🛩️ ফাইটার জেট কি হ্যাক করা যায়?

0
325

গতকাল থেকে অনেকেই ইনবক্সে আমাকে জিজ্ঞাসা করেছেন—“ভাই, ফাইটার জেট কি হ্যা/ক করা সম্ভব?”

আমি ঠিক মতো ঘুমাতে পারিনি মাইলস্টোনের ক্ষত আমাকে অনেকটাই ভেঙে দিয়েছে। বাচ্চা গুলা মুখ বারবার চোখের সামনে ভেসে উঠতেছে .. শরীরটাও কিছুটা দুর্বল। তবুও আমি লিখছি...

 

ছোট উত্তর: না, সাধারণভাবে ফাইটার জেট হ্যা/ক করা প্রায় অসম্ভব। তবে কেন অসম্ভব? সেটা জানাটা গুরুত্বপূর্ণ:

 

1. ফাইটার জেটের ভেতরের সাধারণ কোন কম্পিউটার ব্যবহার করা হয় না, এগুল বলতে পারেন এক ধরনের হাইব্রিড কম্পিউটার যেগুলোতে ফাইটার জেট চালানোর জন্য বিশেষ ধরনের অপারেটিং সিস্টেম (যেমন RTOS) ব্যবহার করা হয়। অবশ্যই এটা linux কার্নালের উপরে তৈরি করা হয়, এই লিনাক্স কার্নেল সেটা নয় যেটা আপনারা ব্যবহার করেন... ফাইটারে VxWorks, Integrity RTOS, PikeOS ইত্যাদি কম্পোনেন্ট অনুযায়ী ব্যবহৃত হয়। এগুলো মারাত্মক রকমের জটিল ... মানব ইতিহাসে তৈরি করা সবচেয়ে জটিল system লিস্টে ফাইটার জেটের সিস্টেম ২ নাম্বারে.. 

 

2. সফটওয়্যার এ কথা যদি বলি মিডলেয়ারের ক্ষেত্রে Ada ও C++ ব্যবহার হয়, জটিল নিরাপত্তা ফাংশন গুলোর ক্ষেত্রে Rust‑এর ব্যবহার বাড়ছে। ফাইটার জেটের সফটওয়্যার আগে থেকেই প্রোগ্রাম করা থাকে। কেউ চাইলেই সেখানে নতুন কোড ঢুকাতে পারে না। 

 

একটা সফটওয়্যার দাম কোটি টাকার উপরে তাই এই সফটওয়্যার গুলো স্বাভাবিক কোন কম্পিউটারের রান করা পসিবল নয়.. যদি কোন সিস্টেম আপডেটের প্রয়োজনও পড়ে তাও ওই যে কান্ট্রি এটা ম্যানুফ্যাকচার করেছে তাদের কাছ থেকে অনুমতি নিতে হয়.. নিরাপত্তা কোড এবং ফিজিক্যাল অ্যাকসেস লাগে।

 

3. যদি হার্ডওয়ার বা ফিজিক্যাল হ্যাকিং এর কথা বলি: ফাইটার জেট কোনো পাবলিক নেটওয়ার্কে যুক্ত থাকে না।

এগুলোতে ইন্টারনেট নাই, ওয়াইফাই নাই, ব্লুটুথ নাই .. ইলেকট্রোম্যাগনেটিক ফোল্ট ইনজেকশন (যেমন BadFET) দিয়ে হলেও জেটের Critical প্রসেসরে কোড চালানো কঠিন ও প্রটেক্টেড....

 

Shielded PCB, রেডিয়েশন‑হ্যার্ডেনিং ও ফিজিক্যাল লকিং ব্যবস্থার মাধ্যমে external ফোল্ট আক্রমণও রোধ করা হয়।

 

এমনকি যে সমস্ত হার্ডওয়ার ব্যবহার করা হয় সেগুলোতে আলাদা কোন মাইক্রোচিপ আছে কিনা সেটাও প্রতিবার চেক করে নেওয়ার পরেই লাগানো হয়... তাই প্রতিটা যন্ত্রাংশ প্রত্যেকটা সূক্ষ্ম যন্ত্রাংশ চেক করা হয়..

 

☠️ মাল্টি লেয়ার মডেল ইউজ করা হয় তাই কমিউনিকেশন মডিউল বা যে অংশটা internet সাথে যুক্ত থাকে সেটা এবং কন্ট্রোলিং প্যানেল দুটো আলাদা আলাদা ভাবে থাকে দুটোই কানেক্টেড না...

 

hardware + network segmentation + RTOS validation + anomaly detection + EM-fault security— এত কিছু পার করে কোটি টাকার এই ফাইটার জেটে software-based, generic attack চালানো প্রায় অবাস্তব।

মেলেটারি গ্রেট প্রযুক্তি আমাদের সাধারণ প্রযুক্তি থেকে অনেক বেশি এগিয়ে ... এটা একটা বিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি তাই সেখানে ভুল হওয়ার সম্ভাবনা খুব কম

البحث
الأقسام
إقرأ المزيد
أخرى
গবেষণা বলছে- নারীদের রূপচর্চার পেছনেও লুকিয়ে থাকতে পারে ক্যানসারের বিপদ!
সৌন্দর্যচর্চার জগতে নারীরা যেসব প্রসাধনী ও পার্সোনাল কেয়ার পণ্য ব্যবহার করেন, তাতে থাকা কিছু...
بواسطة Sharif Uddin 2025-07-27 10:39:12 0 346
أخرى
Earth’s Axis Shifted 31.5 Inches — Scientists Say It’s Not Normal
 In a shocking discovery, scientists revealed that Earth's axis has shifted by nearly 31.5...
بواسطة Sharif Uddin 2025-08-03 13:54:32 0 420
Health
We become old but not brain⚠️
In a landmark discovery, a recent study from Sweden's Karolinska Institutet has overturned the...
بواسطة Phoenix (Striker) 2025-07-15 07:02:18 0 669
Tech
অর্গানোমেটালিক যৌগগুলোর ক্ষেত্রে ধাতু পরমাণুকে ঘিরে ১৮টি ভ্যালেন্স ইলেকট্রন থাকলে তা সবচেয়ে স্থিতিশীল ধরা হয়।
জাপানের ওকিনাওয়া ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (OIST) গবেষকরা একটি ২০ ইলেকট্রনবিশিষ্ট...
بواسطة Sharif Uddin 2025-08-06 07:07:40 0 543
Tech
ভালো মা হতে গিয়ে ক্লান্ত এক মা… আমি কি একটু থামতে পারি না?”
“একজন মা যখন শিশুর জন্য রাতভর জেগে থাকে, সকালে ক্লান্ত শরীর নিয়েও রান্নাঘরে দাঁড়ায়, দুপুরে...
بواسطة Mehrish yeara 2025-07-31 19:29:00 2 511
BlackBird Ai
https://bbai.shop