একটি নিউক্লিয়ার বিষ্ফোরণ ।ছবিটি তোলা হয়েছে বিষ্ফোরণের ১ মিলিসেকেন্ডের কম সময়ে।
'ভয়ংকর সুন্দর' কথার বাস্তব উদাহরণ এই ছবি!
সাল ১৯৫২। MIT এর বিজ্ঞানীরা নেভাডায় একটি পারমাণবিক টেস্ট করেন, যার নাম 'টাম্বলার-স্ন্যপার' টেস্ট।
এই টেস্টের সময় বিশেষ এক ক্যামেরা দিয়ে বিস্ফোরণের এক মিলিসেকেন্ডের কম সময়ের ছবি তোলার চেষ্টা করা হয়। মানে ১ সেকেন্ডের ১০০০ ভাগের ১ ভাগ! এই ক্ষুদ্র সময়ে প্রায় ৬৬ ফুট সাইজের প্লাজমা গোলক দেখা যায়! গোলকটির নিচে যে আগুনের হলুদ স্পাইক নিচে নেমে আসতে দেখা...