-
-
Explore Our Features
-
-
-
-
-
-
-
-
-
Ai and Tools
-
-
-
-
-
Mises à jour récentes
-
আমরা ঘুমকে প্রায়ই অবহেলা করি। ভাবি, একটু কম ঘুম হলে তেমন কিছু হবে না।
কিন্তু বিজ্ঞান বলছে ভিন্ন কথা। ঘুম শুধু বিশ্রামের সময় নয়, এটি আমাদের মস্তিষ্কের পরিচ্ছন্নতা ও পুনর্গঠনের গুরুত্বপূর্ণ পর্ব। যখন আমরা ঘুমাই, তখন মস্তিষ্ক নিজেকে পরিষ্কার করে, ক্ষতিগ্রস্ত অংশগুলো মেরামত করে এবং স্মৃতিকে সংগঠিত করে। কিন্তু ঘুমের অভাবে এই প্রক্রিয়াগুলো ব্যাহত হয়, এমনকি ভয়ঙ্করভাবে উল্টেও যেতে পারে। গবেষণা বলছে, পর্যাপ্ত ঘুম না হলে মস্তিষ্কের কোষগুলো এতটাই সক্রিয় হয়ে ওঠে যে তারা নিজেদেরই ক্ষতি করতে শুরু করে, নিজের কাঠামো ধ্বংস করে ফেলে।
- ভালো ঘুমে মস্তিষ্কের কোষগুলো বিষাক্ত পদার্থ সরিয়ে ফেলে।
- ঘুম কম হলে, এই কোষগুলো অতিরিক্ত সক্রিয় হয়ে নিজেদেরই ক্ষতি করে।
- অ্যাস্ট্রোসাইট কোষ "স্নায়ু সংযোগ" খেয়ে ফেলতে পারে—মনে রাখার ক্ষমতা কমে।
- মাইক্রোগ্লিয়াল কোষের অতিরিক্ত কাজ অ্যালঝাইমারের ঝুঁকি বাড়ায়।
- পর্যাপ্ত ঘুম না হলে, মস্তিষ্ক ধীরে ধীরে নিজের কাঠামো নষ্ট করতে শুরু করে।আমরা ঘুমকে প্রায়ই অবহেলা করি। ভাবি, একটু কম ঘুম হলে তেমন কিছু হবে না। কিন্তু বিজ্ঞান বলছে ভিন্ন কথা। ঘুম শুধু বিশ্রামের সময় নয়, এটি আমাদের মস্তিষ্কের পরিচ্ছন্নতা ও পুনর্গঠনের গুরুত্বপূর্ণ পর্ব। যখন আমরা ঘুমাই, তখন মস্তিষ্ক নিজেকে পরিষ্কার করে, ক্ষতিগ্রস্ত অংশগুলো মেরামত করে এবং স্মৃতিকে সংগঠিত করে। কিন্তু ঘুমের অভাবে এই প্রক্রিয়াগুলো ব্যাহত হয়, এমনকি ভয়ঙ্করভাবে উল্টেও যেতে পারে। গবেষণা বলছে, পর্যাপ্ত ঘুম না হলে মস্তিষ্কের কোষগুলো এতটাই সক্রিয় হয়ে ওঠে যে তারা নিজেদেরই ক্ষতি করতে শুরু করে, নিজের কাঠামো ধ্বংস করে ফেলে। - ভালো ঘুমে মস্তিষ্কের কোষগুলো বিষাক্ত পদার্থ সরিয়ে ফেলে। - ঘুম কম হলে, এই কোষগুলো অতিরিক্ত সক্রিয় হয়ে নিজেদেরই ক্ষতি করে। - অ্যাস্ট্রোসাইট কোষ "স্নায়ু সংযোগ" খেয়ে ফেলতে পারে—মনে রাখার ক্ষমতা কমে। - মাইক্রোগ্লিয়াল কোষের অতিরিক্ত কাজ অ্যালঝাইমারের ঝুঁকি বাড়ায়। - পর্যাপ্ত ঘুম না হলে, মস্তিষ্ক ধীরে ধীরে নিজের কাঠামো নষ্ট করতে শুরু করে।0 Commentaires 0 Parts 682 VueConnectez-vous pour aimer, partager et commenter! -
এন্টিবায়োটিক আবিষ্কার করার সময় আলেকজান্ডার ফ্লেমিং বলেছিলেন, "এই এন্টিবায়োটিকের কারণে আজ কোটি কোটি মানুষের প্রাণ বেঁচে যাবে। কিন্তু অনেক বছর পর এগুলো আর কাজ করবে না! তুচ্ছ কারণে কোটি কোটি লোক মারা যাবে আবার।"
এন্টিবায়োটিক খাওয়ার কিছু নিয়ম আছে। একটা নির্দিষ্ট ডোজে, একটা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত এন্টিবায়োটিক খেতে হয়। না খেলে যেটা হতে পারে সেটাকে বলা হয় "এন্টিবায়োটিক রেজিসটেন্স''।
ধরুন, আমার দেহে এক লক্ষ ব্যাকটেরিয়া আছে। এগুলোকে মারার জন্য আমার ১০টা এম্পিসিলিন খাওয়া দরকার। এম্পিসিলিন এক প্রকার এন্টিবায়োটিক। আপনি খেলেন ৭ টা। ব্যাকটেরিয়া মরলো ৭০ হাজার এবং আপনি সুস্থ হয়ে গেলেন। ৩০ হাজার ব্যাকটেরিয়া কিন্তু রয়েই গেল। এগুলো শরীরে ঘাপটি মেরে বসে জটিল এক কান্ড করল নিজেরা নিজেরা।
তারা ভাবল, যেহেতু এম্পিসিলিন দিয়ে আমাদের ৭০ হাজার ভাইকে হত্যা করা হয়েছে, আমাদেরকে এম্পিসিলিন প্রুফ জ্যাকেট পরতে হবে এবার। প্ল্যান করে থেমে থাকে না এরা, বরং সত্যি সত্যি জ্যাকেট তৈরি করে ফেলে ওই ব্যাকটেরিয়াগুলো। এরা বাচ্চা-কাচ্চাও পয়দা করে একই সময়ে। বাচ্চাদেরকেও সেই জ্যাকেট পরিয়ে দেয়।
এর ফলে যেটা হয়, পরের বার এম্পিসিলিন নামক এন্টিবায়োটিকটা আর কাজ করে না!
