ভূমিকম্পে নতুন করে জেগে উঠল ক্লিউচেভস্কয়

0
465

গত চব্বিশ ঘণ্টায় রাশিয়ার কামচাটকায় কমপক্ষে শ খানেক ভূমিকম্প হয়েছে। তার জেরে নতুন করে জেগে উঠেছে ক্লিউচেভস্কয় আগ্নেয়গিরি। নতুন কোন তৈরি হয়ে গিয়েছে আগ্নেয়গিরির মুখে। আলো-মেঘের নানা খেলা আগ্নেয়গিরির মুখের কাছে। 

 

রাশিয়ার কামচাটকা। একে বলা হয় ল্যান্ড অফ আইস অ্যান্ড ফায়ার। বরফ সবুজ মিলেমিশে থাকা এলাকা। বাদামি ভালুকের বাস। একশো ষাটখানা আগ্নেয়গিরি ছড়িয়ে ছিটিয়ে। তারমধ্যে উনত্রিশটা এখনও জেগে। আগুন আর বরফের মিশেলে দিনযাপন প্রায় সাড়ে তিন লক্ষ বাসিন্দার। 

 

ভূমিকম্প আর সুনামি এখানে নতুন নয়। তবে রিখটার স্কেলে এই মাত্রার ভূমিকম্প অনেকদিন পর। যার জেরে আঁচ পড়তে চলেছে আমেরিকায় পর্যন্ত। 

 

কামচাটকা। জাপানের মাথার দিকে। ডান দিকে আমেরিকার আলাস্কা। কামচাটকার নীচের দিকে কুরিল আইল্যান্ড। ভূমিকম্পের উৎপত্তিস্থল এই এলাকাতেই। প্রভাব কতটা পড়বে, তা জানতে সময়ের অপেক্ষা। 

 

এই কামচাটকাতেই বারবার ঘুম ভেঙেছে ক্লিউচেভস্কয় আগ্নেয়গিরির। সপ্তাহ দুয়েক ধরে সেখানে নানান ধোঁয়া আর আগুনের খেলা চলছে। প্রায় হাজার মাইল ধোঁয়ার নদী গলগল করে বের হয়েছে এই ক্লিউচেভস্কয় থেকে। গত চব্বিশ ঘণ্টার ভূমিকম্পে তৈরি হয়েছে নতুন কোন। দূর থেকে ভয়ংকর ক্লিউচেভস্কয়কে লাগছে সুন্দর। 

 

ক্লিউচেভস্কয় বা ক্লিউচেভস্কায়া সোপকা। সাত হাজার বছর আগে এর জন্ম। ১৬৯৭ সালে প্রথম এর ঘুম ভাঙা। ১৭৮৮ সালে প্রথম এই আগ্নেয়গিরির বুকে পা রেখেছিলেন ড্যানিয়েল গাউস। তারপর অনেকে গিয়েছেন, গরম লাভায় পুড়ে ছাই হয়ে গিয়েছেন। ভূমিকম্পে সেই ক্লিউচেভস্কয় বা ক্লিউচেভস্কায়া সোপকা রঙ ছড়াচ্ছে আবার। প্রকৃতি ভয়ঙ্কর, প্রকৃতি সুন্দর। কখনও কখনও সুন্দর দূর থেকেই ভালো।

Love
1
Suche
Kategorien
Mehr lesen
Andere
ফ্যাশনে পরিণত হওয়ার আগে ডেনিমের গল্পটা ছিল বেশ হৃদয়বিদারক। 
  পশ্চিম আফ্রিকায় একটি মোটা টেকসই কাপড় দাসশ্রেণীর মানুষদের মধ্যে বিতরণ করা হত যাতে তারা...
Von Zihadur Rahman 2025-07-22 05:35:15 0 445
Food
কাঠবাদামের উপকারিতা
✅ কাঠবাদামের উপকারিতা: 1. মস্তিষ্কের জন্য উপকারী কাঠবাদামে থাকা ভিটামিন E, ওমেগা-৩ ও...
Von Nurul Hasan 2025-07-12 08:40:46 0 796
Health
প্রতিদিন অন্তত ৭,০০০ ধাপ হাঁটা ক্যান্সার হওয়ার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমাতে পারে,
জানিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের নেতৃত্বে পরিচালিত একটি বড় গবেষণা। সায়েন্স অ্যালার্ট...
Von Mirshad Sharif 2025-08-02 20:31:27 0 340
Andere
হিমালয়ের কোলে এক অসাধারণ, আর কিছুটা ভয়জাগানো জায়গার নাম Skeleton Lake।
 আপনি যদি ভারতের উত্তরাখণ্ড রাজ্যের রূপকুন্ড হ্রদের নাম শুনে থাকেন, তাহলে জেনে রাখুন, এটাই...
Von Sharif Uddin 2025-08-06 05:08:19 0 400
Sports
Jamal Musiala Bayern Munich's young superstar suffers horrific leg injury at Club World Cup
22 year old Bayern Munich's young superstar Jamal Musiala suffered a leg injury at the end of the...
Von Nurul Hasan Maruf 2025-07-06 07:43:08 0 1KB
BlackBird Ai
https://bbai.shop