নব দিগন্তের সূচনা!!
Posted 2025-07-10 11:29:34
0
733
🇧🇩 অভিনব উদ্ভাবন! প্রথম বাংলা ক্যালকুলেটর 'ধারাপাত' 🇧🇩
সব ক্যালকুলেটরের সংখ্যা ইংরেজিতে? এবার নয়!
ড. মাহমুদ হাসান তৈরি করেছেন বাংলাদেশের জাতীয় পতাকার রঙে সাজানো প্রথম বাংলা ক্যালকুলেটর ‘ধারাপাত’। সবুজ বডিতে লাল বোতাম, আর সেই লাল বোতামে বাংলায় লেখা — ১, ২, ৩, ৪, জমা, সাফ, থোক।
শুধু ক্যালকুলেটর নয়, এরকম ডিজিটাল ঘড়ি ‘ধারাক্রম’-ও বানিয়েছেন তিনি।
📖 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক, রোবোটিক্স বিশেষজ্ঞ ড. মাহমুদের দীর্ঘ ৩৬ বছরের পরিশ্রমের ফসল এই ‘ধারাপাত’। ১৯৮৮ সালে সরকার থেকে ফিরিয়ে দেওয়া অনুদানের পর হতাশ হননি তিনি। অবশেষে ২০২৫ সালে নিজ উদ্যোগেই বাংলা ক্যালকুলেটর বাজারে আনলেন।
👉 বইমেলায় তার স্টল ছিল সবার আগ্রহের কেন্দ্রবিন্দু।
এটাই তো আমাদের বাংলা, আমাদের গর্ব!
#বাংলাক্যালকুলেটর #বাংলারউদ্ভাবন
Search
Categories
Read More
Wanderlust Unleashed: Why Traveling Is the Best Gift You Can Give Yourself
🌍 Wanderlust Unleashed: Why Traveling Is the Best Gift You Can Give Yourself
Tourism isn’t...
"আপনার সন্তান কি গোপনে মোবাইলে নিষিদ্ধ ভিডিও দেখছে?ভাবছেন যে, এতটুকু বয়সে সে তো এসব জানেই না?একটু শোনেন —"
"আমরা সন্তানকে মোবাইল দেই, চুপচাপ থাকার জন্য। খাওয়া খাওয়াতে, না ঘ্যানঘ্যান করতে – একটা ফোন...
Drone to plant trees but super fast!!
When it comes to reversing deforestation, the answer might not be on the ground, it might be in...
উত্তরাঞ্চলে ভারী বৃষ্টির চেয়ে ও বেশি আতঙ্ক কাজ করে উজানে ভারী বৃষ্টি হলে।
কারন দেশের ভিতরে বৃষ্টি কম হলেও প্রায়ই দেখা যায় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বাংলাদেশে বন্যার...
We become old but not brain⚠️
In a landmark discovery, a recent study from Sweden's Karolinska Institutet has overturned the...