সবচেয়ে ভয়ংকর বিষয় হচ্ছে, জ্যাকেট পরা ব্যাকটেরিয়াগুলো কেবল ঐ ব্যাক্তির শরীরেই বসে থাকে না। তিনি যখন হাঁচি দেন, কাশি দেন, ব্যাকটেরিয়া গুলো ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। এক সময় পুরো এলাকায়ই আর ওই এন্টিবায়োটিক কাজ করে না। যারা খুব নিয়ম করে ওষুধ খান তারাও বিপদে পড়ে যান সবার সাথে।
আমরা খুব ভয়ংকর একটা সময়ের দিকে এগিয়ে যাচ্ছি দ্রুত। ব্যাকটেরিয়া আর তাদের বিভিন্ন 'জ্যাকেট'এর তুলনায় এন্টিবায়োটিকের সংখ্যা খুব বেশি না। অনেক এন্টিবায়োটিক এখন আর কাজ করে না, বাকিগুলোর ক্ষমতাও কমে আসছে। আমাদের বড় বড় হাসপাতাল থাকবে, সেখানে এফসিপিএস, এমডি, পিএইচডি করা ডাক্তাররা থাকবেন কিন্তু কারোরই কিছু করার থাকবে না। সামান্য সর্দিতেই রোগী মরে সাফ হয়ে যাবে।
উন্নত বিশ্বের চিকিৎসা ব্যবস্থা আলাদা। তারা নিয়ম মেনে ডাক্তারের পরামর্শ মতো ওষুধ খায়। বিপদে আছি আমরা। "মেডিসিনের বাইবেল" নামে পরিচিত ডেভিডসের বইয়েও আমাদের এই উপমহাদেশের উল্লেখ আছে আলাদা করে। অনেক ট্রিটমেন্টে বলা হয়েছে,
"This organism is registant against this Drugs in the subcontinent'' অর্থাৎ এই জীবাণুটি উপমহাদেশের এই ওষুধগুলোকে প্রতিরোধ করতে সক্ষম।
টিভি পত্রিকায় নানান বিষয়ে মানুষকে সচেতন করা হয়। বাথরুম করে হাত ধুতে হবে, কাশি হলে ডাক্তার দেখাতে হবে, নিরাপদ পানি খেতে হবে ইত্যাদি ইত্যাদি। কিন্তু এন্টিবায়োটিক নিয়ে কোনো কিছু আজও চোখে পড়েনি। অথচ এটা অন্যগুলোর চেয়ে বেশি জরুরি। এন্টিবায়োটিক কাজ না করলে এত সচেতনতা দিয়েও আর লাভ হবেনা। আগুন নিয়ে খেলছে ফার্মেসিওয়ালারা।
রোগী ফার্মেসীতে গিয়ে একটু জ্বরের কথা বললেই ফার্মেসিতে বসে থাকা সেই লোকটি দিয়ে দিচ্ছে Azithromycin, Cefixime, Cefuroxime অথবা Levofloxacin নামক কিছু নামকরা দামী এন্টিবায়োটিক, কিন্তুু কত দিন খেতে হবে সেটা না জানিয়ে সুন্দর করে বলে দেয় এই ওষুধটি ১ ডোজ খাবেন, সব রোগ ভালো হয়ে যাবে আর এই ভাবেই আস্তে আস্তে Resistance হচ্ছে সব এন্টিবায়োটিক।
চিকিৎসা ব্যবস্থার সাথে যারা জড়িত তাদেরকে এখনই ব্যাপারটা নিয়ে ভাবা উচিত। সবাইকে এন্টিবায়োটিকের সঠিক ব্যবহার বিষয়ে সচেতনতা বাড়াতে হবে। না হলে আমাদের ভবিষ্যত অন্ধকার।এন্টিবায়োটিক আবিষ্কার করার সময় আলেকজান্ডার ফ্লেমিং বলেছিলেন, "এই এন্টিবায়োটিকের কারণে আজ কোটি কোটি মানুষের প্রাণ বেঁচে যাবে। কিন্তু অনেক বছর পর এগুলো আর কাজ করবে না! তুচ্ছ কারণে কোটি কোটি লোক মারা যাবে আবার।" এন্টিবায়োটিক খাওয়ার কিছু নিয়ম আছে। একটা নির্দিষ্ট ডোজে, একটা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত এন্টিবায়োটিক খেতে হয়। না খেলে যেটা হতে পারে সেটাকে বলা হয় "এন্টিবায়োটিক রেজিসটেন্স''। ধরুন, আমার দেহে এক লক্ষ ব্যাকটেরিয়া আছে। এগুলোকে মারার জন্য আমার ১০টা এম্পিসিলিন খাওয়া দরকার। এম্পিসিলিন এক প্রকার এন্টিবায়োটিক। আপনি খেলেন ৭ টা। ব্যাকটেরিয়া মরলো ৭০ হাজার এবং আপনি সুস্থ হয়ে গেলেন। ৩০ হাজার ব্যাকটেরিয়া কিন্তু রয়েই গেল। এগুলো শরীরে ঘাপটি মেরে বসে জটিল এক কান্ড করল নিজেরা নিজেরা। তারা ভাবল, যেহেতু এম্পিসিলিন দিয়ে আমাদের ৭০ হাজার ভাইকে হত্যা করা হয়েছে, আমাদেরকে এম্পিসিলিন প্রুফ জ্যাকেট পরতে হবে এবার। প্ল্যান করে থেমে থাকে না এরা, বরং সত্যি সত্যি জ্যাকেট তৈরি করে ফেলে ওই ব্যাকটেরিয়াগুলো। এরা বাচ্চা-কাচ্চাও পয়দা করে একই সময়ে। বাচ্চাদেরকেও সেই জ্যাকেট পরিয়ে দেয়। এর ফলে যেটা হয়, পরের বার এম্পিসিলিন নামক এন্টিবায়োটিকটা আর কাজ করে না! সবচেয়ে ভয়ংকর বিষয় হচ্ছে, জ্যাকেট পরা ব্যাকটেরিয়াগুলো কেবল ঐ ব্যাক্তির শরীরেই বসে থাকে না। তিনি যখন হাঁচি দেন, কাশি দেন, ব্যাকটেরিয়া গুলো ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। এক সময় পুরো এলাকায়ই আর ওই এন্টিবায়োটিক কাজ করে না। যারা খুব নিয়ম করে ওষুধ খান তারাও বিপদে পড়ে যান সবার সাথে। আমরা খুব ভয়ংকর একটা সময়ের দিকে এগিয়ে যাচ্ছি দ্রুত। ব্যাকটেরিয়া আর তাদের বিভিন্ন 'জ্যাকেট'এর তুলনায় এন্টিবায়োটিকের সংখ্যা খুব বেশি না। অনেক এন্টিবায়োটিক এখন আর কাজ করে না, বাকিগুলোর ক্ষমতাও কমে আসছে। আমাদের বড় বড় হাসপাতাল থাকবে, সেখানে এফসিপিএস, এমডি, পিএইচডি করা ডাক্তাররা থাকবেন কিন্তু কারোরই কিছু করার থাকবে না। সামান্য সর্দিতেই রোগী মরে সাফ হয়ে যাবে। উন্নত