এটা একটা ক্যান্সার কোষ⚠️

ছবিটি কোনো CGI বা ডিজিটাল আর্ট নয়। এটা আসল ক্যা'ন্সা'র কোষের ছবি। ছবিটি তোলা হয়েছে ইলেকট্রন মাইক্রোস্কোপে, মিলিমিটারেরও হাজার ভাগে ভাগ করা স্কেলে।
ধরুন একটা আপেল কেটে তার ভেতরটা দেখছেন। এই ছবিতেও তাই করা হয়েছে। তবে আপেল নয়, কাটা হয়েছে একটি মেটাস্ট্যাটিক মেলানোমা কোষ। এটা ত্বকের মারাত্মক ক্যা'ন্সা'রের একটি ধরন।
কোষটি কাটতে বিজ্ঞানীরা ব্যবহার করেছেন আয়ন-বিম নামের একটি শক্তিশালী তীক্ষ্ণ রশ্মি। এতে কোষের ভিতরের গঠন স্পষ্ট দেখা যাচ্ছে।
ছবিতে যে ত্রিভুজাকার গর্তটা দেখা যাচ্ছে, সেটা ওই আয়ন-বিমে কাটার ফল। তবে এটা কোন কোষ নয়। এটা হচ্ছে সিলিকা স্তর অর্থাৎ যে বেস বা পৃষ্ঠের ওপরে ক্যা'ন্সা'র কোষ রাখা হয়েছে। তাই কাটার এঙ্গেল মিলিয়ে এমন একটা গভীর, ত্রিমাত্রিক গর্ত তৈরি হয়েছে।
এই পদ্ধতির নাম আয়ন-বিম মিলিং। এর সাহায্যে গবেষকরা ক্যা'ন্সা'র কোষের অভ্যন্তরীণ গঠন স্পষ্টভাবে দেখতে পান। নেচার জার্নালের নির্বাচনে ২০২০ সালের সেরা বিজ্ঞানভিত্তিক ছবির একটি ছিল এই দৃশ্য।
Image Credit: Chris Bakal and Nick Moser
#science #nature