-
Кошелек
-
Explore Our Features
-
Маркет
-
Страницы
-
Группы
-
Reels
-
Gossip
-
Статьи пользователей
-
Мероприятия
-
Статьи пользователей
-
Ai and Tools
-
Donation
-
Jobs
-
Courses
-
Игры
-
Feed
সেবা নাকি বাণিজ্য??
বেকাররা হচ্ছে এই দেশে ব্যাবসার অন্যতম লাভজনক প্রোডাক্ট।
সরকারি চাকুরী?। নিয়োগ হবে ৫ টা। এপ্লাই করে ২ লাখ। এপ্লাই ফি ৩০০! কোটি কোটি টাকার বানিজ্য। দেখা যায় অনেক সময় গোপনে টাকা পয়সার বিনিময়ে নিয়োগ অলরেডি ফাইনাল। তারপরেও ফরমালিটি মেনটেইন করতে সার্কুলার দেয়৷ বছরে কোটি কোটি টাকা পরিক্ষা ফি পকেটে ভরে।
প্রাইভেট জব? অমুক বড় ভাই, তমুক বড় ভাই। সিভি নিয়ে ঘুরায়। শেষমেশ দেখা যায় কিছু চা পানি নাস্তার টাকা না দিলে চাকুরী হচ্ছে না। এইচ আর ডিপার্টমেন্ট। নিজেদের পরিচিত সিভিগুলো বেছে নিবে। চা নাস্তার খরচ দিলেই হয়ে যাবে চাকুরী।
ভাবছেন ফেয়ার নিয়োগে চাকুরী করবেন। এপ্লাই করবেন কই? বিডি জবস? তারাও সিস্টেম করেছে সাবস্ক্রাইব করতে হবে। মাসে মাসে টাকা দিবেন। তা না হলে সিভি ভিউ হবে না। কখনো কখনো তারা নিজেরাই ফেইক নিয়োগ বিজ্ঞপ্তি তৈরি করে। আপনাকে আকর্ষন করার জন্য। ১০০ এপ্লাই করবেন। ভিউ হবে ২ টা। কেউ ডাকবেও না।
মেয়ে হয়েছেন? দেখতে শুনতে আকর্ষনীয় নয়? ফাইন। সিভি দিয়ে বিমান বানিয়ে আকাশে উড়িয়ে দেন। আপনার চাকুরী হবে না।
আবার দেখতে শুনতে আকর্ষনীয় হলে আরও বিপদ। শুয়া শুয়ির অফার চলবে। সরাসরি অথবা আকারে ইঙ্গিতে। না শুলে চাকুরী নাই।
অমুক তমুককে টাকা দিবেন। বলবে দুবাই পাঠাবে। ইতালি পাঠাবে। তারপর জাহাজের তেলের ড্রামে করে পাড়ী দিবেন মৃত্যুর উদ্দেশ্যে!
রাস্তাঘাটে জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি। গেলে দেখবেন। একদম চাকুরী হাতে নিয়ে বসে আছে। আজকেই প্রায় জয়েন করিয়ে ফেলে। শুধু একটাই শর্ত! ট্রেনিং বাবদ কিছু টাকা দিতে হবে। টাকা দিবেন। অমুক দিনে বিসমিল্লাহ বলে জয়েন করতে যাবেন। গিয়ে দেখবেন আর অফিস ই নাই।
সবাই জানে সে বেকার। তার একটা চাকুরী লাগবেই লাগবে। না খেয়ে মরছে। এখন যা চাইবে তাই দিবে। এই যে মানুষগুলো জীবন যুদ্ধ করছে। একটু খেয়ে পড়ে বাঁচার জন্য হন্নে হয়ে শুন্য পকেটে ঘুরছে, এই মানুষগুলোর বেকারত্বের সুযোগ নিয়ে যে ব্ল্যাক মেইলিং অথবা টাউট বিজনেস করে যাচ্ছেন, আপনারা কি আদৌ ভালো আছেন এই পাপের টাকায়?