বিশ্বের চিকিৎসা ব্যবস্থা আলাদা। তারা নিয়ম মেনে ডাক্তারের পরামর্শ মতো ওষুধ খায়। বিপদে আছি আমরা। "মেডিসিনের বাইবেল" নামে পরিচিত ডেভিডসের বইয়েও আমাদের এই উপমহাদেশের উল্লেখ আছে আলাদা করে। অনেক ট্রিটমেন্টে বলা হয়েছে, "This organism is registant against this Drugs in the subcontinent'' অর্থাৎ এই জীবাণুটি উপমহাদেশের এই ওষুধগুলোকে প্রতিরোধ করতে সক্ষম। টিভি পত্রিকায় নানান বিষয়ে মানুষকে সচেতন করা হয়। বাথরুম করে হাত ধুতে হবে, কাশি হলে ডাক্তার দেখাতে হবে, নিরাপদ পানি খেতে হবে ইত্যাদি ইত্যাদি। কিন্তু এন্টিবায়োটিক নিয়ে কোনো কিছু আজও চোখে পড়েনি। অথচ এটা অন্যগুলোর চেয়ে বেশি জরুরি। এন্টিবায়োটিক কাজ না করলে এত সচেতনতা দিয়েও আর লাভ হবেনা। আগুন নিয়ে খেলছে ফার্মেসিওয়ালারা। রোগী ফার্মেসীতে গিয়ে একটু জ্বরের কথা বললেই ফার্মেসিতে বসে থাকা সেই লোকটি দিয়ে দিচ্ছে Azithromycin, Cefixime, Cefuroxime অথবা Levofloxacin নামক কিছু নামকরা দামী এন্টিবায়োটিক, কিন্তুু কত দিন খেতে হবে সেটা না জানিয়ে সুন্দর করে বলে দেয় এই ওষুধটি ১ ডোজ খাবেন, সব রোগ ভালো হয়ে যাবে আর এই ভাবেই আস্তে আস্তে Resistance হচ্ছে সব এন্টিবায়োটিক। চিকিৎসা ব্যবস্থার সাথে যারা জড়িত তাদেরকে এখনই ব্যাপারটা নিয়ে ভাবা উচিত। সবাইকে এন্টিবায়োটিকের সঠিক ব্যবহার বিষয়ে সচেতনতা বাড়াতে হবে। না হলে আমাদের ভবিষ্যত অন্ধকার।0 Commentaires 0 Parts 172 Vue -
California Wildfire Crisis
A massive wildfire in California has exploded to over 65,000 acres, forcing the shutdown of a major highway.
Thick smoke, intense flames, and dangerous winds are making firefighting efforts extremely challenging.
Evacuations are underway as CAL FIRE crews work tirelessly to protect homes, wildlife, and infrastructure.
Stay informed — follow local alerts and be prepared to act quickly if evacuation orders are issued.
#CaliforniaWildfire #WildfireNews #ClimateCrisis #BreakingNews #FireSeason🔥 California Wildfire Crisis 🔥 A massive wildfire in California has exploded to over 65,000 acres, forcing the shutdown of a major highway. Thick smoke, intense flames, and dangerous winds are making firefighting efforts extremely challenging. 🚒 Evacuations are underway as CAL FIRE crews work tirelessly to protect homes, wildlife, and infrastructure. 📍 Stay informed — follow local alerts and be prepared to act quickly if evacuation orders are issued. #CaliforniaWildfire #WildfireNews #ClimateCrisis #BreakingNews #FireSeason -
August 4, 2025 — The Moon Meets Antares
A breathtaking celestial encounter unfolds tonight!
The Moon passes strikingly close to Antares, the red giant heart of the Scorpius constellation. If skies are clear, you can witness this beautiful pairing with the naked eye.
Antares is a red giant star over 700 times the size of our Sun, glowing with a reddish hue beside the Moon throughout the night.
For the best view, head to a dark, open area and look toward the southeastern sky.🌕✨ August 4, 2025 — The Moon Meets Antares A breathtaking celestial encounter unfolds tonight! The Moon passes strikingly close to Antares, the red giant heart of the Scorpius constellation. If skies are clear, you can witness this beautiful pairing with the naked eye. 🔭 Antares is a red giant star over 700 times the size of our Sun, glowing with a reddish hue beside the Moon throughout the night. 📍For the best view, head to a dark, open area and look toward the southeastern sky. -
Nature’s Longest Spark Ever Recorded!
A single bolt of lightning — known as a “mega-flash” — just shattered the global record by stretching an incredible 515 miles (830 km) across the skies of five U.S. states!
To put it in perspective:
That’s like lightning stretching from London to Paris — and beyond!
Verified by the World Meteorological Organization
A breathtaking reminder of nature’s raw power.
