🛩️ ফাইটার জেট কি হ্যাক করা যায়?

0
174

গতকাল থেকে অনেকেই ইনবক্সে আমাকে জিজ্ঞাসা করেছেন—“ভাই, ফাইটার জেট কি হ্যা/ক করা সম্ভব?”

আমি ঠিক মতো ঘুমাতে পারিনি মাইলস্টোনের ক্ষত আমাকে অনেকটাই ভেঙে দিয়েছে। বাচ্চা গুলা মুখ বারবার চোখের সামনে ভেসে উঠতেছে .. শরীরটাও কিছুটা দুর্বল। তবুও আমি লিখছি...

 

ছোট উত্তর: না, সাধারণভাবে ফাইটার জেট হ্যা/ক করা প্রায় অসম্ভব। তবে কেন অসম্ভব? সেটা জানাটা গুরুত্বপূর্ণ:

 

1. ফাইটার জেটের ভেতরের সাধারণ কোন কম্পিউটার ব্যবহার করা হয় না, এগুল বলতে পারেন এক ধরনের হাইব্রিড কম্পিউটার যেগুলোতে ফাইটার জেট চালানোর জন্য বিশেষ ধরনের অপারেটিং সিস্টেম (যেমন RTOS) ব্যবহার করা হয়। অবশ্যই এটা linux কার্নালের উপরে তৈরি করা হয়, এই লিনাক্স কার্নেল সেটা নয় যেটা আপনারা ব্যবহার করেন... ফাইটারে VxWorks, Integrity RTOS, PikeOS ইত্যাদি কম্পোনেন্ট অনুযায়ী ব্যবহৃত হয়। এগুলো মারাত্মক রকমের জটিল ... মানব ইতিহাসে তৈরি করা সবচেয়ে জটিল system লিস্টে ফাইটার জেটের সিস্টেম ২ নাম্বারে.. 

 

2. সফটওয়্যার এ কথা যদি বলি মিডলেয়ারের ক্ষেত্রে Ada ও C++ ব্যবহার হয়, জটিল নিরাপত্তা ফাংশন গুলোর ক্ষেত্রে Rust‑এর ব্যবহার বাড়ছে। ফাইটার জেটের সফটওয়্যার আগে থেকেই প্রোগ্রাম করা থাকে। কেউ চাইলেই সেখানে নতুন কোড ঢুকাতে পারে না। 

 

একটা সফটওয়্যার দাম কোটি টাকার উপরে তাই এই সফটওয়্যার গুলো স্বাভাবিক কোন কম্পিউটারের রান করা পসিবল নয়.. যদি কোন সিস্টেম আপডেটের প্রয়োজনও পড়ে তাও ওই যে কান্ট্রি এটা ম্যানুফ্যাকচার করেছে তাদের কাছ থেকে অনুমতি নিতে হয়.. নিরাপত্তা কোড এবং ফিজিক্যাল অ্যাকসেস লাগে।

 

3. যদি হার্ডওয়ার বা ফিজিক্যাল হ্যাকিং এর কথা বলি: ফাইটার জেট কোনো পাবলিক নেটওয়ার্কে যুক্ত থাকে না।

এগুলোতে ইন্টারনেট নাই, ওয়াইফাই নাই, ব্লুটুথ নাই .. ইলেকট্রোম্যাগনেটিক ফোল্ট ইনজেকশন (যেমন BadFET) দিয়ে হলেও জেটের Critical প্রসেসরে কোড চালানো কঠিন ও প্রটেক্টেড....

 

Shielded PCB, রেডিয়েশন‑হ্যার্ডেনিং ও ফিজিক্যাল লকিং ব্যবস্থার মাধ্যমে external ফোল্ট আক্রমণও রোধ করা হয়।

 

এমনকি যে সমস্ত হার্ডওয়ার ব্যবহার করা হয় সেগুলোতে আলাদা কোন মাইক্রোচিপ আছে কিনা সেটাও প্রতিবার চেক করে নেওয়ার পরেই লাগানো হয়... তাই প্রতিটা যন্ত্রাংশ প্রত্যেকটা সূক্ষ্ম যন্ত্রাংশ চেক করা হয়..

 

☠️ মাল্টি লেয়ার মডেল ইউজ করা হয় তাই কমিউনিকেশন মডিউল বা যে অংশটা internet সাথে যুক্ত থাকে সেটা এবং কন্ট্রোলিং প্যানেল দুটো আলাদা আলাদা ভাবে থাকে দুটোই কানেক্টেড না...

 

hardware + network segmentation + RTOS validation + anomaly detection + EM-fault security— এত কিছু পার করে কোটি টাকার এই ফাইটার জেটে software-based, generic attack চালানো প্রায় অবাস্তব।

মেলেটারি গ্রেট প্রযুক্তি আমাদের সাধারণ প্রযুক্তি থেকে অনেক বেশি এগিয়ে ... এটা একটা বিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি তাই সেখানে ভুল হওয়ার সম্ভাবনা খুব কম

البحث
الأقسام
إقرأ المزيد
أخرى
China is building a 1 kilometer-wide solar Power station in Space.
China’s Giant Leap: A Solar Power Plant… in Space! 🚀 Imagine a solar station so...
بواسطة Mirshad Sharif 2025-08-04 19:38:37 0 235
Literature
বেড়েছে শুধু সংখ্যা, বাতেনি শিক্ষার মান🥺
এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্তির পরিসংখ্যান: (২০০১ থেকে ২০২৫ পর্যন্ত)  ✍️ ২০০১ সালে ৭৬ জন...
بواسطة Sharif Uddin 2025-07-11 09:02:26 0 646
Sports
Earning from Club World Cup 2025 USA
ফিফা ক্লাব বিশ্বকাপে অংশগ্রহন করা ক্লাবগুলো যত টাকা করে পেয়েছে... 🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿 Chelsea: $114.6M ...
بواسطة Phoenix (Striker) 2025-07-15 07:55:16 0 436
أخرى
বিড়ালের এক অদ্ভুত স্বভাব ⚠️
সারাদিন অলসভাবে ঘুমিয়ে কাটানো বিড়ালকে আপনি যতই আরামপ্রিয় ভাবুন না কেন, তার ঘুমের অভ্যাসে লুকিয়ে...
بواسطة Phoenix (Striker) 2025-07-13 17:16:45 0 576
Tech
🌍 The Story of Google's Beginning: From Garage Startup to Global Giant
🧠 The Idea: Back in Stanford (1995–1996) In 1995, Larry Page, a 22-year-old computer...
بواسطة Phoenix (Striker) 2025-07-07 06:08:03 3 721
BlackBird Ai
https://bbai.shop