বনরক্ষায় অবিশ্বাস্য অবদান বিলিওনিয়ারের⚠️🔥

0
730

পৃথিবীতে একদিকে চলছে পরিবেশ ধ্বংস করার উৎসব, আরেকদিকে এমন অনেক মানুষ লড়াই করে যাচ্ছেন পরিবেশ রক্ষা করতে।

'ঘরে খেয়ে বনের মোষ তাড়ানো' এমন মানুষদের হয়ত সমাজ পাগল বলবে। 

কিন্তু পরিবেশ বাঁচাতে এত বড় একটা কাজ করার সময় সুইডিশ বিলিওনিয়ার জোহান এলিয়াস এসব দিকে পাত্তা দেননি বলেই মনে হয়।

২০০৫ সালে অনেকটা গোপনেই তিনি অ্যামাজন রেইনফরেস্টের ভেতর ৪ লক্ষ একর জমি কিনে নেন তিনি।

সে সময় ৮ মিলিয়ন ডলারের এই জমির বর্তমান মূল্য ১১ মিলিয়ন ডলারের আশেপাশে হবে।

সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এই জমি তিনি কিনেছিলেন একটি লগিং কোম্পানির কাছ থেকে।

মানে যারা গাছ কেটে কাঠ বিক্রির ব্যবসা করত আরকি।

তো জোহান এই জমি কিনলেন, আর সাথে সাথে ঐ কোম্পানির কাজ বন্ধ করে দিলেন।

যাতে পৃথিবীর সবচেয়ে মূল্যবান ইকোসিস্টেম, তথা অ্যামাজনের গাছপালা আর পরিবেশ মানুষের লোভের হাত থেকে রক্ষা পায়। 

প্রকৃতি আমাদের দুই হাত উজাড় করে সম্পদ, মায়া-মমতা, প্রাণশক্তি ঢেলে দেয়।

আর সে প্রকৃতিকে আমরা নিজ হাতে ধ্বংস করি, বিকিয়ে দিই নিজেদের লোভের কাছে।

এমন অকৃতজ্ঞ মানবকূলের মাঝে জোহান এলিয়াসের মত নিঃস্বার্থ যোদ্ধা আর প্রকৃতিপ্রেমিকরা আশার বাতিঘর হয়ে দাঁড়িয়ে থাকেন।

যাঁদের আলো দেখে পথ খুঁজে পায় পৃথিবীর আনাচে-কানাচে ছড়িয়ে থাকা অসংখ্য বিবেকবান মানুষ, যারা প্রকৃতিকে রক্ষা করতে বদ্ধপরিকর। 

আর জোহান এলিয়াস আমাদের এটাও শিখিয়ে দেন যে, নিজের জন্য ব্যয় করার পাশাপাশি সম্পদ ব্যয় করতে হয় প্রত্যেকটা ভালো কাজের জন্যও।

বিলিওনিয়ার তো অনেক আছেন। কিন্তু আকাশের মত বিশাল হৃদয়ের জোহান এলিয়াস যা দেখিয়েছেন, তা করার মত ইচ্ছা খুব কম মানুষেরই আছে!

Love
1
Search
Categories
Read More
Tech
৪ বছর + ২৫৬ টা ভিডিওর থাম্বনেইল।
এই পোস্ট টা আমার জন্য বেশ আবেগের। ছবির এই মানুষটার সাথে আমার পরিচয় ২০২১ সালের ৩০শে এপ্রিল থেকে।...
By Sharif Uddin 2025-07-27 11:00:05 0 322
Health
নিয়মিত ব্যায়াম করার প্রয়োজনীয়তা
আমাদের শরীরের জন্য ব্যায়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি শুধু শরীরিক সুস্থতার জন্যই নয়,...
By Nurul Hasan 2025-07-11 16:30:37 0 700
Health
মানসিক চাপ বা স্ট্রেস আমাদের শরীর ও মস্তিষ্কে গভীর প্রভাব ফেলে!
 যা আমরা অনেক সময় বুঝতেই পারি না। দীর্ঘমেয়াদি চাপ শরীরের কোষের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত...
By Sharif Uddin 2025-08-03 18:30:40 0 314
Other
একজন মানুষকে মারতে হলে প্রায় ১১০০ হুলের বিষ প্রয়োজন। আনুমানিক ১ কেজি মধু সংগ্রহের জন্য ১১০০ মৌমাছি প্রায় ৯০ হাজার মাইল পথ ঘুরতে হয়।
মৌমাছিরা মৃত্যুর জন্য মোটেও ভয় পায় না। একজন মানুষকে মারতে হলে প্রায় ১১০০ হুলের বিষ প্রয়োজন।...
By Sharif Uddin 2025-08-06 05:23:48 0 323
Other
কম্পিউটার মাত্র ৪ মিনিটে এমন একটি গাণিতিক হিসাব সম্পন্ন করেছে, যা পৃথিবীর দ্রুততম সুপারকম্পিউটারের বিলিয়ন বছর সময় লাগিয়ে দিত!
জিউঝাং: চীনের বিস্ময়কর কোয়ান্টাম কম্পিউটার চীন তৈরি করেছে জিউঝাং (Jiuzhang) নামের এক অত্যাধুনিক...
By Sharif Uddin 2025-08-04 20:35:16 0 367
BlackBird Ai
https://bbai.shop