কি তাদের ভবিষ্যত??

0
941

প্রশ্ন, ওরা আর ফিরবে না অথবা ফিরতে পারবে না অথবা শাস্তি পেয়ে ফিরতে হবে অথবা এই যাত্রায় মাফ কি পাবে? 

উত্তর, জানি না। পিটার বাটলার জানে। 

সানজিদা আক্তার, কৃষ্ণা রানী সরকার আর মাসুরা পারভিন। সবার ছবি ফেসবুক পেজ থেকে নেয়া। সাবিনা খাতুনের ফেসবুক পেজ ডিজঅ্যাবল করা। 

নিষেধাজ্ঞার মধ্যে রোজার ঈদে মাসুরা পারভীনকে দেখলাম 'বরবাদ' সিনেমা দেখতে। মাস্ক পড়ে এলেও পরে টিকটক করতে দেখে মুখ দেখে নিশ্চিত হই। আচ্ছা, এরা সবাই কি টিকটকে জনপ্রিয়? 

টিকটকে সবচেয়ে জনপ্রিয় কৃষ্ণা রানী সরকার। কৃষ্ণা, গড়ে প্রতিদিন টিকটকে ভিডিও আপলোড করে ৩ টা। এরপরেই আছে মাতসুসিমা সুমাইয়া তারপর সানজিদা আক্তার এরপর মাসুরা পারভীন।

টিকটকে ভিডিও ছাড়া কোন দোষ না। বিনোদনের অংশ, ব্যক্তিগত ভালো-লাগা। তবে, ক্যাম্প চলার সময় পেশাদার ফুটবলারকে অনেক নিয়মের ভেতরে থাকতে হয়। শৃঙ্খলা জীবন তো বটেই, যেকোন খেলার সবচেয়ে বড় সম্পদ। 

কিন্তু কেউ যদি ক্যাম্প চলার সময় অন্য দিকে মনোযোগ দেয়। যেমন, টিকটক করা, কফি খেতে যাওয়া, বাইরের মানুষের সাথে গল্প-আড্ডা, তবে এটা অন্যায়, এটা অপরাধ।  

পিটার বাটলার কড়া শিক্ষক। ভালো তবে কঠিন। ফ্রি সময় তোমাদের, ক্যাম্প চলার সময় আমার নিয়মেই চলতে হবে। এখানেই বিরোধিতা করে মাস্টার মাইন্ড সাবিনা খাতুন। মূলত সাবিনার ইগো, অহংকার আর প্রতিবাদে সব ওলট-পালট হয়ে যায়। ফেসে যায় বাকি ফুটবলাররা। 

জাতীয় দল ছাড়া সবকিছুর মূল্য নাই। ভুটান লিগ খেলছেন, ইংল্যান্ডে না। বিদ্রোহ এখনো করছে মাসুরারা। ওদের ভাষা এখনো ঠিক হয় নাই। ওদের ইগো এখনো অটুট। সুশিক্ষা, উপযুক্ত গাইড না থাকায় ওরা নিজেদের অজেয়, আমাদের ছাড়া এই দল কিচ্ছু করতে পারবে না বলেই দেয়। 

যাদের ফেরানো দরকার তাদের ডেকেছে পিটার বাটলার। বাকিরা এখন অনিশ্চিত ভবিষ্যতের দিকে, আলো থেকেও অন্ধকারে। 

ভাই ও বোনেরা, মাসুরা পারভীনের টিকটক দেখার অনুরোধ রইলো। এরপর একটা কমেন্ট কইরা যাইয়েন। ধন্যবাদ

Love
1
Rechercher
Catégories
Lire la suite
Autre
আঙুলের ছাপ (fingerprint) প্রতিটি মানুষের ক্ষেত্রে একদম আলাদা, ঠিক তেমনি প্রতিটি ব্যক্তির শ্বাসপ্রশ্বাসের ধরণ বা প্যাটার্নও একক ও স্বতন্ত্র।
মানুষের শরীরের প্রতিটি অংশের নিজস্ব এক ধরনের বৈশিষ্ট্য রয়েছে, যা তাকে অন্যদের থেকে আলাদা করে...
Par Sharif Uddin 2025-08-03 18:33:23 0 392
Autre
বিশ্বের 'সবচেয়ে বয়স্ক শিশু'র জন্ম হলো মার্কিন যুক্তরাষ্ট্রে, যে এসেছে ৩০ বছরেরও বেশি সময় ধরে হিমায়িত একটি ভ্রূণ থেকে!
ওহাইও অঙ্গরাজ্যের লিন্ডসে এবং টিম পিয়ার্স দম্পতি গত ২৬শে জুলাই এই পুত্রসন্তানকে স্বাগত জানান, যার...
Par Yeara Meherish 2025-08-02 20:15:18 0 343
Autre
ওয়াশিংটনে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা শুরু
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুল্ক বিষয়ক তৃতীয় দফার আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছে...
Par Yeara Meherish 2025-07-30 13:42:47 0 297
Literature
৮৯ বছর বয়সে পিএইচডি করা⚠️🔥
৮৯ বছর বয়সে পিএইচডি করা কোন স্বাভাবিক মানুষের পক্ষে সম্ভব নয়। তাও আবার কোয়ান্টাম...
Par Zihadur Rahman 2025-07-16 21:45:43 0 530
Autre
Africa is tearing Apart and New Ocean is Coming
Africa is slowly splitting in two — and the Earth 🌎 is reshaping itself before our eyes....
Par Sharif Uddin 2025-08-04 19:46:02 0 546
BlackBird Ai
https://bbai.shop