বন্যার কবলে ফেনী নোয়াখালী!!

ফেনী ও কুমিল্লা জেলার উপরে বন্যার প্রবল আশংকা করা যাচ্ছে।
আজ মঙ্গলবার সারাদিন, রাত এবং আগামীকাল বুধবার দুপুর পর্যন্ত চট্রগ্রাম বিভাগের বেশিভাগ জেলা এবং ভারতের ত্রিপুরা রাজ্যের উপরে চলমান বৃষ্টিপাত অব্যাহত থাকার আশংকা করা যাচ্ছে। ভারি থেকে খুবই ভারি বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে চট্রগ্রাম বিভাগের নোয়াখালী, ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চট্রগ্রাম, খাগড়াছড়ি জেলা এবং ভারতের ত্রিপুরা রাজ্যের সকল জেলার উপরে। আগামী ২৪ ঘন্টার নতুন করে ১৫০ থেকে ২৫০ মিলিমিটার বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে। আজ মঙ্গলবার সকাল থেকে হওয়া অতিবৃষ্টির কারণে ইতিমধ্যেই প্লাবিত হওয়া ফেনী জেলা এবং কুমিল্লা জেলার দক্ষিণ দিকের উপজেলাগুলোর বন্যা পরিস্হিতির অবনির প্রবল আশংকা করা যাচ্ছে।
ছবি: ভারতীয় আবহাওয়া অধিদপ্তর কর্তৃক পরিচালিত ত্রিপুরা রাজ্যের আগরতলা শহরে অবস্থিত রাডার থেকে প্রাপ্ত দুপুর ২ টা বেজে ৫২ মিনিটের চিত্র হতে ভারি থেকে খুবই ভারি মানের বৃষ্টিপাতের প্রমাণ পাওয়া যাচ্ছে চট্রগ্রাম বিভাগের নোয়াখালী, ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চট্রগ্রাম, খাগড়াছড়ি জেলা এবং ভারতের ত্রিপুরা রাজ্যের সকল জেলার উপরে।
#Bangladesh #flashfloodwarning #feni #Cumilla #Chittagong #khagrachari #Tripura