ধেঁয়ে আসছে দেশের দিকে শক্তিশালী মৌসুমি বৃষ্টি বলয় " ঈশান।

0
137

 নোট : বলে রাখা ভালো, এই বৃষ্টি বলয়টি দেশের উত্তর অঞ্চলের জেলা গুলোতে বেশি প্রভাব ফেলবে ও দেশের উজানে প্রচুর বৃষ্টির ফলে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অতি বন্যা প্রবণ নিচু এলাকা প্লাবিত হতে পারে। 

 

এটি একটি প্রায় পূর্ণাঙ্গ বৃষ্টি বলয়, মানে এই বৃষ্টি বলয়ে দেশের প্রায় সকল এলাকায় যথেষ্ট বৃষ্টির সম্ভাবনা আছে। এবং এই বৃষ্টি বলয় টি দেশের প্রায় ৯০ শতাংশ এলাকায় কমবেশি বৃষ্টি হতে পারে। 

 

এটি চলতি বছরের ১০ তম বৃষ্টি বলয় ও ৬ তম মৌসূমী বৃষ্টি বলয়, যা আজ রাতে রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ হয়ে দেশে প্রবেশ করবে ও ৯ ই অগাস্ট রংপুর হয়ে দেশ ত্যাগ করতে পারে। 

 

সর্বাধিক সক্রিয়ঃ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগ 

বেশ সক্রিয় : রাজশাহী, চট্টগ্রাম ও ঢাকা বিভাগ।

মাঝারি সক্রিয় : বরিশাল ও খুলনা বিভাগ। 

 

নাম : শক্তিশালী প্রবল বৃষ্টি বলয় ঈশান

টাইপ : প্রায় পূর্ণাঙ্গ বৃষ্টি বলয়। 

 

কাভারেজ : দেশের প্রায় ৯০ শতাংশ এলাকা। 

ধরন : মৌসূমী বৃষ্টি বলয়

সময়কাল : ৩ রা অগাস্ট হতে ৯ ই অগাস্ট পর্যন্ত। 

সর্বাধিক সক্রিয়: ৪ টু ৮ ই অগাস্ট দেশের ৪০-৬০% এলাকায় ভিন্ন ভিন্ন সময়ে। [উত্তরাঞ্চলে বেশি] 

 

কালবৈশাখী : নেই

বজ্রপাত : অপেক্ষাকৃত বেশি 

বন্যা : আছে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অতি বন্যা প্রবণ নিচু এলাকায়। 

 

একটানা বর্ষন : আছে

সিস্টেম : সম্ভাবনা কম। 

ঝড় : এই বৃষ্টি বলয়ে দেশের উপর বড় কোন ঝড়ের সম্ভাবনা নেই তবে দমকা হাওয়া থাকতে পারে বৃষ্টিবাহী এলাকায়। 

 

সাগর : বেশিরভাগ সময়েই সাগর নিরাপদ থাকতে পারে। 

 

পাহাড় ধসঃ এসময় চট্টগ্রাম এবং সিলেট বিভাগের পাহাড়ি এলাকাতে পাহাড় ধ্বসের বেশ আশঙ্কা রয়েছে।

 

নোট : বৃষ্টিবলয় "ঈশান " চলাকালীন সময়ে দেশের আকাশ অধিকাংশ এলাকায় আংশিক থেকে মূলত মেঘলা থাকতে পারে। ও অধিক সক্রিয় এলাকায় মেঘাচ্ছন্ন থাকতে পারে।

বৃষ্টি বলয় "ঈশানে" অধিকাংশ বৃষ্টিপাত হতেপারে একটানা ও দীর্ঘস্থায়ী।

 

*এই বৃষ্টি বলয় চলাকালীন সময়ে দেশের প্রায় ৬০-৮০% এলাকায় পানি সেচের চাহিদা পুরন হতে পারে। 

 

