অ্যান্ড্রোমিডার পাশে নীল চক্র

অ্যান্ড্রোমিডা গ্যালাক্সির কাছাকাছি দেখতে পাওয়া এই নীল চক্রগুলো আসলে কি? ২০২২ সালে কিছু শৌখিন জ্যোতির্বিদ এই অস্পষ্ট চক্রগুলো আবিষ্কার করেন। এগুলোর নাম দেওয়া হয় SDSO 1। আকাশে এগুলোর আকার প্রায় অ্যান্ড্রোমিডা গ্যালাক্সির মতোই বিশাল।
প্রথমে এই বস্তুগুলোর উৎস জানা যায়নি। কেউ ভেবেছিল, এগুলো হয়তো অ্যান্ড্রোমিডার কাছেই, আবার কেউ ভেবেছিল, এগুলো আমাদের সৌরজগতের কাছাকাছি। পরে, শৌখিন এবং অভিজ্ঞ জ্যোতির্বিদদের মিলিত প্রচেষ্টায় এবং ৫৫০ ঘণ্টার বেশি পর্যবেক্ষণের পর, বিজ্ঞানীরা জানতে পারেন যে SDSO 1 আসলে আমাদের গ্যালাক্সির মধ্যেই রয়েছে।
এটি একটি নতুন ধরনের প্ল্যানেটারি নীহারিকা যার নাম রাখা হয়েছে Ghost Planetary Nebula (GPN)। অর্থাৎ এটি একটি "ভূতের মতো" হালকা, বিবর্ণ প্ল্যানেটারি নীহারিকা। SDSO 1 এই নতুন শ্রেণির প্রথম সদস্য, এবং আরও সাতটি একই ধরনের GPN সম্প্রতি চিহ্নিত হয়েছে।
ছবিতে নীল অংশে দেখা যাচ্ছে অক্সিজেন গ্যাস থেকে আসা আলো, যা ওই বস্তু থেকে ছড়িয়ে পড়া শক ওয়েভের ফল। চারপাশের লাল অংশটি হচ্ছে হাইড্রোজেন গ্যাসের আলো, যা এই GPN-এর বয়স এবং গতিপথ সম্পর্কে ধারণা দেয়।
-------------------------------------------
This material is translated from Astronomy Picture of the Day (APOD) published by NASA.
Image Credit and Copyright: Ogle et al.Translated by: Sirius Translators, NOC-Bangladesh Office, IAU Office for Astronomy Outreach.
#siriustranslators