কি তাদের ভবিষ্যত??

0
864

প্রশ্ন, ওরা আর ফিরবে না অথবা ফিরতে পারবে না অথবা শাস্তি পেয়ে ফিরতে হবে অথবা এই যাত্রায় মাফ কি পাবে? 

উত্তর, জানি না। পিটার বাটলার জানে। 

সানজিদা আক্তার, কৃষ্ণা রানী সরকার আর মাসুরা পারভিন। সবার ছবি ফেসবুক পেজ থেকে নেয়া। সাবিনা খাতুনের ফেসবুক পেজ ডিজঅ্যাবল করা। 

নিষেধাজ্ঞার মধ্যে রোজার ঈদে মাসুরা পারভীনকে দেখলাম 'বরবাদ' সিনেমা দেখতে। মাস্ক পড়ে এলেও পরে টিকটক করতে দেখে মুখ দেখে নিশ্চিত হই। আচ্ছা, এরা সবাই কি টিকটকে জনপ্রিয়? 

টিকটকে সবচেয়ে জনপ্রিয় কৃষ্ণা রানী সরকার। কৃষ্ণা, গড়ে প্রতিদিন টিকটকে ভিডিও আপলোড করে ৩ টা। এরপরেই আছে মাতসুসিমা সুমাইয়া তারপর সানজিদা আক্তার এরপর মাসুরা পারভীন।

টিকটকে ভিডিও ছাড়া কোন দোষ না। বিনোদনের অংশ, ব্যক্তিগত ভালো-লাগা। তবে, ক্যাম্প চলার সময় পেশাদার ফুটবলারকে অনেক নিয়মের ভেতরে থাকতে হয়। শৃঙ্খলা জীবন তো বটেই, যেকোন খেলার সবচেয়ে বড় সম্পদ। 

কিন্তু কেউ যদি ক্যাম্প চলার সময় অন্য দিকে মনোযোগ দেয়। যেমন, টিকটক করা, কফি খেতে যাওয়া, বাইরের মানুষের সাথে গল্প-আড্ডা, তবে এটা অন্যায়, এটা অপরাধ।  

পিটার বাটলার কড়া শিক্ষক। ভালো তবে কঠিন। ফ্রি সময় তোমাদের, ক্যাম্প চলার সময় আমার নিয়মেই চলতে হবে। এখানেই বিরোধিতা করে মাস্টার মাইন্ড সাবিনা খাতুন। মূলত সাবিনার ইগো, অহংকার আর প্রতিবাদে সব ওলট-পালট হয়ে যায়। ফেসে যায় বাকি ফুটবলাররা। 

জাতীয় দল ছাড়া সবকিছুর মূল্য নাই। ভুটান লিগ খেলছেন, ইংল্যান্ডে না। বিদ্রোহ এখনো করছে মাসুরারা। ওদের ভাষা এখনো ঠিক হয় নাই। ওদের ইগো এখনো অটুট। সুশিক্ষা, উপযুক্ত গাইড না থাকায় ওরা নিজেদের অজেয়, আমাদের ছাড়া এই দল কিচ্ছু করতে পারবে না বলেই দেয়। 

যাদের ফেরানো দরকার তাদের ডেকেছে পিটার বাটলার। বাকিরা এখন অনিশ্চিত ভবিষ্যতের দিকে, আলো থেকেও অন্ধকারে। 

ভাই ও বোনেরা, মাসুরা পারভীনের টিকটক দেখার অনুরোধ রইলো। এরপর একটা কমেন্ট কইরা যাইয়েন। ধন্যবাদ

Love
1
Buscar
Categorías
Read More
Other
*সূর্য আসলে হলুদ নয় — এটা একদম সাদা!**
**সূর্য আসলে হলুদ নয় — এটা একদম সাদা!**   এটা জ্যোতির্বিজ্ঞানের সবচেয়ে চমকপ্রদ...
By Mirshad Sharif 2025-08-02 18:34:53 0 230
Other
এক ফসিল হাড়ে কামড়ের চিহ্ন ইঙ্গিত করে যে, স্থলের দোর্দণ্ডপ্রতাপ শিকারি টেরর বার্ড পর্যন্ত জলাশয়ের কাছে অসাবধান হলে শিকারে পরিণত হত।
কলম্বিয়ার প্রাচীন লা ভেন্তা জলাভূমিতে এক বিশাল টেরর বার্ড এবং এক দৈত্যাকার কাইমান এর মধ্যে...
By Mirshad Sharif 2025-08-06 05:19:23 0 332
Other
একজন মানুষকে মারতে হলে প্রায় ১১০০ হুলের বিষ প্রয়োজন। আনুমানিক ১ কেজি মধু সংগ্রহের জন্য ১১০০ মৌমাছি প্রায় ৯০ হাজার মাইল পথ ঘুরতে হয়।
মৌমাছিরা মৃত্যুর জন্য মোটেও ভয় পায় না। একজন মানুষকে মারতে হলে প্রায় ১১০০ হুলের বিষ প্রয়োজন।...
By Sharif Uddin 2025-08-06 05:23:48 0 323
Sports
আমি কেন এমএমএ নিয়ে কাজ করি?
প্রশ্নটা অনেকেই করেন—এই এমএমএ (মিক্সড মার্শাল আর্টস) নিয়ে এত সময়, এত পরিশ্রম দিচ্ছেন কেন?...
By Phoenix (Striker) 2025-07-20 18:42:18 0 421
Other
সেবা নাকি বাণিজ্য??
বেকাররা হচ্ছে এই দেশে ব্যাবসার অন্যতম লাভজনক প্রোডাক্ট। সরকারি চাকুরী?। নিয়োগ হবে ৫ টা। এপ্লাই...
By Zihadur Rahman 2025-07-10 05:51:02 0 688
BlackBird Ai
https://bbai.shop