ইউরোপ ও উত্তর আমেরিকায় বাঁধ নির্মাণের ফলে উত্তর মেরু পূর্ব দিকে, ১০৩তম দ্রাঘিমাংশে প্রায় ২০ সেন্টিমিটার সরে যায়।

0
157

১৮৩৫ সাল থেকে ২০১১ সালের মধ্যে পৃথিবীতে ৬৮৬২টি বড় বাঁধ নির্মিত হয়েছে। নতুন গবেষণা বলছে, এর ফলে পৃথিবীর উত্তর মেরুর ভূখণ্ড মোট ১.১ মিটার স্থানান্তরিত হয়েছে। এই বাঁধগুলো এত বেশি পানি ধারণ করে যে তা পৃথিবীর ভরের বণ্টনে পরিবর্তন এনে মেরু অঞ্চলের ভূমির অবস্থানে পরিবর্তন ঘটিয়েছে। গবেষণায় বলা হয়েছে, বাঁধে পানি জমা হলে পৃথিবীর ভূত্বক ও ম্যান্টলের মধ্যে ভারসাম্য নষ্ট হয়, কারণ ভূত্বক একটি শক্ত স্তর হলেও তার ঠিক নিচে অবস্থিত ম্যান্টল তুলনামূলকভাবে তরল এবং স্লাইড করতে পারে। এই ভরের স্থানান্তর ও তার ফলে ম্যান্টলের অবস্থান বদলে যাওয়ার ঘটনাকে বিজ্ঞানীরা নাম দিয়েছেন True Polar Wander, অর্থাৎ মেরুর প্রকৃত স্থানান্তর।

 

গবেষকরা দেখেছেন, ১৮৩৫ থেকে ১৯৫৪ সাল পর্যন্ত ইউরোপ ও উত্তর আমেরিকায় বাঁধ নির্মাণের ফলে উত্তর মেরু পূর্ব দিকে, ১০৩তম দ্রাঘিমাংশে প্রায় ২০ সেন্টিমিটার সরে যায়। আর ১৯৫৪ থেকে ২০১১ সাল পর্যন্ত পূর্ব আফ্রিকা ও এশিয়ায় ব্যাপক বাঁধ নির্মাণের কারণে মেরু আবার পশ্চিম দিকে, ১১৭তম দ্রাঘিমাংশে প্রায় ৫৭ সেন্টিমিটার স্থানান্তরিত হয়। এই বাঁধগুলো এত পানি ধরে রাখে যে তা দিয়ে গ্র্যান্ড ক্যানিয়নকে দুইবার পূর্ণ করা সম্ভব। ফলে এত পানি সরাসরি সমুদ্রে না গিয়ে আটকে থাকায় সমুদ্রপৃষ্ঠের উচ্চতা গড়ে ২৩ মিলিমিটার (০.৯ ইঞ্চি) পর্যন্ত কমে গেছে। গবেষকদের মতে, বাঁধে আটকানো পানি বিংশ শতাব্দীতে সমুদ্রপৃষ্ঠে পানি বৃদ্ধির হার প্রায় ২৫% হ্রাস করেছে।

যদিও মেরুর স্থানান্তর খুব বেশি ভৌগোলিক পরিবর্তন আনে না, তবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতার ওপর এর গুরুত্বপূর্ণ প্রভাব পড়ে। গবেষক নাতাশা ভ্যালেনসিকের মতে, বাঁধের কারণে সমুদ্রপৃষ্ঠ কমে যাওয়ার বিষয়টিকে আমাদের জলবায়ু মডেল ও পূর্বাভাসের মডেলে অন্তর্ভুক্ত করা উচিত।

Md Mahdin Al Abrar

Team Science Bee

Rechercher
Catégories
Lire la suite
Tech
MIT এর গবেষকরা এমন এক এআইভিত্তিক প্রযুক্তি উদ্ভাবন করেছেন, যা মাত্র একটি ক্যামেরার সাহায্যে রোবটকে শেখা, বোঝা এবং সিদ্ধান্ত নিতে সক্ষম করে তুলবে।
  এতে কোনো জটিল সেন্সর বা অতিরিক্ত হার্ডওয়্যারের প্রয়োজন হয় না। নতুন কিছু শেখানোর জন্যও...
Par Yeara Meherish 2025-07-28 04:28:53 0 172
Tech
পৃথিবীতে এমন এক ধাতু আছে, যা হাতে নিলেই গলে যায়!
ভাবতে পারো? একটা ধাতু, দেখতে একেবারে সিলভার বা পারার মতো চকচকে। তবে যদি তুমি সেটা হাতে নাও......
Par Yeara Meherish 2025-08-02 20:11:17 0 159
Health
ডিপ্রেশনের জন্য সবচেয়ে ভালো চিকিৎসা কী?
কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে যে ডিপ্রেশনের জন্য সবচেয়ে ভালো চিকিৎসা কী? আপনার মনে হয়তো প্রথমেই আসবে...
Par Sharif Uddin 2025-07-27 06:51:29 0 212
Tech
ব্যাকটেরিয়া দিয়ে ২৪ ক্যারেট খাঁটি সোনা তৈরির যুগান্তকারী আবিষ্কার
বিজ্ঞান কোথায় এসে দাঁড়িয়েছে? সাম্প্রতিক এক গবেষণায় বিজ্ঞানীরা এমন এক আশ্চর্যজনক ব্যাকটেরিয়ার...
Par Yeara Meherish 2025-08-09 05:41:29 0 232
Health
We become old but not brain⚠️
In a landmark discovery, a recent study from Sweden's Karolinska Institutet has overturned the...
Par Phoenix (Striker) 2025-07-15 07:02:18 0 459
BlackBird Ai
https://bbai.shop