বনরক্ষায় অবিশ্বাস্য অবদান বিলিওনিয়ারের⚠️🔥

0
730

পৃথিবীতে একদিকে চলছে পরিবেশ ধ্বংস করার উৎসব, আরেকদিকে এমন অনেক মানুষ লড়াই করে যাচ্ছেন পরিবেশ রক্ষা করতে।

'ঘরে খেয়ে বনের মোষ তাড়ানো' এমন মানুষদের হয়ত সমাজ পাগল বলবে। 

কিন্তু পরিবেশ বাঁচাতে এত বড় একটা কাজ করার সময় সুইডিশ বিলিওনিয়ার জোহান এলিয়াস এসব দিকে পাত্তা দেননি বলেই মনে হয়।

২০০৫ সালে অনেকটা গোপনেই তিনি অ্যামাজন রেইনফরেস্টের ভেতর ৪ লক্ষ একর জমি কিনে নেন তিনি।

সে সময় ৮ মিলিয়ন ডলারের এই জমির বর্তমান মূল্য ১১ মিলিয়ন ডলারের আশেপাশে হবে।

সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এই জমি তিনি কিনেছিলেন একটি লগিং কোম্পানির কাছ থেকে।

মানে যারা গাছ কেটে কাঠ বিক্রির ব্যবসা করত আরকি।

তো জোহান এই জমি কিনলেন, আর সাথে সাথে ঐ কোম্পানির কাজ বন্ধ করে দিলেন।

যাতে পৃথিবীর সবচেয়ে মূল্যবান ইকোসিস্টেম, তথা অ্যামাজনের গাছপালা আর পরিবেশ মানুষের লোভের হাত থেকে রক্ষা পায়। 

প্রকৃতি আমাদের দুই হাত উজাড় করে সম্পদ, মায়া-মমতা, প্রাণশক্তি ঢেলে দেয়।

আর সে প্রকৃতিকে আমরা নিজ হাতে ধ্বংস করি, বিকিয়ে দিই নিজেদের লোভের কাছে।

এমন অকৃতজ্ঞ মানবকূলের মাঝে জোহান এলিয়াসের মত নিঃস্বার্থ যোদ্ধা আর প্রকৃতিপ্রেমিকরা আশার বাতিঘর হয়ে দাঁড়িয়ে থাকেন।

যাঁদের আলো দেখে পথ খুঁজে পায় পৃথিবীর আনাচে-কানাচে ছড়িয়ে থাকা অসংখ্য বিবেকবান মানুষ, যারা প্রকৃতিকে রক্ষা করতে বদ্ধপরিকর। 

আর জোহান এলিয়াস আমাদের এটাও শিখিয়ে দেন যে, নিজের জন্য ব্যয় করার পাশাপাশি সম্পদ ব্যয় করতে হয় প্রত্যেকটা ভালো কাজের জন্যও।

বিলিওনিয়ার তো অনেক আছেন। কিন্তু আকাশের মত বিশাল হৃদয়ের জোহান এলিয়াস যা দেখিয়েছেন, তা করার মত ইচ্ছা খুব কম মানুষেরই আছে!

Love
1
Buscar
Categorías
Read More
Other
পৃথিবী জুড়ে ভূমিকম্প কিসের অশনী সংকেত? 🌋
প্যাসিফিক রিং অফ ফায়ার আর চুপচাপ নেই — যেন জেগে উঠছে। একটা অগ্নুৎপাত বা ভূমিকম্প হলে আমরা...
By Sharif Uddin 2025-08-03 18:18:06 0 321
Other
মনুষ্যত্ব শুধু একটা শব্দ মাত্র, যার অস্তিত্ব বিলীন 🥺⚠️
সার্বিয়ার এক সুন্দরী তরুণী, নাম মারিয়া আব্রামোভিচ, ১৯৭৪ সালে এক ভয়াবহ সত্যের মুখোমুখি দাঁড়...
By Phoenix (Striker) 2025-07-11 17:57:34 0 622
Tech
🔒 সাইবার সিকিউরিটি: অনলাইনে নিরাপদ থাকার ৫টি বাস্তব কৌশল
আজকের ডিজিটাল যুগে ইন্টারনেট ব্যবহার যেমন আমাদের জীবনকে সহজ করেছে, তেমনি বেড়েছে সাইবার অপরাধের...
By Phoenix (Striker) 2025-07-06 15:07:51 0 930
Other
উগান্ডায় ৩১ মিলিয়ন মেট্রিক টনেরও বেশি স্বর্ণ আকরিক আবিষ্কার করেছে, যার মূল্য ১২ ট্রিলিয়ন ডলার।
যে দেশটাকে নিয়ে আমরা মস্করা করি, সেই উগান্ডার ভাগ্য এবার বদলাতে চলেছে। সেখানে ৩১ মিলিয়ন...
By Sharif Uddin 2025-08-05 13:03:59 0 345
Tech
ম্যানটিস শ্রিম্প: যার ঘুষি ভাঙে কাঁচ, আর চোখ হার মানায় রোবটকেও
  সমুদ্রের নীচে, যেখানে আলো ম্লান, শব্দ নিঃশব্দ আর বেঁচে থাকার জন্য যা দরকার তা হলো চতুরতা!...
By Sharif Uddin 2025-07-27 11:16:42 0 323
BlackBird Ai
https://bbai.shop