পৃথিবীতে এমন এক ধাতু আছে, যা হাতে নিলেই গলে যায়!
نشر بتاريخ 2025-08-02 20:11:17
0
159

ভাবতে পারো? একটা ধাতু, দেখতে একেবারে সিলভার বা পারার মতো চকচকে।
তবে যদি তুমি সেটা হাতে নাও... কিছুক্ষণের মধ্যেই সেটার আকৃতি বদলে গিয়ে জলরঙের মতো গলে যেতে থাকে!
এই অদ্ভুত ধাতুটির নাম Gallium (গ্যালিয়াম)
বৈজ্ঞানিক তথ্য:
গ্যালিয়ামের গলনাংক মাত্র 29.76°C, যা শরীরের তাপমাত্রার চেয়েও কম!
ফলে তুমি হাতে নিলেই এটা গলে তরলে পরিণত হয়
তবে ভয় নেই! এটা বিষাক্ত না — শুধু পোশাকে বা স্কিনে লেগে থাকলে দাগ ফেলতে পারে।
Gallium ব্যবহার হয়:
ইলেকট্রনিক্স চিপ
থার্মোমিটার
কিছু আধুনিক চিকিৎসা যন্ত্রে
এটা কোনো যাদু না — একদম বৈজ্ঞানিক সত্য!
তুমি কি এর আগে এমন গলনশীল ধাতুর নাম শুনেছিলে?
البحث
الأقسام
إقرأ المزيد
অমূল্য সম্পদ⚠️
তিমির বমি দিয়ে পারফিউম!
২০১২ সালের এক বিকেলে ইংল্যান্ডের বোর্নমাউথের হেনজিস্টবারি হেড সৈকতে...
অ্যান্ড্রোমিডার পাশে নীল চক্র
অ্যান্ড্রোমিডা গ্যালাক্সির কাছাকাছি দেখতে পাওয়া এই নীল চক্রগুলো আসলে কি? ২০২২ সালে কিছু শৌখিন...
Why chat gpt is trending worldwide
ChatGPT is trending due to its ability to simplify everyday tasks, offer accessibility and...
Aging, How??
Our bodies are made up of trillions of cells that renew regularly to keep us healthy. Red blood...
🌊🌀রাশিয়ায় সুনামি আতঙ্ক
🌊🌀 রাশিয়ায় ৮.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর প্রশান্ত মহাসাগরীয় এলাকায় সুনামি আতঙ্ক ছড়িয়ে পড়েছে।...