৪ বছর + ২৫৬ টা ভিডিওর থাম্বনেইল।

এই পোস্ট টা আমার জন্য বেশ আবেগের। ছবির এই মানুষটার সাথে আমার পরিচয় ২০২১ সালের ৩০শে এপ্রিল থেকে। গত ৪ বছরেরও বেশী সময়ে আমার চ্যানেলের ২৫৬ টা ভিডিওর থাম্বনেইল কারিগর রাগিব আনজুম। তখনকার সময়ে ইনফোটেইনমেন্ট ক্যাটাগরির থাম্বনেইল কেমন করে জনপ্রিয় করা যায় তার ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল রাগিবের হাত ধরে। তাঁর স্টাইল পরবর্তীতে আরো অনেকেই অনুসরণ করেছে, ক্রেডিট দিয়ে বা না দিয়ে।
রাগিব এমন সময়ে থাম্বনেইল বানানোর শিল্পকে অন্য এক উচ্চতায় নিয়ে গিয়েছিল, বড় বড় মিডিয়াগুলো ইউটিউবে তখন তেমন একটা আসে নাই, ইনফোটেইনমেন্ট জনরাটাও তেমনভাবে কেউ এক্সপ্লোর করছিল না, পড়াশোনা বা গবেষণামূলক ভিডিও মানেই ছিল বোরিং, কেউ দেখবে না। ইউটিউব ছিল কেবলমাত্রই এন্টারটেইনমেন্ট বা বিনোদনের মাধ্যম। সেখান থেকে ইউনিক কিছু থাম্বনেইল আমার চ্যানেলের মোড় ঘুরিয়ে দেয় যা ছিল পুরোপুরি রাগিবের মগজের কৃতিত্ব। এই লেভেলের জনরা ডিফাইনিং থাম্বনেইল, যা পরবর্তীতে অনেক ডিজাইনারের জন্য মডেল হয়ে কাজ করেছিল, এটা রাগিব ছাড়া আর কারো পক্ষে সম্ভব হতো না।
আজকে এত কিছু লেখার প্রধান কারণ আজ দুপুর দুইটায় আমার চ্যানেলে নতুন যে ভিডিও আসবে, গত ৪ বছরেরও বেশী সময়ে এটাই হবে আমার চ্যানেলের প্রথম ভিডিও যার থাম্বনেইল রাগিবের হাতে করা নয়। রাগিব আর কোনো থাম্বনেইল এই চ্যানেলে বানাবে না। আমি খুবই অ্যাপ্রিশিয়েট করি, লাইফের অন্যান্য জায়গায় সময় দেয়ার জন্য রাগিব বেশ লম্বা সময়ের জন্য বা স্থায়ীভাবে গ্রাফিক্স ডিজাইনিং থেকে দূরে সরে থাকবে।
বেশ লম্বা সময়ের পথচলা আমাদের। অনেক দিন গেছে ডিজাইন কেমন হওয়া উচিত তা নিয়ে তর্ক করতে করতে অনেকটা সময় পার হয়ে গেছে। সময়মত যাতে আমি ভিডিও পাবলিশ করতে পারি সেজন্য অনেক রাত অবধি থাম্বনেইল ডিজাইন শেষ করেই রাগিব ঘুমিয়েছে। আমি খুবই কৃতজ্ঞ এই ছেলেটার প্রতি, তাঁর সাথে কাজ করতে পেরে।
যদিও আর থাম্বনেইল ডিজাইনের সাথে রাগিব থাকবে না, তবে গবেষক হিসেবে কিছু সেই লেভেলের স্ক্রিপ্ট রাগিবের হাত ধরে সামনের কিছু দিনে আসবে। ভিডিও দেখলেই বুঝে যাবেন এটা রাগিবের হাতে লেখা।
I hate to say goodbyes.
But here this long journey ends.
Thanks, Ragib, for creating the infotainment thumbnail revolution in Bangladesh.