উপাদানকে স্তন ক্যানসারের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত বলে মনে করছেন গবেষকরা।
প্যারাবেন ও ফথালেটস সাধারণত পাওয়া যায় মেকআপ, ময়েশ্চারাইজার, চুলের যত্নের পণ্য, নেল পালিশ এবং পারফিউমে। এই রাসায়নিকগুলো হরমোনের স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন ঘটাতে পারে। তারা শরীরে ইস্ট্রোজেনের মতো আচরণ করে, কিংবা কখনও হরমোনের কাজ আটকে দেয়। ফলে শরীরের হরমোন ভারসাম্য মারাত্মকভাবে বিঘ্নিত হয়।
এটা সবচেয়ে উদ্বেগজনক স্তন ক্যানসারের ক্ষেত্রে। কারণ, ইস্ট্রোজেনই হরমোন-নির্ভর স্তন ক্যানসারের বৃদ্ধিতে মূল নিয়ামক হিসেবে কাজ করে। আর প্যারাবেন শরীরে ইস্ট্রোজেনের মতো আচরণ করে, এমনকি স্তনের টিস্যুতেও একে পাওয়া গেছে- যদিও সরাসরি সম্পর্ক এখনো শতভাগ প্রমাণিত হয়নি। অপরদিকে, ফথালেটস ইস্ট্রোজেনের অনুকরণ না করলেও অন্যান্য হরমোন, বিশেষ করে টেস্টোস্টেরনের কাজ ব্যাহত করে।
এখন তাহলে কী করবেন? ভয় না পেয়ে বরং সচেতন হওয়াই বুদ্ধিমানের কাজ। যারা ঝুঁকি কমাতে চান, তাদের জন্য সবচেয়ে ভালো উপায় হলো প্রোডাক্ট কেনার আগে উপাদানগুলো মনোযোগ দিয়ে পড়া, আর প্যারাবেন ও ফথালেট-মুক্ত পণ্য বেছে নেওয়া।
সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো- গবেষণায় দেখা গেছে, মাত্র ২৮ দিনের জন্য এই রাসায়নিকবিহীন পণ্য ব্যবহার করলেই স্তন ক্যানসারের কিছু জিন কার্যকরভাবে বন্ধ হয়ে যায়!
তাই সচেতন হোন, সুস্থ-সুন্দর জীবন গড়ে তুলুন।
#itihaser_golpo #itihasergolpo #cancerawareness #cancerresearch #BreastCancerAwareness