#LightningRecord #MegaFlash #ExtremeWeather #NaturePower #ScienceNews #SkyPhenomena⚡ Nature’s Longest Spark Ever Recorded! ⚡ A single bolt of lightning — known as a “mega-flash” — just shattered the global record by stretching an incredible 515 miles (830 km) across the skies of five U.S. states! To put it in perspective: That’s like lightning stretching from London to Paris — and beyond! 🌩️🌍 📍 Verified by the World Meteorological Organization 📸 A breathtaking reminder of nature’s raw power. #LightningRecord #MegaFlash #ExtremeWeather #NaturePower #ScienceNews #SkyPhenomena0 Commentaires 0 Parts 271 Vue -
TOXIC | Ram Charan & Shruti Hasan Latest South Indian Movie 2025 | New Hindi Dubbed New MovieTOXIC | Ram Charan & Shruti Hasan Latest South Indian Movie 2025 | New Hindi Dubbed New Movie0 Commentaires 0 Parts 117 Vue
-
JANA NAYAGAN (2025)| Vijay Thalapathy New South Hindi Dubbed Full Action Movie | Full Movie in Hindi
JANA NAYAGAN (2025)| Vijay Thalapathy New South Hindi Dubbed Full Action Movie | Full Movie in Hindi0 Commentaires 0 Parts 86 Vue -
সাল ১৮৬৭। ভারতের উত্তর প্রদেশের এক জঙ্গলে সন্ধান পাওয়া যায় এক শিশুর। বয়স ছয় হবে। সে নেকড়ের পালের সাথে ছুটছিল। চার পায়ে। উদ্ধার করে তাকে পাঠানো হয় মিশনারির এক আশ্রমে। সেখানেই তার নাম রাখা হয় দিনা শনিচর।
নেকড়েই লালন পালন করছিল দিনাকে। নেকড়ের পালের সাথে থাকতো এক গুহায়। তাকে মানুষের আদব কায়দা শেখানো কঠিন হয়ে পড়ে। মাংস ছাড়া কিছুই খেত না। সোজা হয়েও দাঁড়াতে পারেনি সে। অবশেষে ৩৪ বছর বয়সে মারা যায় দিনা। মৃত্যুর কারণ যক্ষা।
এর ২৭ বছর পর প্রকাশিত হয় 'দ্য জাঙ্গল বুক' গল্পগুচ্ছ। অনেকেই ধারণা করেন, গল্পগুলো দিনাকে কেন্দ্র করেই লেখা। যদিও লেখক কখনও বিষয়টি নিশ্চিত করেননি। অথচ গল্পে মোগলির বসার ভঙ্গি, চলাফেরা, আচরণ অনেকটা দিনার সাথে মিলে যায়। তাছাড়া গল্পে লেখক ভারতীয় বন্য পরিবেশ, সংস্কৃতি ও কুসংস্কার ফুটিয়ে তুলেছেন।সাল ১৮৬৭। ভারতের উত্তর প্রদেশের এক জঙ্গলে সন্ধান পাওয়া যায় এক শিশুর। বয়স ছয় হবে। সে নেকড়ের পালের সাথে ছুটছিল। চার পায়ে। উদ্ধার করে তাকে পাঠানো হয় মিশনারির এক আশ্রমে। সেখানেই তার নাম রাখা হয় দিনা শনিচর। নেকড়েই লালন পালন করছিল দিনাকে। নেকড়ের পালের সাথে থাকতো এক গুহায়। তাকে মানুষের আদব কায়দা শেখানো কঠিন হয়ে পড়ে। মাংস ছাড়া কিছুই খেত না। সোজা হয়েও দাঁড়াতে পারেনি সে। অবশেষে ৩৪ বছর বয়সে মারা যায় দিনা। মৃত্যুর কারণ যক্ষা। এর ২৭ বছর পর প্রকাশিত হয় 'দ্য জাঙ্গল বুক' গল্পগুচ্ছ। অনেকেই ধারণা করেন, গল্পগুলো দিনাকে কেন্দ্র করেই লেখা। যদিও লেখক কখনও বিষয়টি নিশ্চিত করেননি। অথচ গল্পে মোগলির বসার ভঙ্গি, চলাফেরা, আচরণ অনেকটা দিনার সাথে মিলে যায়। তাছাড়া গল্পে লেখক ভারতীয় বন্য পরিবেশ, সংস্কৃতি ও কুসংস্কার ফুটিয়ে তুলেছেন।0 Commentaires 0 Parts 122 Vue -
একটি নিউক্লিয়ার বিষ্ফোরণ ।ছবিটি তোলা হয়েছে বিষ্ফোরণের ১ মিলিসেকেন্ডের কম সময়ে।'ভয়ংকর সুন্দর' কথার বাস্তব উদাহরণ এই ছবি! সাল ১৯৫২। MIT এর বিজ্ঞানীরা নেভাডায় একটি পারমাণবিক টেস্ট করেন, যার নাম 'টাম্বলার-স্ন্যপার' টেস্ট। এই টেস্টের সময় বিশেষ এক ক্যামেরা দিয়ে বিস্ফোরণের এক মিলিসেকেন্ডের কম সময়ের ছবি তোলার চেষ্টা করা হয়। মানে ১ সেকেন্ডের ১০০০ ভাগের ১ ভাগ! এই ক্ষুদ্র সময়ে প্রায় ৬৬ ফুট সাইজের প্লাজমা গোলক দেখা যায়! গোলকটির নিচে যে আগুনের হলুদ স্পাইক নিচে নেমে আসতে দেখা...
-
ভালো মা হতে গিয়ে ক্লান্ত এক মা… আমি কি একটু থামতে পারি না?”“একজন মা যখন শিশুর জন্য রাতভর জেগে থাকে, সকালে ক্লান্ত শরীর নিয়েও রান্নাঘরে দাঁড়ায়, দুপুরে আবার ঘুম না দিয়েই খেলনা গুছায়—তখন তিনি কেবল মা নন। তখন তিনি হচ্ছেন এক নিঃশব্দ যোদ্ধা, যার ক্লান্তির কোনো ভাষা নেই। তবে, এই যোদ্ধারও হৃদয় আছে। এই মায়েরও কান্না পায়। এই মায়েরও কখনো মনে হয়—“আর পারছি না।” “শুধু একটুখানি নিঃশ্বাস নিতে চাই, কেউ যেন কিছু না বলে।”...
