প্রায় চার দশক (৩৭ বছর) পর এ কীর্তি গড়লেন বাংলাদেশের মাহফিজুর রহমান সাগর ও নাজমুল হক হিমেল।

0
171

বাংলাদেশের কোনো সাঁতারু সবশেষ ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছিলেন ১৯৮৭ সালে, ১৯৮৭ সালে এ মাইলফলক পেরিয়েছিলেন মোশাররফ হোসেন। এর প্রায় চার দশক (৩৭ বছর) পর এ কীর্তি গড়লেন বাংলাদেশের মাহফিজুর রহমান সাগর ও নাজমুল হক হিমেল। মঙ্গলবার ১২ ঘণ্টা সাঁতার কেটে ইংলিশ চ্যানেল পাড়ি দেন তারা। এর আগে যুক্তরাজ্যে পৌঁছে কমপক্ষে দশদিন অনুশীলন করেন এ দুই সাঁতারু। 

নাজমুল হক হিমেল জাতীয় পর্যায়ে একাধিক পদক জিতেছেন। এর মধ্যে আছে জাতীয় বয়সভিত্তিক সাঁতারে ২০টি সোনা, ১৫টি রুপা। ২০১২ সালে চীনে অল বেইজিং ইন্টারন্যাশনাল ফরেন স্টুডেন্টস সাঁতারে চ্যাম্পিয়ন হন তিনি।

সাগর ২০১২ লন্ডন অলিম্পিকে অংশ নিয়েছিলেন, ২০১৬ সালে রিও ডি জেনিরোর পুলে নেমেছেন। জাতীয় চ্যাম্পিয়নশিপে ৫০টির মতো সোনা জিতেছেন তিনি। 

 

মঙ্গলবার (২৯ জুলাই) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টায় (ইংল্যান্ড সময় রাত আড়াইটা) ইংলিশ চ্যানেল পাড়ি দিতে নেমে সফল ভাবে অভিযান শেষ করেন এ দুই তরুণ। বাংলাদেশি সাঁতারুদের মধ্যে সর্বপ্রথম ব্রজেন দাস ইংলিশ চ্যানেল পাড়ি দেন। ১৯৫৮ থেকে ১৯৬১ সালের মধ্যে মোট ছয়বার চ্যানেলটি অতিক্রম করেন তিনি। এরপর ১৯৬৫ সালে আবদুল মালেক ও ১৯৮৭ সালে মোশাররফ হোসেন ইংলিশ চ্যানেল পাড়ি দেন।

প্রসঙ্গত, ইংলিশ চ্যানেল হলো আটলান্টিক মহাসাগরের একটি অংশ। এটি যুক্তরাজ্য এবং ফ্রান্সকে পৃথক করেছে। 

Rechercher
Catégories
Lire la suite
Autre
গঙ্গা, পুরাতন ব্রহ্মপুত্র, গড়াই আর হালদার মতো বাংলাদেশের প্রধান নদীগুলো এখন তাদের পরিবেশগত ভারসাম্য হারাতে বসেছে।এভাবে চলতে থাকলে আগামী ২০–২৫ বছরের মধ্যে এই অঞ্চলের খাদ্য নিরাপত্তা, পানীয় জল ও বাসযোগ্য পরিবেশ—সবকিছু হুমকির মুখে পড়বে।
বাংলাদেশ মানেই নদীঘেরা জীবন। কিন্তু আজ সেই নদীগুলোই নীরবে সংকটে পড়েছে। সাম্প্রতিক এক আন্তর্জাতিক...
Par Mirshad Sharif 2025-08-06 07:15:05 0 289
Autre
বিমান বাহিনীর অভ্যন্তরের ‘র’ নেটওয়ার্ক ফাঁস
ছাত্র-গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ৫ আগস্ট ২০২৪ দুপুরে কুর্মিটোলা বিমানবন্দর দিয়ে ভারতে...
Par Sharif Uddin 2025-08-04 11:31:10 0 196
Autre
চাওয়া পাওয়া 🔥
ছেলের বিয়ে হয়ে গেলে ছেলে আর নিজের থাকেনা, বৌয়ের হয়ে যায়, কিন্তু মেয়ের বিয়ে হয়ে গেলেও মেয়ে কোনোদিন...
Par Zihadur Rahman 2025-07-08 16:06:24 0 656
Tech
🧠 ‘স্যাপিওসেক্সুয়াল’ বলতে কী বোঝায়? কারা হন ‘স্যাপিওসেক্সুয়াল’?
মানুষ সাধারণত কারও প্রেমে পড়ে বাহ্যিক সৌন্দর্য, আকর্ষণীয় চেহারা, সামাজিক অবস্থান বা স্টাইল দেখে।...
Par Mirshad Sharif 2025-07-28 17:52:50 0 183
Health
বন্যার কবলে ফেনী নোয়াখালী!!
ফেনী ও কুমিল্লা জেলার উপরে বন্যার প্রবল আশংকা করা যাচ্ছে।  আজ মঙ্গলবার সারাদিন, রাত এবং...
Par Phoenix (Striker) 2025-07-09 07:35:53 0 631
BlackBird Ai
https://bbai.shop