• বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসা ব্যবস্থা পর্যবেক্ষণের উদ্দেশ্যে বিমান বাহিনী প্রধান এর বার্ন ইনস্টিটিউট ও সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), ঢাকা পরিদর্শন
    ২২ জুলাই ২০২৫, মর্মান্তিক বিমান দূর্ঘটনায় আহতদের চিকিৎসা ব্যবস্থা এবং তাঁদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণের উদ্দেশ্যে সম্মানিত বিমান বাহিনী প্রধান বার্ন ইনস্টিটিউট ও সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), ঢাকা পরিদর্শন করেন। তিনি আহত শিক্ষার্থী ছাড়াও বিমান বিধ্বস্ত ঘটনা পরবর্তী উদ্ধার অভিযানে যেসকল সামরিক, বেসামরিক ও স্বেচ্ছাসেবী সদস্যগণ আহত হয়েছেন, তাদের চিকিৎসা ব্যবস্থাপনাও পর্যবেক্ষণ করেন।পরিদর্শনকালে তিনি উল্লেখ করেন, সরকার আহতদের সুচিকিৎসা নিশ্চিতে সব ধরণের সহায়তা দিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। সরকারের পাশাপাশি বাংলাদেশ বিমান বাহিনীও হতাহত পরিবারের পাশে সর্বাত্মক ভাবে নিয়োজিত থাকবে। তিনি নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।

    উল্লেখ্য যে, সম্মানিত বিমান বাহিনী প্রধানের দিক নির্দেশনায় বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা ২৪ ঘণ্টা নিরলসভাবে উদ্ধার, চিকিৎসা সহায়তা ও পরবর্তী সমন্বয় কার্যক্রমে নিয়োজিত রয়েছেন। এছাড়া আহতদের দ্রুত ও মানসম্পন্ন সুচিকিৎসা নিশ্চিত করতে বিমান বাহিনী একটি জরুরি সমন্বয় সেল চালু করেছে, যা ২৪ ঘন্টা আহতদের রক্তদান করাসহ প্রয়োজনীয় অন্যান্য যেকোন ধরণের সহায়তা প্রদান সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করছে।

    বাংলাদেশ বিমান বাহিনী বিমান বিধ্বস্ত হওয়ার মর্মান্তিক ঘটনায় আহত ও নিহতদের পরিবারের এই শোকাবহ সময়ে সর্বাত্মক সহযোগিতা নিশ্চিত করতে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।
    বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসা ব্যবস্থা পর্যবেক্ষণের উদ্দেশ্যে বিমান বাহিনী প্রধান এর বার্ন ইনস্টিটিউট ও সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), ঢাকা পরিদর্শন ২২ জুলাই ২০২৫, মর্মান্তিক বিমান দূর্ঘটনায় আহতদের চিকিৎসা ব্যবস্থা এবং তাঁদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণের উদ্দেশ্যে সম্মানিত বিমান বাহিনী প্রধান বার্ন ইনস্টিটিউট ও সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), ঢাকা পরিদর্শন করেন। তিনি আহত শিক্ষার্থী ছাড়াও বিমান বিধ্বস্ত ঘটনা পরবর্তী উদ্ধার অভিযানে যেসকল সামরিক, বেসামরিক ও স্বেচ্ছাসেবী সদস্যগণ আহত হয়েছেন, তাদের চিকিৎসা ব্যবস্থাপনাও পর্যবেক্ষণ করেন।পরিদর্শনকালে তিনি উল্লেখ করেন, সরকার আহতদের সুচিকিৎসা নিশ্চিতে সব ধরণের সহায়তা দিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। সরকারের পাশাপাশি বাংলাদেশ বিমান বাহিনীও হতাহত পরিবারের পাশে সর্বাত্মক ভাবে নিয়োজিত থাকবে। তিনি নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন। উল্লেখ্য যে, সম্মানিত বিমান বাহিনী প্রধানের দিক নির্দেশনায় বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা ২৪ ঘণ্টা নিরলসভাবে উদ্ধার, চিকিৎসা সহায়তা ও পরবর্তী সমন্বয় কার্যক্রমে নিয়োজিত রয়েছেন। এছাড়া আহতদের দ্রুত ও মানসম্পন্ন সুচিকিৎসা নিশ্চিত করতে বিমান বাহিনী একটি জরুরি সমন্বয় সেল চালু করেছে, যা ২৪ ঘন্টা আহতদের রক্তদান করাসহ প্রয়োজনীয় অন্যান্য যেকোন ধরণের সহায়তা প্রদান সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করছে। বাংলাদেশ বিমান বাহিনী বিমান বিধ্বস্ত হওয়ার মর্মান্তিক ঘটনায় আহত ও নিহতদের পরিবারের এই শোকাবহ সময়ে সর্বাত্মক সহযোগিতা নিশ্চিত করতে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।
    0 Comments 0 Shares 4 Views
  • গতকালকের বিমান দূর্ঘটনায় পোড়া শরীর নিয়ে দৌড়াতে থাকা বাচ্চাটার নাম আরিয়ান, সে আর বেচে নেই। তার ফ্যামিলি কনফার্ম করছে !
    তার ফুসফুস ৭০% পুড়ে গেছিলো !!
    পোড়া ফুসফুস নিয়েই সে তার মা-বাবারে খুজে বেরিয়েছে
    বাচ্চাটির গ্রামের বাড়ি শরীয়তপুর।

