মানবজীবন দীর্ঘ হতেই পারে।  কিন্তু সব দীর্ঘজীবনই মহিমান্বিত হয় না। 

0
283

দীর্ঘ সে জীবন যদি ত্যাগ স্বীকারের হয়, অপরের কল্যাণে হয়, তবে সে জীবন একই সঙ্গে হয় সফল।

দীর্ঘ ও সফল জীবনের এক উদাহরণ ড. মাহাথির মোহাম্মদ। 

তাঁকে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। 

আধুনিক মালয়েশিয়ার স্থপতি, যিনি প্রথম দফায় (১৯৮১-২০০৩) দীর্ঘ ২২ বছর সফলভাবে দেশটির নেতৃত্ব দিয়েছেন। 

মালয়েশিয়াকে করেছেন একটি আধুনিক ও সমৃদ্ধিশালী রাষ্ট্র।

 

ড. মাহাথির চল্লিশের দশকে সিঙ্গাপুরে চিকিৎসাশাস্ত্রে পড়াশোনা করেন। 

 

সেখানে তাঁর সঙ্গে পরিচয় হয় সিতি হাসমাহর। 

 

পরিচয় থেকে অন্তরঙ্গতা, এরপর বিয়ে। 

 

সিতি হাসমাহও ওই মেডিকেলেরই শিক্ষার্থী ছিলেন।

দ্বিতীয় দফায় (২০১৮-২০২০) রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসেন ৯৪ বছর বয়সে। 

তাঁর কর্মস্পৃহা, উদ্যম রীতিমতো তাক লাগিয়ে দেওয়ার মতো। 

 

এখন ১০০ বছর বয়সেও প্রায় সুস্থ জীবন যাপন করছেন মাহাথির।

আর যে মানুষ শত বছর বয়সেও কর্মক্ষম থাকেন, সেই মানুষটি অবশ্যই ভিন্ন।

স্বাস্থ্যের বিষয়ে তাঁর একটি প্রিয় কথা হলো, ‘আমাদের বাঁচার জন্য খাওয়া উচিত। 

খাওয়ার জন্য বাঁচা উচিত নয়। যেটুকু প্রয়োজন, এর বেশি খাওয়া একেবারেই উচিত নয়।’

তাঁর পরামর্শ, স্থূলতা স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। 

কেউ বেশি দিন যদি বাঁচার আশা করেন, তবে তাঁকে শরীর থেকে বাড়তি মেদ ঝরিয়ে ফেলতে হবে।

Love
1
Buscar
Categorías
Read More
Ai
ভবিষ্যতে এআই যেভাবে মানুষের দৈনন্দিন জীবনে কাজে আসবে
ভবিষ্যতে এআই যেভাবে মানুষের দৈনন্দিন জীবনে কাজে আসবে একসময় যা ছিল কল্পবিজ্ঞান, এখন তা বাস্তব।...
By Nurul Hasan 2025-07-17 20:38:25 0 560
Sports
জো রুট আধুনিক টেস্ট ক্রিকেটের এক জীবন্ত প্রতিমূর্তি
ব্যাট হাতে তিনি যেন সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া এক শিল্পী, যিনি প্রতিপক্ষ ও কন্ডিশনের পরোয়া না...
By Phoenix (Striker) 2025-07-11 17:47:04 0 642
Health
❕ ঘুম ও রাসায়নিক ভারসাম্য: এক রহস্যময় সংযোগ 🧠🌙
ঘুম আমাদের জীবনের অবিচ্ছেদ্য একটি অংশ, কিন্তু জানলে অবাক হবেন – এটি নিয়ন্ত্রিত হয়...
By Yeara Meherish 2025-08-02 20:20:02 0 244
Health
Benefits of morning walk
1. Boosts Energy Naturally 2. Enhances Mental Clarity & Focus 3. Reduces Stress &...
By Steve Harrington 2025-07-17 20:46:38 0 578
Other
Japan's Al Powered Drones are planting Forests 10 times faster Using Smart See Fod Technology Helping Restore Ecosystem From the air
Japan is transforming reforestation with AI-powered drones that can plant trees up to 10 times...
By Sharif Uddin 2025-08-04 04:56:35 0 369
BlackBird Ai
https://bbai.shop