ভালো মা হতে গিয়ে ক্লান্ত এক মা… আমি কি একটু থামতে পারি না?”

2
419

“একজন মা যখন শিশুর জন্য রাতভর জেগে থাকে, সকালে ক্লান্ত শরীর নিয়েও রান্নাঘরে দাঁড়ায়, দুপুরে আবার ঘুম না দিয়েই খেলনা গুছায়—তখন তিনি কেবল মা নন।

তখন তিনি হচ্ছেন এক নিঃশব্দ যোদ্ধা, যার ক্লান্তির কোনো ভাষা নেই।

তবে, এই যোদ্ধারও হৃদয় আছে।

এই মায়েরও কান্না পায়।

এই মায়েরও কখনো মনে হয়—“আর পারছি না।”

“শুধু একটুখানি নিঃশ্বাস নিতে চাই, কেউ যেন কিছু না বলে।”

আমরা সবাই চাই, শিশুকে ভালবাসায় বড় করব।

চিৎকার করব না, ধমক দেব না, কখনো রাগ দেখাব না।

কিন্তু একটা পর্যায়ে এসে—যখন শিশুর কান্না থামছে না, ঘরের কাজের শেষ নেই, ঘুম হয়নি অনেকদিন, নিজের খাবারও সময়মতো খাওয়া হয়নি—তখন সেই ‘ভালো মা’ নিজেই ভেঙে পড়েন।

তখন হয়ত নিজের অজান্তেই আপনি চিৎকার করে ফেলেন। ধমক দেন।

তারপর গভীর আত্মগ্লানিতে ডুবে যান। ভাবেন,

“আমি তাহলে খারাপ মা?”

না, আপনি খারাপ মা নন।

আপনি একজন মানুষ।

একজন ক্লান্ত, পরিশ্রান্ত, দায়িত্বের ভারে নুয়ে পড়া মা।

 

আজকাল অনেক মায়েই ভুগছেন এক বিশেষ ধরনের চাপের মধ্যে, যাকে বলা হয় Sensory Overload।

যেখানে শব্দ, আলো, শিশুর কান্না—সবকিছু অসহনীয় মনে হয়।

তখন মনে হয়,

“কারো কোনো কথা না শুনি…

এই ঘর, এই দায়িত্ব, এই পৃথিবী—সব কিছু থেকে একটু দূরে যাই…”

 

এটা অস্বাভাবিক নয়। এটা আপনি একা অনুভব করছেন না।

 

একজন শিশু বিশেষজ্ঞ হিসেবে আমি প্রায়ই দেখি,

এই সমাজ শুধু শিশুর যত্ন নিয়ে ভাবে—

কিন্তু সেই শিশুর পেছনে যিনি আছেন, সেই মা’টির ভেতরে কী ঝড় বইছে, সেটা কেউ দেখে না।

 

🔹 মা হিসেবে আপনি ঘুম ঠিকভাবে পান না।

🔹 সময়মতো খেতে পারেন না।

🔹 নিজের শরীর বা মানসিক শান্তির দিকে ফিরেও তাকাতে পারেন না।

 

আর সেই জায়গা থেকেই জন্ম নেয় স্ট্রেস, উদ্বেগ, ক্লান্তি, এবং অপরাধবোধ।

আমাদের সমাজ ভুল করে যখন ভাবে,

“ভালো মা” মানেই নিঃস্বার্থ, চিরধৈর্য, সবসময় হাসিখুশি।

 

আমি বলি—

ভালো মা মানে একজন যিনি নিজেকে বোঝেন, নিজের ক্লান্তি স্বীকার করেন, এবং নিজের যত্ন নিতে শিখছেন।

তাই আজ যদি আপনি খুব ক্লান্ত থাকেন,

আজ যদি আপনার মুখে হাসি না থাকে,

আজ যদি আপনি একটু রাগ করে ফেলেন—তবুও আপনি একজন ভালো মা।

 

🌿 নিজের প্রতি একটু দয়া রাখুন।

🌿 যত্ন নিন নিজের ঘুম, খাবার, মনের।

🌿 সময় লাগলে সাহায্য চান—এটা দুর্বলতা নয়, এটা সাহস।

 

কারণ শিশুর সবচেয়ে বড় প্রয়োজন একটি সুস্থ, শান্ত মায়ের।

আর সে মা হচ্ছেন আপনি। আপনি, যিনি চেষ্টা করে যাচ্ছেন প্রতিদিন।

Love
3
Buscar
Categorías
Read More
Other
বিমান বাহিনীর অভ্যন্তরের ‘র’ নেটওয়ার্ক ফাঁস
ছাত্র-গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ৫ আগস্ট ২০২৪ দুপুরে কুর্মিটোলা বিমানবন্দর দিয়ে ভারতে...
By Sharif Uddin 2025-08-04 11:31:10 0 372
Health
বন্যার কবলে ফেনী নোয়াখালী!!
ফেনী ও কুমিল্লা জেলার উপরে বন্যার প্রবল আশংকা করা যাচ্ছে।  আজ মঙ্গলবার সারাদিন, রাত এবং...
By Phoenix (Striker) 2025-07-09 07:35:53 0 718
Other
The Future of Energy: Unlocking the Power of Nuclear Fusion Through Cutting-Edge Research
Introduction Nuclear fusion, often hailed as the "holy grail" of energy production, promises a...
By Zihadur Rahman 2025-07-06 16:48:17 0 1K
Tech
চ্যাটজিপিটি নিয়ে এলো 'স্টাডি মোড', সরাসরি উত্তর না দিয়ে শেখাতে সাহায্য করবে শিক্ষার্থীদের
  ওপেনএআই চ্যাটজিপিটি-র জন্য একটি নতুন 'স্টাডি মোড' চালু করেছে, যার উদ্দেশ্য শিক্ষার্থীদের...
By Yeara Meherish 2025-07-31 18:02:08 0 339
Other
উত্তরাঞ্চলে ভারী বৃষ্টির চেয়ে ও বেশি আতঙ্ক কাজ করে উজানে ভারী বৃষ্টি হলে।
কারন দেশের ভিতরে বৃষ্টি কম হলেও প্রায়ই দেখা যায় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বাংলাদেশে বন্যার...
By Sharif Uddin 2025-08-03 17:47:15 0 332
BlackBird Ai
https://bbai.shop