মানবজীবন দীর্ঘ হতেই পারে।  কিন্তু সব দীর্ঘজীবনই মহিমান্বিত হয় না। 

0
167

দীর্ঘ সে জীবন যদি ত্যাগ স্বীকারের হয়, অপরের কল্যাণে হয়, তবে সে জীবন একই সঙ্গে হয় সফল।

দীর্ঘ ও সফল জীবনের এক উদাহরণ ড. মাহাথির মোহাম্মদ। 

তাঁকে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। 

আধুনিক মালয়েশিয়ার স্থপতি, যিনি প্রথম দফায় (১৯৮১-২০০৩) দীর্ঘ ২২ বছর সফলভাবে দেশটির নেতৃত্ব দিয়েছেন। 

মালয়েশিয়াকে করেছেন একটি আধুনিক ও সমৃদ্ধিশালী রাষ্ট্র।

 

ড. মাহাথির চল্লিশের দশকে সিঙ্গাপুরে চিকিৎসাশাস্ত্রে পড়াশোনা করেন। 

 

সেখানে তাঁর সঙ্গে পরিচয় হয় সিতি হাসমাহর। 

 

পরিচয় থেকে অন্তরঙ্গতা, এরপর বিয়ে। 

 

সিতি হাসমাহও ওই মেডিকেলেরই শিক্ষার্থী ছিলেন।

দ্বিতীয় দফায় (২০১৮-২০২০) রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসেন ৯৪ বছর বয়সে। 

তাঁর কর্মস্পৃহা, উদ্যম রীতিমতো তাক লাগিয়ে দেওয়ার মতো। 

 

এখন ১০০ বছর বয়সেও প্রায় সুস্থ জীবন যাপন করছেন মাহাথির।

আর যে মানুষ শত বছর বয়সেও কর্মক্ষম থাকেন, সেই মানুষটি অবশ্যই ভিন্ন।

স্বাস্থ্যের বিষয়ে তাঁর একটি প্রিয় কথা হলো, ‘আমাদের বাঁচার জন্য খাওয়া উচিত। 

খাওয়ার জন্য বাঁচা উচিত নয়। যেটুকু প্রয়োজন, এর বেশি খাওয়া একেবারেই উচিত নয়।’

তাঁর পরামর্শ, স্থূলতা স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। 

কেউ বেশি দিন যদি বাঁচার আশা করেন, তবে তাঁকে শরীর থেকে বাড়তি মেদ ঝরিয়ে ফেলতে হবে।

Love
1
Buscar
Categorías
Read More
Other
অস্ট্রেলিয়ার চিকিৎসক এবং গবেষকদের একটি দল বিশ্বের প্রথম সম্পূর্ণ কার্যকর বায়োনিক চোখ (Bionic Eye) উদ্ভাবন করেছেন, যা অন্ধ মানুষের দৃষ্টিশক্তি পুরোপুরি ফিরিয়ে দিতে পারে।
 এটি একটি যুগান্তকারী আবিষ্কার, যা দৃষ্টিহীন মানুষের জীবনে নতুন আশার আলো জাগিয়েছে। এই...
By Sharif Uddin 2025-08-03 18:23:15 0 185
Other
🛩️ ফাইটার জেট কি হ্যাক করা যায়?
গতকাল থেকে অনেকেই ইনবক্সে আমাকে জিজ্ঞাসা করেছেন—“ভাই, ফাইটার জেট কি হ্যা/ক করা...
By Sharif Uddin 2025-07-27 11:32:52 0 174
Other
ডিঙো ডিফেন্স
ডিঙ্গো ফেন্স (Dingo Fence) হলো অস্ট্রেলিয়ার একটি বিশাল লম্বা বেড়া, যা মূলত ডিঙ্গো (এক ধরনের...
By Phoenix (Striker) 2025-07-30 12:01:55 0 135
Other
তাগ-ই বস্তান : পাথরে খোদাই রাজকীয় ইতিহাস
ইরানের কেরমানশাহ প্রদেশে অবস্থিত এক ঐতিহাসিক পাহাড়ের নাম তাগ-ই বস্তান (Tagh-e Bostan)। এই পাহাড়েই...
By Mirshad Sharif 2025-08-05 18:55:58 0 162
Other
NIST) তৈরি করেছে এমন এক ঘড়ি, যা এটি বিশ্বের সবচেয়ে নির্ভুল অ্যাটমিক ক্লক, যা প্রতি সেকেন্ডের ১৯তম দশমিক স্থান পর্যন্ত সময় ধরতে সক্ষম। এত নিখুঁত যে, ৩০ বিলিয়ন বছরেও এর সময় গড়মিল হবে না এক সেকেন্ডও!
যুক্তরাষ্ট্রের National Institute of Standards and Technology (NIST) তৈরি করেছে এমন এক ঘড়ি, যা...
By Sharif Uddin 2025-08-03 14:13:34 0 177
BlackBird Ai
https://bbai.shop