-
Кошелек
-
Explore Our Features
-
Маркет
-
Страницы
-
Группы
-
Reels
-
Gossip
-
Статьи пользователей
-
Мероприятия
-
Статьи пользователей
-
Ai and Tools
-
Donation
-
Jobs
-
Courses
-
Игры
-
Feed
বিড়ালের এক অদ্ভুত স্বভাব ⚠️
সারাদিন অলসভাবে ঘুমিয়ে কাটানো বিড়ালকে আপনি যতই আরামপ্রিয় ভাবুন না কেন, তার ঘুমের অভ্যাসে লুকিয়ে আছে একটি প্রতিরক্ষা কৌশল। আপনি যদি একটু খেয়াল করেন, দেখবেন বেশিরভাগ বিড়ালই বাঁ পাশে কাত হয়ে ঘুমাতে পছন্দ করে।
গবেষকেরা ইউটিউব থেকে সংগৃহীত ৪০৮টি বিড়ালের ঘুমের ভিডিও বিশ্লেষণ করে দেখেছেন, প্রায় ৬৫ শতাংশ (২৬৮টি) বিড়াল বাঁ দিকে কাত হয়ে ঘুমিয়েছে। আপাতদৃষ্টিতে এটাকে উদ্দেশ্যহীন মনে হলেও, এর পেছনে রয়েছে স্নায়ুবিজ্ঞানের ব্যাখ্যা।
বিড়াল যখন বাঁ দিকে কাত হয়ে ঘুমায়, তখন তার ডান চোখ থাকে আংশিক খোলা বা সচেতন অবস্থায়। এই চোখের তথ্য সরাসরি ডান হেমিস্ফিয়ারে পাঠানো হয়, যেটা প্রাণীদের মস্তিষ্কের সেই অংশ যা স্থানিক সচেতনতা, হঠাৎ হুমকি শনাক্ত করা এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণের জন্য দায়ী।
এছাড়া বিড়াল সাধারণত উঁচু জায়গায় ঘুমায়, যেমন আলমারির উপর। এর ফলে নিচ থেকে আসা শিকারির আক্রমণ সহজে ঠেকানো সম্ভব হয়। এই ঘুমের ভঙ্গি মূলত বিবর্তনের ধারায় গড়ে ওঠা এক প্রতিরক্ষামূলক কৌশল যা ঘুমের মাঝেও বিড়ালকে সজাগ রাখে।
#Bigganneshi #বিড়াল #cat