-
জিউঝাং: চীনের বিস্ময়কর কোয়ান্টাম কম্পিউটার
চীন তৈরি করেছে জিউঝাং (Jiuzhang) নামের এক অত্যাধুনিক কোয়ান্টাম কম্পিউটার, যা গণনার জগতে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। এই কম্পিউটার মাত্র ৪ মিনিটে এমন একটি গাণিতিক হিসাব সম্পন্ন করেছে, যা পৃথিবীর দ্রুততম সুপারকম্পিউটারের বিলিয়ন বছর সময় লাগিয়ে দিত!
আমাদের পরিচিত সাধারণ কম্পিউটারের থেকে জিউঝাং সম্পূর্ণ ভিন্নভাবে কাজ করে। যেখানে প্রচলিত কম্পিউটার ইলেকট্রিক চিপ বা তার ব্যবহার করে, সেখানে জিউঝাং নির্মিত হয়েছে লেজার, আয়না, প্রিজম এবং ফোটন ডিটেক্টর দিয়ে। এটি গাউসিয়ান বোসন স্যাম্পলিং নামক একটি বিশেষ পদ্ধতি ব্যবহার করে, যেখানে আলোর কণিকা বা ফোটন অবিশ্বাস্য নিখুঁতভাবে গণনা করা হয়।
জিউঝাং-এর ক্ষমতা সত্যিই impresionante। যেখানে সাধারণ সুপারকম্পিউটার মাত্র ৫টি ফোটন সামলাতে পারে, সেখানে জিউঝাং একসাথে ৭৬টি ফোটন সামলাতে সক্ষম হয়েছে — যা একটি বিশাল রেকর্ড।
এই কোয়ান্টাম কম্পিউটার এমনভাবে হিসাব করে, যা সাধারণ কম্পিউটার কল্পনাও করতে পারে না। এর কারণ হলো এটি সুপারপজিশন (একসাথে অনেক হিসাব করার ক্ষমতা) এবং এন্ট্যাংগেলমেন্ট (ফোটন একে অপরের সাথে জড়িত হয়ে কাজ করে) এর মতো কোয়ান্টাম মেকানিক্সের নীতিগুলো ব্যবহার করে।
এই প্রযুক্তির মাধ্যমে ভবিষ্যতে জটিল রাসায়নিক গবেষণা, বৃহৎ গাণিতিক হিসাব এবং এমনকি কোয়ান্টাম ইন্টারনেট তৈরির ভিত্তি স্থাপন করা সম্ভব হবে।জিউঝাং: চীনের বিস্ময়কর কোয়ান্টাম কম্পিউটার চীন তৈরি করেছে জিউঝাং (Jiuzhang) নামের এক অত্যাধুনিক কোয়ান্টাম কম্পিউটার, যা গণনার জগতে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। এই কম্পিউটার মাত্র ৪ মিনিটে এমন একটি গাণিতিক হিসাব সম্পন্ন করেছে, যা পৃথিবীর দ্রুততম সুপারকম্পিউটারের বিলিয়ন বছর সময় লাগিয়ে দিত! আমাদের পরিচিত সাধারণ কম্পিউটারের থেকে জিউঝাং সম্পূর্ণ ভিন্নভাবে কাজ করে। যেখানে প্রচলিত কম্পিউটার ইলেকট্রিক চিপ বা তার ব্যবহার করে, সেখানে জিউঝাং নির্মিত হয়েছে লেজার, আয়না, প্রিজম এবং ফোটন ডিটেক্টর দিয়ে। এটি গাউসিয়ান বোসন স্যাম্পলিং নামক একটি বিশেষ পদ্ধতি ব্যবহার করে, যেখানে আলোর কণিকা বা ফোটন অবিশ্বাস্য নিখুঁতভাবে গণনা করা হয়। জিউঝাং-এর ক্ষমতা সত্যিই impresionante। যেখানে সাধারণ সুপারকম্পিউটার মাত্র ৫টি ফোটন সামলাতে পারে, সেখানে জিউঝাং একসাথে ৭৬টি ফোটন সামলাতে সক্ষম হয়েছে — যা একটি বিশাল রেকর্ড। এই কোয়ান্টাম কম্পিউটার এমনভাবে হিসাব করে, যা সাধারণ কম্পিউটার কল্পনাও করতে পারে না। এর কারণ হলো এটি সুপারপজিশন (একসাথে অনেক হিসাব করার ক্ষমতা) এবং এন্ট্যাংগেলমেন্ট (ফোটন একে অপরের সাথে জড়িত হয়ে কাজ করে) এর মতো কোয়ান্টাম মেকানিক্সের নীতিগুলো ব্যবহার করে। এই প্রযুক্তির মাধ্যমে ভবিষ্যতে জটিল রাসায়নিক গবেষণা, বৃহৎ গাণিতিক হিসাব এবং এমনকি কোয়ান্টাম ইন্টারনেট তৈরির ভিত্তি স্থাপন করা সম্ভব হবে।0 Commentaires 0 Parts 139 Vue -
The Atacama Desert in northern Chile is known as one of the driest places on Earth, with some regions going decades without measurable rainfall. Yet, in a rare and breathtaking phenomenon, this barren landscape can transform into a vibrant field of pink and purple flowers when rainfall finally graces the region. This event, called the "desierto florido" or "flowering desert," typically occurs once every five to seven years when El Niño conditions bring unusually high precipitation.
