-
-
Explore Our Features
-
-
-
-
-
-
-
-
-
Ai and Tools
-
-
-
-
-
মাথায় গুলির আঘাতে দুর্ঘটনাবশত একজনের মানসিক রোগ সেরে যায়

“জর্জ” নামে পরিচিত ১৯ বছর বয়সী এক যুবক ভয়ানক ওসিডিতে (OCD) ভুগছিলেন। তিনি দিনে শত শতবার হাত ধুতেন, ঘন ঘন গোসল করতেন—যা তাঁর জীবনকে অচল করে দিয়েছিল। অবশেষে হতাশ হয়ে, তিনি .২২ ক্যালিবার রাইফেল দিয়ে নিজের মাথায় গুলি করেন আত্মহত্যার উদ্দেশ্যে।
অবিশ্বাস্যভাবে, গুলিটি তার মস্তিষ্কের বাম ফ্রন্টাল লোব বা কপালের অংশে আটকে গেলেও, অস্ত্রোপচারে সব গুলি ফ্র্যাগমেন্ট অপসারণ করা সম্ভব হয়নি। কিন্তু এরপরই ঘটলো বিস্ময়কর এক পরিবর্তন।
মাত্র তিন সপ্তাহের মধ্যেই জর্জের বাধ্যতামূলক আচরণ (compulsions) প্রায় সম্পূর্ণরূপে হ্রাস পায়। পরবর্তী পাঁচ বছরে তিনি অসাধারণভাবে সামাজিক জীবনে ফিরে আসেন—একটি চাকরি নেন এবং কলেজে একেবারে ‘স্ট্রেট-এ’ ফলাফল করতে থাকেন।
তাঁকে চিকিৎসা দেওয়া নিউরোলজিস্ট ড. লাজলো সোইলোম বলেন, “গুলিটি তার মস্তিষ্কের সেই অংশটি অকেজো করে দেয় যা OCD-র সঙ্গে যুক্ত, অথচ অন্য কোনো বড় ধরনের কগনিটিভ (জ্ঞানগত) ক্ষতি হয়নি।”
যদিও এটি একটি চরম ও দুর্ঘটনাবশত ঘটেছে, তবুও এই ঘটনা দেখায়—মস্তিষ্কের আঘাত ও মানসিক রোগের মধ্যে কতটা শক্তিশালী এবং আজও রহস্যময় সম্পর্ক রয়েছে। এই ঘটনা নিউরোসাইকিয়াট্রির ক্ষেত্রে আমাদের জ্ঞানের সীমাবদ্ধতাকেও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়।