বৃষ্টিবলয় ঈশান চলাকালীন সময়ে দেশের আবহাওয়া উত্তর ও মধ্যাঞ্চলের অধিকাংশ এলাকায় আরামদায়ক থাকতে পারে, তবে বৃষ্টি বিরতির সময় অল্প কিছুটা ভ্যপসা গরম পড়তে পারে কিছু কিছু এলাকায়। এবং দক্ষিণাঞ্চলে ভ্যাপসা গরম অনুভূতি থাকতে পারে। 

 

"ঈশান" চলাকালীন সময়ে বেশি সক্রিয় স্থানে রোদের উপস্থিতি তেমন পাওয়া যাবেনা ইনশাআল্লাহ।

 

মেঘের অভিমুখ: শুরুতে দক্ষিন পশ্চিম থেকে উত্তর-পুর্ব দিকে। তারপর এরপর অধিকাংশ এলাকায় পশ্চিম হতে পুর্ব দিকে। তবে মাঝে মাঝে বিভিন্ন এলাকায় গতিপথ ভিন্ন ভিন্ন হতে পারে। 

 

আসুন একনজরে দেখেনেই বৃষ্টি বলয় ঈশান চলাকালীন সময়ে দেশের কোন বিভাগে গড়ে কত মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা আছে। ও বৃষ্টি বলয়ের ৭ দিনে কোন বিভাগে গড়ে কত দিন বৃষ্টির সম্ভাবনা আছে। 

 

ঢাকা ২০০-২৯০ মিলিমিটার, গড়ে ৫দিন

খুলনা ১০০-১৮০ মিলিমিটার গড়ে ৪ দিন

বরিশাল ১০০-১৮০ মিলিমিটার গড়ে ৪ দিন

সিলেট ২৭৫-৪০০ মিলিমিটার গড়ে ৬ দিন

ময়মনসিংহ ২৮০-৪০০ মিলিমিটার গড়ে ৬ দিন

রাজশাহী ১৮০-২৫০ মিলিমিটার গড়ে ৫ দিন

রংপুর ২৫০-৩৭০ মিলিমিটার গড়ে ৭ দিন

চট্টগ্রাম ১৫০-২৫০ মিলিমিটার গড়ে ৫ দিন।

 

আসুন একনজরে দেখে নেই, বৃষ্টি বলয় ঈশান চলাকালীন সময়ে আপনার জেলায় গড়ে কত মিলিমিটার বৃষ্টি হতেপারে।

জেলার নাম। বৃষ্টির পরিমান (মিমি)

 