The seeds of native wildflowers like *Cistanthe longiscapa* lie dormant beneath the desert floor, waiting for moisture. When rain finally arrives, these seeds rapidly germinate and bloom, carpeting the desert in stunning colors for just a few weeks. The spectacle not only attracts scientists and photographers from around the world but also supports local biodiversity by boosting populations of insects, birds, and small animals. It’s a powerful reminder of nature’s resilience and beauty.The Atacama Desert in northern Chile is known as one of the driest places on Earth, with some regions going decades without measurable rainfall. Yet, in a rare and breathtaking phenomenon, this barren landscape can transform into a vibrant field of pink and purple flowers when rainfall finally graces the region. This event, called the "desierto florido" or "flowering desert," typically occurs once every five to seven years when El Niño conditions bring unusually high precipitation. The seeds of native wildflowers like *Cistanthe longiscapa* lie dormant beneath the desert floor, waiting for moisture. When rain finally arrives, these seeds rapidly germinate and bloom, carpeting the desert in stunning colors for just a few weeks. The spectacle not only attracts scientists and photographers from around the world but also supports local biodiversity by boosting populations of insects, birds, and small animals. It’s a powerful reminder of nature’s resilience and beauty. -
Your calf muscles—specifically the soleus—are often called the "second heart" of the body. Why? Because every time you walk or move your legs, they help pump blood back up from your lower body to your heart, fighting gravity and keeping circulation strong. Without this powerful muscular assist, blood would pool in your legs. It’s a silent, vital force working with every step you take.Your calf muscles—specifically the soleus—are often called the "second heart" of the body. Why? Because every time you walk or move your legs, they help pump blood back up from your lower body to your heart, fighting gravity and keeping circulation strong. Without this powerful muscular assist, blood would pool in your legs. It’s a silent, vital force working with every step you take.0 Commentaires 0 Parts 115 Vue
-
Dhoka | ধোঁকা | Tanjin Tisha | Samonty Shoumi | Manoj Pramanik | Bangla New Natok 2025Dhoka | ধোঁকা | Tanjin Tisha | Samonty Shoumi | Manoj Pramanik | Bangla New Natok 2025
-
Web Film :ZeroPointWeb Film :ZeroPoint0 Commentaires 0 Parts 95 Vue
-
Drama: Punorjonmo Antim Porbo | পুনর্জন্ম অন্তিম পর্বDrama: Punorjonmo Antim Porbo | পুনর্জন্ম অন্তিম পর্ব0 Commentaires 0 Parts 153 Vue
-
ityadi Eid-ul-fitr (ঈদুল ফিতর) Episode 2025ityadi Eid-ul-fitr (ঈদুল ফিতর) Episode 20250 Commentaires 0 Parts 96 Vue
-
Drama : Tithidor
Cast : Mehazabien Chowdhury, Prantar Dastider, Abul Hayat & Many More
Story : Jahan Sultana
Director : Vicky ZahedDrama : Tithidor Cast : Mehazabien Chowdhury, Prantar Dastider, Abul Hayat & Many More Story : Jahan Sultana Director : Vicky Zahed0 Commentaires 0 Parts 94 Vue -
-
Bangla Movie Omar, directed by Mohammad Mostafa Kamal Raz.Bangla Movie Omar, directed by Mohammad Mostafa Kamal Raz.0 Commentaires 0 Parts 103 Vue
-
China has installed a massive 50-meter-tall inflatable dome around a construction site in Jinan City to help cut down on dust and noise. The dome is made of a semi-transparent, durable material that keeps pollution from escaping while still letting in natural light. Inside, cranes and workers continue building as usual, but the surrounding area stays much cleaner and quieter. It's a smart, practical solution to the common problems of construction in busy cities—helping protect both air quality and peace of mind for nearby residents.China has installed a massive 50-meter-tall inflatable dome around a construction site in Jinan City to help cut down on dust and noise. The dome is made of a semi-transparent, durable material that keeps pollution from escaping while still letting in natural light. Inside, cranes and workers continue building as usual, but the surrounding area stays much cleaner and quieter. It's a smart, practical solution to the common problems of construction in busy cities—helping protect both air quality and peace of mind for nearby residents.0 Commentaires 0 Parts 132 Vue
-
In a historic first, scientists may need to delete a second from global clocks in 2029 due to Earth spinning slightly faster. Since 2020, the planet’s rotation has sped up, shortening the length of a day by about 1.5 milliseconds. If this trend continues, we’ll experience a “negative leap second”—the opposite of the leap seconds occasionally added to keep atomic time aligned with Earth’s rotation.
This shift reflects complex changes in Earth’s inner core and mass redistribution from melting polar ice. While the adjustment isn’t guaranteed, it would mark a significant milestone in how we measure time.In a historic first, scientists may need to delete a second from global clocks in 2029 due to Earth spinning slightly faster. Since 2020, the planet’s rotation has sped up, shortening the length of a day by about 1.5 milliseconds. If this trend continues, we’ll experience a “negative leap second”—the opposite of the leap seconds occasionally added to keep atomic time aligned with Earth’s rotation. This shift reflects complex changes in Earth’s inner core and mass redistribution from melting polar ice. While the adjustment isn’t guaranteed, it would mark a significant milestone in how we measure time. -
A Chinese research team has developed a "lunar brick-making machine" that can produce bricks from moon soil, bringing the sci-fi vision of "building houses on the moon with local materials" closer to reality xhtxs.cn/5w0A Chinese research team has developed a "lunar brick-making machine" that can produce bricks from moon soil, bringing the sci-fi vision of "building houses on the moon with local materials" closer to reality xhtxs.cn/5w0
-
China successfully launched a new group of low Earth orbit satellites from the Taiyuan Satellite Launch Center in north China's Shanxi Province on Sunday xhtxs.cn/5u9China successfully launched a new group of low Earth orbit satellites from the Taiyuan Satellite Launch Center in north China's Shanxi Province on Sunday xhtxs.cn/5u90 Commentaires 0 Parts 125 Vue
-
A New World Beyond Pluto: Meet Ammonite, the Solar System’s Mysterious Outlier
Astronomers have uncovered something extraordinary lurking in the farthest reaches of our solar system a newly discovered world named Ammonite. Detected by the Subaru Telescope in Hawai‘i, Ammonite sits in a remote region of space well beyond Pluto, where only the most distant and mysterious objects dwell.
Its unusual, elongated orbit immediately caught the attention of researchers, as it could provide tantalizing clues about the hidden forces shaping the outer solar system.
What makes Ammonite’s discovery so compelling is the possibility that its odd path might be influenced by something even larger: the elusive, long-theorized “Planet 9.” For years, scientists have speculated that an undiscovered giant planet could be tugging at the orbits of distant worlds like Ammonite, hinting at a vast and uncharted frontier at the solar system’s edge. Ammonite’s behavior could be the breadcrumb that finally leads us to this cosmic giant or at the very least, reveals new insights about the unseen architecture of our celestial neighborhood.
