বনরক্ষায় অবিশ্বাস্য অবদান বিলিওনিয়ারের⚠️🔥

0
250

পৃথিবীতে একদিকে চলছে পরিবেশ ধ্বংস করার উৎসব, আরেকদিকে এমন অনেক মানুষ লড়াই করে যাচ্ছেন পরিবেশ রক্ষা করতে।

'ঘরে খেয়ে বনের মোষ তাড়ানো' এমন মানুষদের হয়ত সমাজ পাগল বলবে। 

কিন্তু পরিবেশ বাঁচাতে এত বড় একটা কাজ করার সময় সুইডিশ বিলিওনিয়ার জোহান এলিয়াস এসব দিকে পাত্তা দেননি বলেই মনে হয়।

২০০৫ সালে অনেকটা গোপনেই তিনি অ্যামাজন রেইনফরেস্টের ভেতর ৪ লক্ষ একর জমি কিনে নেন তিনি।

সে সময় ৮ মিলিয়ন ডলারের এই জমির বর্তমান মূল্য ১১ মিলিয়ন ডলারের আশেপাশে হবে।

সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এই জমি তিনি কিনেছিলেন একটি লগিং কোম্পানির কাছ থেকে।

মানে যারা গাছ কেটে কাঠ বিক্রির ব্যবসা করত আরকি।

তো জোহান এই জমি কিনলেন, আর সাথে সাথে ঐ কোম্পানির কাজ বন্ধ করে দিলেন।

যাতে পৃথিবীর সবচেয়ে মূল্যবান ইকোসিস্টেম, তথা অ্যামাজনের গাছপালা আর পরিবেশ মানুষের লোভের হাত থেকে রক্ষা পায়। 

প্রকৃতি আমাদের দুই হাত উজাড় করে সম্পদ, মায়া-মমতা, প্রাণশক্তি ঢেলে দেয়।

আর সে প্রকৃতিকে আমরা নিজ হাতে ধ্বংস করি, বিকিয়ে দিই নিজেদের লোভের কাছে।

এমন অকৃতজ্ঞ মানবকূলের মাঝে জোহান এলিয়াসের মত নিঃস্বার্থ যোদ্ধা আর প্রকৃতিপ্রেমিকরা আশার বাতিঘর হয়ে দাঁড়িয়ে থাকেন।

যাঁদের আলো দেখে পথ খুঁজে পায় পৃথিবীর আনাচে-কানাচে ছড়িয়ে থাকা অসংখ্য বিবেকবান মানুষ, যারা প্রকৃতিকে রক্ষা করতে বদ্ধপরিকর। 

আর জোহান এলিয়াস আমাদের এটাও শিখিয়ে দেন যে, নিজের জন্য ব্যয় করার পাশাপাশি সম্পদ ব্যয় করতে হয় প্রত্যেকটা ভালো কাজের জন্যও।

বিলিওনিয়ার তো অনেক আছেন। কিন্তু আকাশের মত বিশাল হৃদয়ের জোহান এলিয়াস যা দেখিয়েছেন, তা করার মত ইচ্ছা খুব কম মানুষেরই আছে!

Love
1
Search
Categories
Read More
Health
We become old but not brain⚠️
In a landmark discovery, a recent study from Sweden's Karolinska Institutet has overturned the...
By Phoenix (Striker) 2025-07-15 07:02:18 0 148
Tech
Drone to plant trees but super fast!!
When it comes to reversing deforestation, the answer might not be on the ground, it might be in...
By Nazmun Nahar 2025-07-09 15:51:35 0 351
Health
সুস্বাস্থ্যের জন্য যে খাবারগুলো খাওয়া উচিত
সুস্বাস্থ্যের জন্য প্রতিদিন কিছু নির্দিষ্ট ধরনের খাবার খাওয়া খুবই গুরুত্বপূর্ণ, যা শরীরের...
By Nurul Hasan 2025-07-12 08:47:21 1 251
Other
কি ভাবে নিউক্লিয়ার ফিউশনের শক্তি আমাদের ভবিষ্যত বদলে দিতে পারে
 শক্তির ভবিষ্যৎ: নিউক্লিয়ার ফিউশন নিয়ে একটু কথা আসলে, নিউক্লিয়ার ফিউশনকে অনেকেই শক্তি...
By Zihadur Rahman 2025-07-06 16:59:19 0 452
Other
বন্ধুত্ব শুধু মানুষে সীমাবদ্ধ নয়
অস্ট্রেলিয়ার মৎস্য শিকারী আর্নল্ড পয়েন্টার ২০২৩ সালে তাসমান সাগরে একটি সাদা মাদি হাঙরকে শিকারীর...
By Zihadur Rahman 2025-07-11 18:01:25 1 268
BlackBird Ai
https://bbai.shop