-
Кошелек
-
Explore Our Features
-
Маркет
-
Страницы
-
Группы
-
Reels
-
Gossip
-
Статьи пользователей
-
Мероприятия
-
Статьи пользователей
-
Ai and Tools
-
Donation
-
Jobs
-
Courses
-
Игры
-
Feed
মোয়া পাখি
মানুষ যখন নিউজিল্যান্ডের ভূমিতে প্রথম পা রাখে, তারা এক আশ্চর্যজনক ডানাবিহীন পাখির মুখোমুখি হয়। এই পাখির নাম মোয়া। এরা ডাইনরনিথিডি (Dinornithidae) পরিবারভুক্ত। ক্যাসোয়ারি বা ইমুর মতো তাদের কাছের আত্মীয় পাখিদের ডানা থাকলেও, বিবর্তনের কারণে মোয়াদের ক্ষেত্রে পুরোপুরি ডানার হাড়ই হারিয়ে যায়, ফলে এরা সত্যিকার অর্থেই ছিল ফ্লাইটলেস মানে সম্পূর্ণ ডানাহীন। এরা উড়তে পারে না। এই বিশেষ অভিযোজন বৈশিষ্ট্য তাদের পৃথিবীর অন্য যে কোনো বড় আকৃতির ফ্লাইটলেস পাখিদের থেকে আলাদা করে তুলেছিল।
মোয়া পাখিরা শুধু ডানাবিহীন হওয়ার জন্যই নয়, বরং তাদের বিশাল আকৃতির জন্যও বিখ্যাত ছিল। মোয়ার সবচেয়ে বড় প্রজাতি প্রায় চার মিটার পর্যন্ত লম্বা হতে পারত, যা নিউজিল্যান্ডের ভূখণ্ডে বসবাস করা সবচেয়ে উঁচু পাখির রেকর্ড! তাদের এই বিশাল দেহ ও উচ্চতা তাদেরকে প্রাগৈতিহাসিক নিউজিল্যান্ডে প্রধান ভেষজভোজী প্রাণীতে পরিণত করেছিল, যেভাবে অন্য মহাদেশে বড় স্তন্যপায়ীরা পরিবেশে প্রভাব বিস্তার করেছিল। তবে তাদের এই আধিপত্য টিকিয়ে রাখা সম্ভব হয়নি। মানুষের আগমনের পর অতিরিক্ত শিকার এবং আবাসস্থল পরিবর্তনের কারণে মোয়া পাখিগোষ্ঠী বিলুপ্ত হয়ে যায়। আজ মোয়া পাখিকে শুধু সায়েন্স ফিকশনেই দেখা যায় যা নিউজিল্যান্ডের প্রাণিবৈচিত্রের ইতিহাসে প্রতীক হয়ে আছে।