বরিশাল বিভাগ

==========

বরিশাল ১৮০

ভোলা উত্তর ১৬০

ভোলা দক্ষিণ ১৩০

বরগুনা ১১০

ঝালকাঠি ১২০

পটুয়াখালী উত্তর ১৬০

পটুয়াখালী দক্ষিণ ১১০

পিরোজপুর ১৪০

---------------------------

চট্টগ্রাম বিভাগ

==========

বান্দরবান উত্তর ২০০

বান্দরবান দক্ষিণ ২১০

ব্রাহ্মণবাড়িয়া ১৫০

চাঁদপুর ১৮০

চট্টগ্রাম উত্তর ১৮০

চট্টগ্রাম দক্ষিণ ২০০

কুমিল্লা উত্তর ১৫০

কুমিল্লা দক্ষিণ ১৪০

কক্সবাজার উত্তর ২৫০

কক্সবাজার দক্ষিণ ২০০

ফেনী ১৮০

খাগড়াছড়ি উত্তর ২০০

খাগড়াছড়ি দক্ষিণ ১৮০

লক্ষ্মীপুর ১৮০

নোয়াখালী উত্তর ১৬০

নোয়াখালী দক্ষিণ ১৮০

রাঙামাটি উত্তর ২৫০

রাঙামাটি দক্ষিণ ২৫০

---------------------------

ঢাকা বিভাগ

===========

ঢাকা ২০০

ফরিদপুর ১৮০

গাজীপুর ২৫০

গোপালগঞ্জ ১৮০

মাদারীপুর ১৮৫

মানিকগঞ্জ ২০০

মুন্সীগঞ্জ ২০৫

নারায়ণগঞ্জ ২০০

নরসিংদী ২১০

রাজবাড়ী ১৭০

শরীয়তপুর ১৮০

টাঙ্গাইল ২৫০

কিশোরগঞ্জ ২৭৫

--------------------

ময়মনসিংহ বিভাগ

=============

জামালপুর ২৯৫

ময়মনসিংহ উত্তর ৩৫০

ময়মনসিংহ দক্ষিণ ২৭৫

নেত্রকোনা ৩৭৫

শেরপুর ৩০০

---------------------------

খুলনা বিভাগ

============

বাগেরহাট উত্তর ১৬০

বাগেরহাট দক্ষিণ ১০০

চুয়াডাঙ্গা ১৬০

যশোর ১৬৫

ঝিনাইদহ ১৮০

খুলনা উত্তর ১৬০

খুলনা দক্ষিণ ১০০

কুষ্টিয়া ২১০

মাগুরা ১৮০

মেহেরপুর ১৬০

নড়াইল ১৬০

সাতক্ষীরা উত্তর ১৬০

সাতক্ষীরা দক্ষিণ ৯৫

---------------------------

রাজশাহী বিভাগ

============

বগুড়া ২৫০

জয়পুরহাট ২২০

নওগাঁ ২১০

নাটোর ২০০

চাঁপাইনবাবগঞ্জ ১৮৫

পাবনা ২১০

রাজশাহী ২০০

সিরাজগঞ্জ ২৪০

---------------------------

রংপুর বিভাগ

=============

দিনাজপুর ২৮৫

গাইবান্ধা ৩০০

কুড়িগ্রাম ৩০০

লালমনিরহাট ৩১০

নীলফামারী ৩৪০

পঞ্চগড় ৩৮৫

রংপুর ২৭০

ঠাকুরগাঁও ২৮৫

---------------------------

সিলেট বিভাগ

============

হবিগঞ্জ ২৭০

মৌলভীবাজার ২৭৫

সুনামগঞ্জ ৪০০

সিলেট ৩৩০

---------------------------

পশ্চিমবঙ্গ

==========

উত্তর ২৪ পরগনা ১৪০

দক্ষিণ ২৪ পরগনা ১০০

দক্ষিণ মধ্য বাংলা ১০০

কলকাতা ১১০

দীঘা ৬০

পশ্চিম মেদিনীপুর ১০৫

বাঁকুড়া ১১০

পুরুলিয়া ১১০

বর্ধমান ১৪০

আসানসোল ১৫০

বহরমপুর ১৮৫

মালদা ২৩০

রায়গঞ্জ ২৬০

ইসলামপুর ৩৫০

শিলিগুড়ি ৩৭০

দার্জিলিং ৪৫০

জলপাইগুড়ি ৩৮০

কোচবিহার ৩৬০

---------------------------

ওড়িশা

==========

উত্তর ওড়িশা ৬০

পূর্ব-মধ্য ওড়িশা ৮০

---------------------------

ঝাড়খণ্ড

==========

উত্তর ঝাড়খণ্ড ১৩০

দক্ষিণ ঝাড়খণ্ড ১২০

জামশেদপুর ১৩০

রাঁচি ১০০

দুমকা ১৮০

---------------------------

বিহার

========

দক্ষিণ বিহার ১৭০

পূর্ব বিহার ২৮৫

উত্তর বিহার ৩৫০

---------------------------

নেপাল

উচ্চ নেপাল ৩০০

পূর্ব নেপাল ৪০০

---------------------------

ভুটান

পশ্চিম ভুটান ২৩০

মধ্য ভুটান ২২০

পূর্ব ভুটান ২০০

---------------------------

আসাম

পশ্চিম আসাম ৩৫০

মধ্য আসাম ১০০

পূর্ব আসাম ৩০০

দক্ষিণ আসাম ২২০

---------------------------