With every discovery like Ammonite, we realize how much there is still to learn about our own backyard in the universe.
The hunt for Planet 9 and the secrets of the solar system’s outskirts have only just begun, and Ammonite is a thrilling reminder that new worlds are still waiting to be found.
Credit: Discovery data from the Subaru Telescope, Hawai‘i; outer solar system and Planet 9 research updates.A New World Beyond Pluto: Meet Ammonite, the Solar System’s Mysterious Outlier Astronomers have uncovered something extraordinary lurking in the farthest reaches of our solar system a newly discovered world named Ammonite. Detected by the Subaru Telescope in Hawai‘i, Ammonite sits in a remote region of space well beyond Pluto, where only the most distant and mysterious objects dwell. Its unusual, elongated orbit immediately caught the attention of researchers, as it could provide tantalizing clues about the hidden forces shaping the outer solar system. What makes Ammonite’s discovery so compelling is the possibility that its odd path might be influenced by something even larger: the elusive, long-theorized “Planet 9.” For years, scientists have speculated that an undiscovered giant planet could be tugging at the orbits of distant worlds like Ammonite, hinting at a vast and uncharted frontier at the solar system’s edge. Ammonite’s behavior could be the breadcrumb that finally leads us to this cosmic giant or at the very least, reveals new insights about the unseen architecture of our celestial neighborhood. With every discovery like Ammonite, we realize how much there is still to learn about our own backyard in the universe. The hunt for Planet 9 and the secrets of the solar system’s outskirts have only just begun, and Ammonite is a thrilling reminder that new worlds are still waiting to be found. Credit: Discovery data from the Subaru Telescope, Hawai‘i; outer solar system and Planet 9 research updates.0 Commentaires 0 Parts 159 Vue -
এই বৃষ্টি কিছুই নয়।সামনে অতিভারী বর্ষনের জন্য প্রস্তুতি নিন।পূর্ণ শক্তিতে সক্রিয় হচ্ছে বৃষ্টি বলয় ধারা।এই বৃষ্টি কিছুই নয়।সামনে অতিভারী বর্ষনের জন্য প্রস্তুতি নিন।পূর্ণ শক্তিতে সক্রিয় হচ্ছে বৃষ্টি বলয় ধারা।0 Commentaires 0 Parts 114 Vue
-
A student at the University of Surrey in the UK has designed a robot fish that swims through water and collects microplastics, helping clean polluted rivers and oceans. The robot is lightweight, fast, and can operate autonomously in real-world environments.
Named “Gillbert,” the robot fish uses a fine mesh in its mouth to trap tiny plastic particles while mimicking the swimming style of real fish. Its goal is not just cleanup—but to serve as a model for bio-inspired environmental robots.
This small invention may have a huge impact, showing how youth and innovation can take on climate challenges creatively.
#RobotFish #MicroplasticCleanup #YouthInnovation #BioRobotics #CleanWaterTech #michanicalmindA student at the University of Surrey in the UK has designed a robot fish that swims through water and collects microplastics, helping clean polluted rivers and oceans. The robot is lightweight, fast, and can operate autonomously in real-world environments. Named “Gillbert,” the robot fish uses a fine mesh in its mouth to trap tiny plastic particles while mimicking the swimming style of real fish. Its goal is not just cleanup—but to serve as a model for bio-inspired environmental robots. This small invention may have a huge impact, showing how youth and innovation can take on climate challenges creatively. #RobotFish #MicroplasticCleanup #YouthInnovation #BioRobotics #CleanWaterTech #michanicalmind0 Commentaires 0 Parts 371 Vue -
Australia has unveiled a bionic eye system that sends visual signals directly to the brain—giving hope to those suffering from total blindness.
The system includes a camera-equipped eyeglass, a wearable processor, and an implant that bypasses the optic nerve to connect to the brain’s vision center. Initial trials have shown users recognizing shapes, lights, and even limited movement.
While still under clinical development, the bionic eye marks a new era of neuroprosthetics, where vision loss may one day be fully reversible.
#BionicEye #VisionRestoration #AustraliaInnovation #Neuroprosthetics #BlindHope #michanicalmindAustralia has unveiled a bionic eye system that sends visual signals directly to the brain—giving hope to those suffering from total blindness. The system includes a camera-equipped eyeglass, a wearable processor, and an implant that bypasses the optic nerve to connect to the brain’s vision center. Initial trials have shown users recognizing shapes, lights, and even limited movement. While still under clinical development, the bionic eye marks a new era of neuroprosthetics, where vision loss may one day be fully reversible. #BionicEye #VisionRestoration #AustraliaInnovation #Neuroprosthetics #BlindHope #michanicalmind0 Commentaires 0 Parts 326 Vue -
A surprising discovery from Canadian researchers has revealed that dandelion root extract can kill up to 95% of cancer cells within 48 hours—specifically leukemia and colon cancer cells—while leaving healthy cells unharmed.
This herbal extract triggers apoptosis, or programmed cell death, in cancer cells without toxic side effects like chemotherapy. It’s currently undergoing further clinical studies to determine its potential as a natural, accessible cancer therapy.
Nature continues to prove its healing power. The humble weed we overlook may be hiding some of the most powerful cures on Earth.
