পড়ালেখায় দ্রুত উন্নতি করার ১০টি কার্যকরী টিপস!

1
671

১। প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠুন। ফলে আপনি অন্যদের থেকে বেশি সময় পাবেন পড়াশোনার জন্য।

২। প্রতিদিন নতুন নতুন কিছু না কিছু শিখুন। এটি আপনাকে অন্যদের চেয়ে দিন দিন এগিয়ে নিয়ে যাবে।

৩। আগামীকাল কী পড়বেন তা আগের দিন প্ল্যান করে আলাদা খাতায় লিখে রাখুন এবং পরের দিন সেই প্ল্যান অনুযায়ী পড়ুন। ভাগ ভাগ করে পড়লে পড়তে ভালো লাগবে।

(খাতার নাম দিতে পারেন "স্টাডি প্ল্যান খাতা")

৪। প্রতি সপ্তাহ ও মাসে কোন কোন সাবজেক্ট বা বই শেষ করবেন তা প্ল্যান করে খাতায় লিখে রাখুন। এতে করে দ্রুত কোনো বই বা সাবজেক্ট শেষ করতে পারবেন।

৫। কঠিন বিষয়গুলো প্রতিদিন অল্প অল্প করে পড়ুন এবং লিখে লিখে হালকা শব্দ করে পড়ার চেষ্টা করুন। এতে করে কঠিন বিষয়গুলো খুব ভালো করে শেখা হবে এবং বেশি দিন মনে থাকবে।

৬। যে কোনো বিষয়ে কন্সেপ্ট ক্লিয়ার করে পড়ুন। নিজে নিজে না বুঝলে অন্যের সাহায্য নিন। না বুঝে কোনো কিছু মুখস্থ করবেন না এবং পড়ার সময় পূর্ণ মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করুন।

৭। মোবাইল, ইন্টারনেট, ফেইসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, ইউটিউব, ইমোতে কম সময় ব্যয় করুন। এতে করে আপনার পড়ায় বেশি সময় দিতে পারবেন।

৮। অযথা আড্ডা বা ঘুরাফেরা করে সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। এতে করে আপনার মাথায় খারাপ ও অনর্থক চিন্তা কম আসবে এবং বেশি করে পড়ার সুযোগ পাবেন।

৯। প্রতিদিন আপনার স্বপ্নটাকে অন্তত সকাল, বিকাল, রাতে ঘুমানোর আগে একবার করে স্মরণ করুন। প্রয়োজনে আপনার স্বপ্নটিকে পড়ার টেবিলে উপর লিখে রাখতে পারেন। যেমন- " আমি বিসিএস ক্যাডার হবো", "আমি ব্যাংকার হবো"। এটি আপনাকে বেশি বেশি পড়তে উৎসাহ জোগাবে।

১০। নেতিবাচক চিন্তাশীল মানুষদের পরিহার করে চলুন এবং যতটুকু সম্ভব ইতিবাচক চিন্তাশীল মানুষদের সংস্পর্শে থাকার চেষ্টা করুন। এর ফলে করে আপনার ভিতরে ভালো কিছু করার অনুপ্রেরণা জাগবে।

কখনো হতাশ হবেন না। খারাপ সময়ে ধৈর্য ধারণ করে লক্ষ্য ঠিক রেখে পরিশ্রম করে যান। ইনশাআল্লাহ, ভালো ফল পাবেন।

Love
2
Buscar
Categorías
Read More
Health
Maybe not 5×, but new brain scans suggest it’s not harmless.
𝐈𝐬 𝐛𝐢𝐧𝐠𝐞-𝐰𝐚𝐭𝐜𝐡𝐢𝐧𝐠 𝐓𝐢𝐤𝐓𝐨𝐤𝐬 𝐰𝐨𝐫𝐬𝐞 𝐟𝐨𝐫 𝐲𝐨𝐮𝐫 𝐛𝐫𝐚𝐢𝐧 𝐭𝐡𝐚𝐧 𝐚𝐥𝐜𝐨𝐡𝐨𝐥?  𝐑𝐞𝐜𝐞𝐧𝐭 𝐬𝐭𝐮𝐝𝐢𝐞𝐬 show that...
By Mirshad Sharif 2025-08-04 04:27:51 0 237
Tech
ঠিক এমনই আশ্চর্যজনক আবিষ্কার করেছেন University of Toronto-র গবেষকরা, ড্যানিয়েলা অ্যাঙ্গুলো (Daniela Angulo)-এর নেতৃত্বে।নেগেটিভ টাইম" বা ঋণাত্মক সময়ের অস্তিত্বের প্রমাণ করে।
মনে করেন, আপনি একটি রুমের দরজা দিয়ে ঢোকার আগেই আপনি ঐ রুম থেকে বেরিয়ে যাচ্ছেন! বিষয়টি শুনতে...
By Yeara Meherish 2025-07-31 19:53:27 0 172
Tech
How a gps tag work?
🔑 How It Works: The tag has a built-in GPS chip to find its own real-time location. It uses...
By Steve Harrington 2025-07-06 16:08:48 0 808
Other
স্টকহোমের কেটিএইচ রয়্যাল ইনস্টিটিউট অফ টেকনোলজির গবেষকরা, অধ্যাপক লার্স বার্গলান্ডের নেতৃত্বে, সম্পূর্ণরূপে জৈব-ভিত্তিক স্বচ্ছ কাঠ তৈরি করেছেন। 
তারা বালসা কাঠ থেকে লিগনিন অপসারণ করে এবং তাতে লাইমোনিন অ্যাক্রিলেট নামক একটি বায়োডিগ্রেডেবল...
By Yeara Meherish 2025-07-31 19:47:50 0 171
Health
7 habits of highly productive people
1. Start the Day with a Purpose Highly productive people don’t just wake up — they...
By Steve Harrington 2025-07-17 20:48:56 0 432
BlackBird Ai
https://bbai.shop