কি তাদের ভবিষ্যত??

0
941

প্রশ্ন, ওরা আর ফিরবে না অথবা ফিরতে পারবে না অথবা শাস্তি পেয়ে ফিরতে হবে অথবা এই যাত্রায় মাফ কি পাবে? 

উত্তর, জানি না। পিটার বাটলার জানে। 

সানজিদা আক্তার, কৃষ্ণা রানী সরকার আর মাসুরা পারভিন। সবার ছবি ফেসবুক পেজ থেকে নেয়া। সাবিনা খাতুনের ফেসবুক পেজ ডিজঅ্যাবল করা। 

নিষেধাজ্ঞার মধ্যে রোজার ঈদে মাসুরা পারভীনকে দেখলাম 'বরবাদ' সিনেমা দেখতে। মাস্ক পড়ে এলেও পরে টিকটক করতে দেখে মুখ দেখে নিশ্চিত হই। আচ্ছা, এরা সবাই কি টিকটকে জনপ্রিয়? 

টিকটকে সবচেয়ে জনপ্রিয় কৃষ্ণা রানী সরকার। কৃষ্ণা, গড়ে প্রতিদিন টিকটকে ভিডিও আপলোড করে ৩ টা। এরপরেই আছে মাতসুসিমা সুমাইয়া তারপর সানজিদা আক্তার এরপর মাসুরা পারভীন।

টিকটকে ভিডিও ছাড়া কোন দোষ না। বিনোদনের অংশ, ব্যক্তিগত ভালো-লাগা। তবে, ক্যাম্প চলার সময় পেশাদার ফুটবলারকে অনেক নিয়মের ভেতরে থাকতে হয়। শৃঙ্খলা জীবন তো বটেই, যেকোন খেলার সবচেয়ে বড় সম্পদ। 

কিন্তু কেউ যদি ক্যাম্প চলার সময় অন্য দিকে মনোযোগ দেয়। যেমন, টিকটক করা, কফি খেতে যাওয়া, বাইরের মানুষের সাথে গল্প-আড্ডা, তবে এটা অন্যায়, এটা অপরাধ।  

পিটার বাটলার কড়া শিক্ষক। ভালো তবে কঠিন। ফ্রি সময় তোমাদের, ক্যাম্প চলার সময় আমার নিয়মেই চলতে হবে। এখানেই বিরোধিতা করে মাস্টার মাইন্ড সাবিনা খাতুন। মূলত সাবিনার ইগো, অহংকার আর প্রতিবাদে সব ওলট-পালট হয়ে যায়। ফেসে যায় বাকি ফুটবলাররা। 

জাতীয় দল ছাড়া সবকিছুর মূল্য নাই। ভুটান লিগ খেলছেন, ইংল্যান্ডে না। বিদ্রোহ এখনো করছে মাসুরারা। ওদের ভাষা এখনো ঠিক হয় নাই। ওদের ইগো এখনো অটুট। সুশিক্ষা, উপযুক্ত গাইড না থাকায় ওরা নিজেদের অজেয়, আমাদের ছাড়া এই দল কিচ্ছু করতে পারবে না বলেই দেয়। 

যাদের ফেরানো দরকার তাদের ডেকেছে পিটার বাটলার। বাকিরা এখন অনিশ্চিত ভবিষ্যতের দিকে, আলো থেকেও অন্ধকারে। 

ভাই ও বোনেরা, মাসুরা পারভীনের টিকটক দেখার অনুরোধ রইলো। এরপর একটা কমেন্ট কইরা যাইয়েন। ধন্যবাদ

Love
1
Поиск
Категории
Больше
Другое
আঙুলের ছাপ (fingerprint) প্রতিটি মানুষের ক্ষেত্রে একদম আলাদা, ঠিক তেমনি প্রতিটি ব্যক্তির শ্বাসপ্রশ্বাসের ধরণ বা প্যাটার্নও একক ও স্বতন্ত্র।
মানুষের শরীরের প্রতিটি অংশের নিজস্ব এক ধরনের বৈশিষ্ট্য রয়েছে, যা তাকে অন্যদের থেকে আলাদা করে...
От Sharif Uddin 2025-08-03 18:33:23 0 392
Другое
যে কাপড় বদলে দিয়েছিল হাজারো মায়ের ভাগ্য:
 এক বিস্মৃত অধ্যায়ের কাহিনী আজ থেকে প্রায় ২৬০ বছর আগের কথা। সময়টা ১৭৬০ সাল। ফ্রান্সে তখন এক...
От Yeara Meherish 2025-08-02 20:16:48 0 306
Networking
Unbelievable Step to save life at feni in flood
In the heart of flood-hit Feni, where knee-deep water filled homes, a powerful story of courage...
От Phoenix (Striker) 2025-07-11 11:40:56 0 733
Другое
প্রথম পরমাণুগুলো কবে তৈরি হয়েছিল? বিজ্ঞানীদের মতে:
পৃথিবীর প্রায় সব কিছুই গঠিত পরমাণু দিয়ে। কিন্তু এই ক্ষুদ্রতম গঠনের এককগুলো কোথা থেকে এসেছে?...
От Sharif Uddin 2025-07-26 18:30:42 0 360
Tech
ঠিক এমনই আশ্চর্যজনক আবিষ্কার করেছেন University of Toronto-র গবেষকরা, ড্যানিয়েলা অ্যাঙ্গুলো (Daniela Angulo)-এর নেতৃত্বে।নেগেটিভ টাইম" বা ঋণাত্মক সময়ের অস্তিত্বের প্রমাণ করে।
মনে করেন, আপনি একটি রুমের দরজা দিয়ে ঢোকার আগেই আপনি ঐ রুম থেকে বেরিয়ে যাচ্ছেন! বিষয়টি শুনতে...
От Yeara Meherish 2025-07-31 19:53:27 0 343
BlackBird Ai
https://bbai.shop