-
Кошелек
-
Explore Our Features
-
Маркет
-
Страницы
-
Группы
-
Reels
-
Gossip
-
Статьи пользователей
-
Мероприятия
-
Статьи пользователей
-
Ai and Tools
-
Donation
-
Jobs
-
Courses
-
Игры
-
Feed
একটি ছোট ভুল, হতে পারতো বড় বিপদের কারণ!
এক ভদ্রমহিলা বাথরুমে পড়ে গিয়ে কব্জির হাড় ভেঙে ফেলেন। দীর্ঘদিন ধরে তিনি হাতে একাধিক আংটি পরে আসছিলেন। দুর্ঘটনার পর আশেপাশের একজন স্থানীয় হাকিমের (বা কবিরাজের) পরামর্শে তার হাতে ব্যান্ডেজ দেওয়া হয়।
কিন্তু সমস্যা হলো—ব্যান্ডেজটি ছিল একটু বেশি টাইট, আর ভাঙা জায়গায় ব্যথা ও ফুলে যাওয়ার কারণে হাতে থাকা আংটিগুলো তীব্র চাপে আটকে যায়। তিনি নিজে চেষ্টা করেও সেগুলো খুলতে ব্যর্থ হন।
ফলে ধীরে ধীরে তিনটি আঙুলে রক্ত চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। আঙুলগুলো কালচে হয়ে উঠতে শুরু করে—যার পরিণতি হতে পারতো মারাত্মক, এমনকি আঙুল কেটে ফেলাও একমাত্র পথ হতে পারতো!
ভাগ্যক্রমে, রোগী দ্রুত হাসপাতালে চলে আসেন। আমরা সঙ্গে সঙ্গেই আংটিগুলো কেটে ফেলি এবং রক্ত চলাচল স্বাভাবিক হয়ে আসে। এখন আশা করা যাচ্ছে, আঙুলগুলো রক্ষা পাবে।
🔎 যা শেখার মতো বিষয়:
যদি হাত ভাঙে বা ফুলে যায়, তবে অবিলম্বে হাতের গয়না (যেমন আংটি, চুড়ি, বালা) খুলে ফেলুন।
একটি সামান্য অবহেলা বড় বিপদের রূপ নিতে পারে।