গঙ্গা, পুরাতন ব্রহ্মপুত্র, গড়াই আর হালদার মতো বাংলাদেশের প্রধান নদীগুলো এখন তাদের পরিবেশগত ভারসাম্য হারাতে বসেছে।এভাবে চলতে থাকলে আগামী ২০–২৫ বছরের মধ্যে এই অঞ্চলের খাদ্য নিরাপত্তা, পানীয় জল ও বাসযোগ্য পরিবেশ—সবকিছু হুমকির মুখে পড়বে।

0
460

বাংলাদেশ মানেই নদীঘেরা জীবন। কিন্তু আজ সেই নদীগুলোই নীরবে সংকটে পড়েছে। সাম্প্রতিক এক আন্তর্জাতিক গবেষণায় দেখা গেছে—গঙ্গা, পুরাতন ব্রহ্মপুত্র, গড়াই আর হালদার মতো বাংলাদেশের প্রধান নদীগুলো এখন তাদের পরিবেশগত ভারসাম্য হারাতে বসেছে। গবেষকরা বলছেন, এ নদীগুলোর প্রবাহ এতটাই কমে গেছে যে, সেগুলো নিজস্ব ইকোসিস্টেম, কৃষি, মৎস্য ও মানুষের জীবনধারার ভার আর বহন করতে পারছে না।

এই সংকট শুধু তত্ত্ব বা গ্রাফে আটকে নেই। কোনো নদীপাড়ের গ্রামে গেলে দেখা যায় কৃষকের জমিতে লবণ ঢুকে গেছে, হিলসা মাছের সংখ্যা ভয়ানকভাবে কমে গেছে, আর মিঠা পানির অভাবে মানুষ বাধ্য হচ্ছে দূর থেকে পানি সংগ্রহ করতে। সুন্দরবনের গাছগুলোর চেহারাও বদলে যাচ্ছে—নীরবে শুকিয়ে যাচ্ছে হাজার বছরের সবুজ। গবেষণায় উঠে এসেছে, মূল সমস্যা হলো উজানে পানির অনিয়মিত প্রবাহ, অতিরিক্ত বাঁধ, জলবায়ু পরিবর্তন এবং অপরিকল্পিত পানি ব্যবস্থাপনা।

 

এই নদীগুলোর পানিপ্রবাহ এখন "safe operating space"-এর নিচে, অর্থাৎ তারা টিকে থাকার জন্য পর্যাপ্ত শক্তি পাচ্ছে না। গবেষকরা এমনকি সতর্ক করেছেন—এভাবে চলতে থাকলে আগামী ২০–২৫ বছরের মধ্যে এই অঞ্চলের খাদ্য নিরাপত্তা, পানীয় জল ও বাসযোগ্য পরিবেশ—সবকিছু হুমকির মুখে পড়বে। আন্তঃদেশীয় সমন্বিত পানি ব্যবস্থাপনা, পরিবেশবান্ধব চাষাবাদ, নদী ও জলাভূমি সংরক্ষণ—এই পদক্ষেপগুলো যদি এখনই নেওয়া হয়, তাহলে আমরা এখনও নদীর সঙ্গে বাঁচতে পারি।

Search
Categories
Read More
Other
স্টকহোমের কেটিএইচ রয়্যাল ইনস্টিটিউট অফ টেকনোলজির গবেষকরা, অধ্যাপক লার্স বার্গলান্ডের নেতৃত্বে, সম্পূর্ণরূপে জৈব-ভিত্তিক স্বচ্ছ কাঠ তৈরি করেছেন। 
তারা বালসা কাঠ থেকে লিগনিন অপসারণ করে এবং তাতে লাইমোনিন অ্যাক্রিলেট নামক একটি বায়োডিগ্রেডেবল...
By Yeara Meherish 2025-07-31 19:47:50 0 270
Other
উজ্জ্বল লাল দাগগুলো ফুটে উঠেছে, যেন গ্যালাকটিক জ্বলন্ত অঙ্গার
পৃথিবী থেকে প্রায় ৬,৫০০ আলোকবর্ষ দূরে ঈগল নীহারিকার গভীরে অবস্থিত একটি মহাজাগতিক বিস্ময় যা...
By Yeara Meherish 2025-07-30 06:10:43 0 247
Other
চীনের বিশাল বাঁধ আর রাজনীতি ⚠️
চীন তিব্বতে মূলত জলবিদ্যুৎ উৎপাদনের জন্য কয়েকটি বিশাল বাঁধ নির্মাণ করছে। এই প্রকল্পগুলো বিশেষ...
By Zihadur Rahman 2025-07-22 05:33:19 0 390
Tech
আমরা যতটা না সাহিত্যের হুমায়ূনকে চিনি রসায়নের হুমায়ূনকে কজনই বা চিনি?
রসায়ন-পড়ুয়া মানুষের রসবোধ নেই এমন সর্বজনবিদীত অপবাদকে ম্লান করে কৃষ্ণপক্ষের চাঁদের মতো এক...
By Sharif Uddin 2025-07-30 10:12:47 0 276
Tech
Children are faster than Ai🔥
Even though AI can process huge amounts of data quickly, it still can’t match how fast...
By tarin taru 2025-07-18 18:22:45 0 564
BlackBird Ai
https://bbai.shop