বনরক্ষায় অবিশ্বাস্য অবদান বিলিওনিয়ারের⚠️🔥

0
594

পৃথিবীতে একদিকে চলছে পরিবেশ ধ্বংস করার উৎসব, আরেকদিকে এমন অনেক মানুষ লড়াই করে যাচ্ছেন পরিবেশ রক্ষা করতে।

'ঘরে খেয়ে বনের মোষ তাড়ানো' এমন মানুষদের হয়ত সমাজ পাগল বলবে। 

কিন্তু পরিবেশ বাঁচাতে এত বড় একটা কাজ করার সময় সুইডিশ বিলিওনিয়ার জোহান এলিয়াস এসব দিকে পাত্তা দেননি বলেই মনে হয়।

২০০৫ সালে অনেকটা গোপনেই তিনি অ্যামাজন রেইনফরেস্টের ভেতর ৪ লক্ষ একর জমি কিনে নেন তিনি।

সে সময় ৮ মিলিয়ন ডলারের এই জমির বর্তমান মূল্য ১১ মিলিয়ন ডলারের আশেপাশে হবে।

সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এই জমি তিনি কিনেছিলেন একটি লগিং কোম্পানির কাছ থেকে।

মানে যারা গাছ কেটে কাঠ বিক্রির ব্যবসা করত আরকি।

তো জোহান এই জমি কিনলেন, আর সাথে সাথে ঐ কোম্পানির কাজ বন্ধ করে দিলেন।

যাতে পৃথিবীর সবচেয়ে মূল্যবান ইকোসিস্টেম, তথা অ্যামাজনের গাছপালা আর পরিবেশ মানুষের লোভের হাত থেকে রক্ষা পায়। 

প্রকৃতি আমাদের দুই হাত উজাড় করে সম্পদ, মায়া-মমতা, প্রাণশক্তি ঢেলে দেয়।

আর সে প্রকৃতিকে আমরা নিজ হাতে ধ্বংস করি, বিকিয়ে দিই নিজেদের লোভের কাছে।

এমন অকৃতজ্ঞ মানবকূলের মাঝে জোহান এলিয়াসের মত নিঃস্বার্থ যোদ্ধা আর প্রকৃতিপ্রেমিকরা আশার বাতিঘর হয়ে দাঁড়িয়ে থাকেন।

যাঁদের আলো দেখে পথ খুঁজে পায় পৃথিবীর আনাচে-কানাচে ছড়িয়ে থাকা অসংখ্য বিবেকবান মানুষ, যারা প্রকৃতিকে রক্ষা করতে বদ্ধপরিকর। 

আর জোহান এলিয়াস আমাদের এটাও শিখিয়ে দেন যে, নিজের জন্য ব্যয় করার পাশাপাশি সম্পদ ব্যয় করতে হয় প্রত্যেকটা ভালো কাজের জন্যও।

বিলিওনিয়ার তো অনেক আছেন। কিন্তু আকাশের মত বিশাল হৃদয়ের জোহান এলিয়াস যা দেখিয়েছেন, তা করার মত ইচ্ছা খুব কম মানুষেরই আছে!

Love
1
Buscar
Categorías
Read More
Juegos
প্রায় চার দশক (৩৭ বছর) পর এ কীর্তি গড়লেন বাংলাদেশের মাহফিজুর রহমান সাগর ও নাজমুল হক হিমেল।
বাংলাদেশের কোনো সাঁতারু সবশেষ ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছিলেন ১৯৮৭ সালে, ১৯৮৭ সালে এ মাইলফলক...
By Sharif Uddin 2025-07-31 17:58:25 0 171
Other
হিমালয়ের কোলে এক অসাধারণ, আর কিছুটা ভয়জাগানো জায়গার নাম Skeleton Lake।
 আপনি যদি ভারতের উত্তরাখণ্ড রাজ্যের রূপকুন্ড হ্রদের নাম শুনে থাকেন, তাহলে জেনে রাখুন, এটাই...
By Sharif Uddin 2025-08-06 05:08:19 0 141
Other
প্রকৃতির গোপন স্থপতি, কাঠবিড়ালিরা যেভাবে গড়ে তোলে নতুন বনভূমি তা আমাদের ধারণারও বাহিরে।
হয়তো কোনো এক শীতের সকালে আপনি একটি কাঠবিড়ালিকে দেখলেন ব্যস্ত হাতে একটি বাদাম মাটিতে পুঁততে। আপনি...
By Yeara Meherish 2025-08-09 06:15:29 0 217
Health
Aging, How??
Our bodies are made up of trillions of cells that renew regularly to keep us healthy. Red blood...
By tarin taru 2025-07-18 18:27:46 0 417
Sports
🌟 Success Story: From Porto to Premier League Glory
Early Beginnings & Rise Born December 4, 1996 in Porto, Portugal, Diogo José...
By Phoenix (Striker) 2025-07-06 06:09:12 0 1K
BlackBird Ai
https://bbai.shop