মানবজীবন দীর্ঘ হতেই পারে।  কিন্তু সব দীর্ঘজীবনই মহিমান্বিত হয় না। 

0
363

দীর্ঘ সে জীবন যদি ত্যাগ স্বীকারের হয়, অপরের কল্যাণে হয়, তবে সে জীবন একই সঙ্গে হয় সফল।

দীর্ঘ ও সফল জীবনের এক উদাহরণ ড. মাহাথির মোহাম্মদ। 

তাঁকে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। 

আধুনিক মালয়েশিয়ার স্থপতি, যিনি প্রথম দফায় (১৯৮১-২০০৩) দীর্ঘ ২২ বছর সফলভাবে দেশটির নেতৃত্ব দিয়েছেন। 

মালয়েশিয়াকে করেছেন একটি আধুনিক ও সমৃদ্ধিশালী রাষ্ট্র।

 

ড. মাহাথির চল্লিশের দশকে সিঙ্গাপুরে চিকিৎসাশাস্ত্রে পড়াশোনা করেন। 

 

সেখানে তাঁর সঙ্গে পরিচয় হয় সিতি হাসমাহর। 

 

পরিচয় থেকে অন্তরঙ্গতা, এরপর বিয়ে। 

 

সিতি হাসমাহও ওই মেডিকেলেরই শিক্ষার্থী ছিলেন।

দ্বিতীয় দফায় (২০১৮-২০২০) রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসেন ৯৪ বছর বয়সে। 

তাঁর কর্মস্পৃহা, উদ্যম রীতিমতো তাক লাগিয়ে দেওয়ার মতো। 

 

এখন ১০০ বছর বয়সেও প্রায় সুস্থ জীবন যাপন করছেন মাহাথির।

আর যে মানুষ শত বছর বয়সেও কর্মক্ষম থাকেন, সেই মানুষটি অবশ্যই ভিন্ন।

স্বাস্থ্যের বিষয়ে তাঁর একটি প্রিয় কথা হলো, ‘আমাদের বাঁচার জন্য খাওয়া উচিত। 

খাওয়ার জন্য বাঁচা উচিত নয়। যেটুকু প্রয়োজন, এর বেশি খাওয়া একেবারেই উচিত নয়।’

তাঁর পরামর্শ, স্থূলতা স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। 

কেউ বেশি দিন যদি বাঁচার আশা করেন, তবে তাঁকে শরীর থেকে বাড়তি মেদ ঝরিয়ে ফেলতে হবে।

Love
1
Поиск
Категории
Больше
Tech
চ্যাটজিপিটি নিয়ে এলো 'স্টাডি মোড', সরাসরি উত্তর না দিয়ে শেখাতে সাহায্য করবে শিক্ষার্থীদের
  ওপেনএআই চ্যাটজিপিটি-র জন্য একটি নতুন 'স্টাডি মোড' চালু করেছে, যার উদ্দেশ্য শিক্ষার্থীদের...
От Yeara Meherish 2025-07-31 18:02:08 0 424
Другое
বাংলাভাষী মুসলিম শ্রমিকদের বারবার "বাংলাদেশি" বা "অবৈধ অনুপ্রবেশকারী" আখ্যা দিয়ে হয়রানি, গ্রেপ্তার ও পুশব্যাকের ঘটনা ঘটেছে। পশ্চিমবঙ্গ সরকারের
আমির শেখ। পশ্চিমবঙ্গের বাংলাভাষী মুসলমান। বাড়ি মালদা। কাজ করতে গিয়েছিলেন রাজস্থান। সেখানে তাঁকে...
От Yeara Meherish 2025-07-29 05:58:34 0 306
Другое
চাওয়া পাওয়া 🔥
ছেলের বিয়ে হয়ে গেলে ছেলে আর নিজের থাকেনা, বৌয়ের হয়ে যায়, কিন্তু মেয়ের বিয়ে হয়ে গেলেও মেয়ে কোনোদিন...
От Zihadur Rahman 2025-07-08 16:06:24 0 810
Другое
কম্পিউটার মাত্র ৪ মিনিটে এমন একটি গাণিতিক হিসাব সম্পন্ন করেছে, যা পৃথিবীর দ্রুততম সুপারকম্পিউটারের বিলিয়ন বছর সময় লাগিয়ে দিত!
জিউঝাং: চীনের বিস্ময়কর কোয়ান্টাম কম্পিউটার চীন তৈরি করেছে জিউঝাং (Jiuzhang) নামের এক অত্যাধুনিক...
От Sharif Uddin 2025-08-04 20:35:16 0 458
Другое
চীনের বিশাল বাঁধ আর রাজনীতি ⚠️
চীন তিব্বতে মূলত জলবিদ্যুৎ উৎপাদনের জন্য কয়েকটি বিশাল বাঁধ নির্মাণ করছে। এই প্রকল্পগুলো বিশেষ...
От Zihadur Rahman 2025-07-22 05:33:19 0 465
BlackBird Ai
https://bbai.shop