#DandelionRoot #NaturalCancerTherapy #PlantBasedMedicine #HerbalCure #ScienceOfNature #michanicalmindA surprising discovery from Canadian researchers has revealed that dandelion root extract can kill up to 95% of cancer cells within 48 hours—specifically leukemia and colon cancer cells—while leaving healthy cells unharmed. This herbal extract triggers apoptosis, or programmed cell death, in cancer cells without toxic side effects like chemotherapy. It’s currently undergoing further clinical studies to determine its potential as a natural, accessible cancer therapy. Nature continues to prove its healing power. The humble weed we overlook may be hiding some of the most powerful cures on Earth. #DandelionRoot #NaturalCancerTherapy #PlantBasedMedicine #HerbalCure #ScienceOfNature #michanicalmind0 Commentaires 0 Parts 376 Vue -
-
আমাকে যদি দুর্ভিক্ষের সংজ্ঞা দাও তো! আমি বলবো, গা*যার দিকে তাকিয়ে দেখো।
আমাকে যদি জিজ্ঞেস করা হয়, অনাহারীর ছটফট করতে থাকা দেহটা দেখতে কেমন? আমি উত্তর দিব, গা*যাবাসীকে দেখো।
আমাকে যদি দুর্ভিক্ষের সংজ্ঞা দাও তো! আমি বলবো, গা*যার দিকে তাকিয়ে দেখো। আমাকে যদি জিজ্ঞেস করা হয়, অনাহারীর ছটফট করতে থাকা দেহটা দেখতে কেমন? আমি উত্তর দিব, গা*যাবাসীকে দেখো।0 Commentaires 0 Parts 158 Vue -
চলতি বছরের জুনে হাওয়াইয়ের বনাঞ্চলে ড্রোনের মাধ্যমে আকাশ থেকে ফেলা হয় শতাধিক বায়োডিগ্রেডেবল ক্যাপসুল। প্রতিটি ক্যাপসুলে ছিল প্রায় ১ হাজার মশা! আরও অবাক করার মতো বিষয় হলো, এগুলো কোনও সাধারণ মশাও ছিল না। গবেষণাগারে তৈরি এসব দংশনহীন পুরুষ মশাগুলোর শরীরে একটি নির্দিষ্ট প্রজাতির ব্যাকটেরিয়া সংক্রমিত, যা স্ত্রী মশার সঙ্গে মিলনের পর ডিম নিষ্ক্রিয় করে তোলে। ফলে সেই ডিম থেকে আর বাচ্চা ফোটে না। হাওয়াই দ্বীপপুঞ্জে ছড়িয়ে পড়া আক্রমণাত্মক মশার বিস্তার নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যেই এই উদ্যোগ নেয়া। কারণ এসব মশার কারণে বিলুপ্তির মুখে পড়েছে হাওয়াইয়ের স্থানীয় সব দুর্লভ পাখি, বিশেষ করে বিলুপ্তপ্রায় হানিক্রিপার পাখি।চলতি বছরের জুনে হাওয়াইয়ের বনাঞ্চলে ড্রোনের মাধ্যমে আকাশ থেকে ফেলা হয় শতাধিক বায়োডিগ্রেডেবল ক্যাপসুল। প্রতিটি ক্যাপসুলে ছিল প্রায় ১ হাজার মশা! আরও অবাক করার মতো বিষয় হলো, এগুলো কোনও সাধারণ মশাও ছিল না। গবেষণাগারে তৈরি এসব দংশনহীন পুরুষ মশাগুলোর শরীরে একটি নির্দিষ্ট প্রজাতির ব্যাকটেরিয়া সংক্রমিত, যা স্ত্রী মশার সঙ্গে মিলনের পর ডিম নিষ্ক্রিয় করে তোলে। ফলে সেই ডিম থেকে আর বাচ্চা ফোটে না। হাওয়াই দ্বীপপুঞ্জে ছড়িয়ে পড়া আক্রমণাত্মক মশার বিস্তার নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যেই এই উদ্যোগ নেয়া। কারণ এসব মশার কারণে বিলুপ্তির মুখে পড়েছে হাওয়াইয়ের স্থানীয় সব দুর্লভ পাখি, বিশেষ করে বিলুপ্তপ্রায় হানিক্রিপার পাখি।0 Commentaires 0 Parts 151 Vue
-
চলতি বছরের জুনে হাওয়াইয়ের বনাঞ্চলে ড্রোনের মাধ্যমে আকাশ থেকে ফেলা হয় শতাধিক বায়োডিগ্রেডেবল ক্যাপসুল। প্রতিটি ক্যাপসুলে ছিল প্রায় ১ হাজার মশা! আরও অবাক করার মতো বিষয় হলো, এগুলো কোনও সাধারণ মশাও ছিল না। গবেষণাগারে তৈরি এসব দংশনহীন পুরুষ মশাগুলোর শরীরে একটি নির্দিষ্ট প্রজাতির ব্যাকটেরিয়া সংক্রমিত, যা স্ত্রী মশার সঙ্গে মিলনের পর ডিম নিষ্ক্রিয় করে তোলে। ফলে সেই ডিম থেকে আর বাচ্চা ফোটে না। হাওয়াই দ্বীপপুঞ্জে ছড়িয়ে পড়া আক্রমণাত্মক মশার বিস্তার নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যেই এই উদ্যোগ নেয়া। কারণ এসব মশার কারণে বিলুপ্তির মুখে পড়েছে হাওয়াইয়ের স্থানীয় সব দুর্লভ পাখি, বিশেষ করে বিলুপ্তপ্রায় হানিক্রিপার পাখি।চলতি বছরের জুনে হাওয়াইয়ের বনাঞ্চলে ড্রোনের মাধ্যমে আকাশ থেকে ফেলা হয় শতাধিক বায়োডিগ্রেডেবল ক্যাপসুল। প্রতিটি ক্যাপসুলে ছিল প্রায় ১ হাজার মশা! আরও অবাক করার মতো বিষয় হলো, এগুলো কোনও সাধারণ মশাও ছিল না। গবেষণাগারে তৈরি এসব দংশনহীন পুরুষ মশাগুলোর শরীরে একটি নির্দিষ্ট প্রজাতির ব্যাকটেরিয়া সংক্রমিত, যা স্ত্রী মশার সঙ্গে মিলনের পর ডিম নিষ্ক্রিয় করে তোলে। ফলে সেই ডিম থেকে আর বাচ্চা ফোটে না। হাওয়াই দ্বীপপুঞ্জে ছড়িয়ে পড়া আক্রমণাত্মক মশার বিস্তার নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যেই এই উদ্যোগ নেয়া। কারণ এসব মশার কারণে বিলুপ্তির মুখে পড়েছে হাওয়াইয়ের স্থানীয় সব দুর্লভ পাখি, বিশেষ করে বিলুপ্তপ্রায় হানিক্রিপার পাখি।0 Commentaires 0 Parts 153 Vue
-
-
Plus de lecture