অন্যান্য

===========

চেরাপুঞ্জি ৫০০

মধ্য মেঘালয় ২৫০

দক্ষিণ পশ্চিম অরুণাচল ৩৫০

মধ্য ত্রিপুরা ১৬০

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত ১৮০

মণিপুর ১০০

নাগাল্যান্ড ১২০

উত্তর মিজোরাম ১৮০

দক্ষিণ মিজোরাম ২৫০

-----------------------

মিয়ানমার

===========

উত্তর চীন ১৫০

দক্ষিণ চীন ১৩০

সাগাইং ১২০

উত্তর রাখাইন ২২০

মধ্য মাগোয়ে ৪০

---------------------------

*এখানে দেওয়া বৃষ্টির পরিমান একটা গড় ধারনা মাত্র, স্থানভেদে এর পরিমান কিছুটা হেরফের হতেপারে। ও দেশের কোন কোন ক্ষুদ্র এলাকায় কিছুটা বেশি বৃষ্টি হতে পারে ও কোন ক্ষুদ্র স্থানে বৃষ্টি অনেক কম হতে পারে।

নোট : প্রাকৃতিক কারনে বৃষ্টি বলয় ঈশান এর সময়সূচি কিছুটা পরিবর্তন ও এর শক্তি কিছুটা হ্রাস, বৃদ্ধি বা বিলুপ্ত হতেপারে। 

 

পূর্বাভাস তৈরি : Bangladesh Weather Observation Team Ltd. (BWOT)

 

[Copyright : বাংলাদেশে BWOT একমাত্র আবহাওয়া সংস্থা যারা বৃষ্টি বলয় নামকরন করে বৃষ্টিবলয়ের পূর্বাভাস করার প্রচলন করে। তাই BWOT ব্যাতিত আর কেউ বৃষ্টি বলয় নামকরণ করে পূর্বাভাস করে বিভ্রান্তি তৈরি করা থেকে বিরত থাকুন]

 

*DISCLAIMER: এটা শুধুমাত্র আমাদের গবেষণায় পাওয়া তথ্য, কোনো সরকারি পূর্বাভাস বা সতর্কতামূলক বিজ্ঞপ্তি না এবং আবহাওয়া সংক্রান্ত অফিসিয়াল পূর্বাভাসের জন্য সবাই বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুসরণ করুন। 

এবং এই পূর্বাভাসের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অবশ্যই বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সাথে যোগাযোগ করুন, অথবা তাদের পূর্বাভাস অনুসরণ করুন।

ধন্যবাদ : Bangladesh Weather Observation Team- BWOT

আপডেট : ২ রা অগাস্ট ২০২৫, গভীর রাত ১১:৫০

Search
Categories
Read More
Other
প্রথম পরমাণুগুলো কবে তৈরি হয়েছিল? বিজ্ঞানীদের মতে:
পৃথিবীর প্রায় সব কিছুই গঠিত পরমাণু দিয়ে। কিন্তু এই ক্ষুদ্রতম গঠনের এককগুলো কোথা থেকে এসেছে?...
By Sharif Uddin 2025-07-26 18:30:42 0 201
Other
Scientists may have just found a drug-free cure for baldness
A surprising discovery may offer hope to millions struggling with hair loss—and it...
By Sharif Uddin 2025-08-06 06:16:12 0 188
Health
7 habits of highly productive people
1. Start the Day with a Purpose Highly productive people don’t just wake up — they...
By Steve Harrington 2025-07-17 20:48:56 0 432
Other
তাগ-ই বস্তান : পাথরে খোদাই রাজকীয় ইতিহাস
ইরানের কেরমানশাহ প্রদেশে অবস্থিত এক ঐতিহাসিক পাহাড়ের নাম তাগ-ই বস্তান (Tagh-e Bostan)। এই পাহাড়েই...
By Mirshad Sharif 2025-08-05 18:55:58 0 162
Other
আকার অনুযায়ী পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাণী!
Dung Beetle – আকার অনুযায়ী পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাণী! কতটা শক্তিশালী? একটি সাধারণ...
By Nazmun Nahar 2025-07-16 16:43:53 0 401
BlackBird Ai
https://bbai.shop