    হে আল্লাহ আপনি বাচ্চাটিকে জান্নাতবাসী করুন
    গতকালকের বিমান দূর্ঘটনায় পোড়া শরীর নিয়ে দৌড়াতে থাকা বাচ্চাটার নাম আরিয়ান, সে আর বেচে নেই। তার ফ্যামিলি কনফার্ম করছে ! তার ফুসফুস ৭০% পুড়ে গেছিলো !! 😥 পোড়া ফুসফুস নিয়েই সে তার মা-বাবারে খুজে বেরিয়েছে 😭 বাচ্চাটির গ্রামের বাড়ি শরীয়তপুর। হে আল্লাহ আপনি বাচ্চাটিকে জান্নাতবাসী করুন 🤲
    Sad
    1
    0 Comments 0 Shares 5 Views
  • ভাই কিভাবে ভুলব এই বাচ্চাদের হাহাকার, ওদের কান্না, তাদের ওই নিথর মরদেহ গুলা? নিজেকে কোনভাবে বুঝাইতে পারতেছি না, পরিবার এর কেউ না হয়েও যে কার জন্য এতটা মায়া লাগে কালকে সামনে থেকে এই ঘটনা গুলা না দেখলে বুঝতে পারতাম না। আল্লাহ আমার মত হাজার ও মানুষ আছে যারা এই বাচ্চা শিক্ষকদের জন্য দোয়া করতেছে, আল্লাহ তুমি তাদের বেহেশতে উচ্চ মাকাম দান কর। ফেইসবুকে এক একটা পোষ্ট দেখে কখন যে নিজের চোখ দিয়ে পানি পরতেছে বুঝতেও পারিনাই, ২ টা বছর কাটাইছি ওই ক্যাম্পাস এ, স্কুল এর বাচ্চাদের দেখতাম ওরা খেলতো, যেখানে বিমানটা ক্র্যাশ করে তার ঠিক পাশেই দোলনা ছিল বাচ্চারা ওখানে প্রায় সবসময়ই খেলা করত। কালকেই আমি প্রায় ৫-৬ মাস পরে কলেজ গেছিলাম,, কেজির সামনে দিয়ে যাওয়ার সময় ও দেখলাম বাচ্চারা দোলনায় খেলতেছিল, কে জানত আজকেই তাদের এই দুনিয়ায় শেষ দিন। আল্লাহর রহমতে আমার ক্ষতি হয় নাই, কিন্তু নিজেকে খুব অসোহায় লাগতেছে। কোন ভাবেই নিজেকে মানাই নিতে পারতেছিনা, নিহতদের পরিবার কে আল্লাহ ধর্য ধারনের তৌফিক দান করুক। আমি একজন সাধারণ মানুষ হিসেবেই সহ্য করতে পারতেছিনা তাদের পরিবার এর না জানি কি বেহাল অবস্থা। আল্লাহ তুমি আমাদের ভাই-বোন এবং শিক্ষক দের বেহেশত দান কর।
    এবং তাদেরকে কেন্দ্র করে আজকে যারা বেপারটা ঘোলাটে করতেছে এবং উদ্দেশ্য হাসিল করার জন্য তাদের এই নিথর নিষ্পাপ প্রাণ গুলা ধামাচাপা দেয়ার চেষ্টা করছে তাদের তুমি তোমার সর্বোচ্চ শাস্তি ও ধ্বংস করে দিও।
    ভাই কিভাবে ভুলব এই বাচ্চাদের হাহাকার, ওদের কান্না, তাদের ওই নিথর মরদেহ গুলা? নিজেকে কোনভাবে বুঝাইতে পারতেছি না, পরিবার এর কেউ না হয়েও যে কার জন্য এতটা মায়া লাগে কালকে সামনে থেকে এই ঘটনা গুলা না দেখলে বুঝতে পারতাম না। আল্লাহ আমার মত হাজার ও মানুষ আছে যারা এই বাচ্চা শিক্ষকদের জন্য দোয়া করতেছে, আল্লাহ তুমি তাদের বেহেশতে উচ্চ মাকাম দান কর। ফেইসবুকে এক একটা পোষ্ট দেখে কখন যে নিজের চোখ দিয়ে পানি পরতেছে বুঝতেও পারিনাই, ২ টা বছর কাটাইছি ওই ক্যাম্পাস এ, স্কুল এর বাচ্চাদের দেখতাম ওরা খেলতো, যেখানে বিমানটা ক্র্যাশ করে তার ঠিক পাশেই দোলনা ছিল বাচ্চারা ওখানে প্রায় সবসময়ই খেলা করত। কালকেই আমি প্রায় ৫-৬ মাস পরে কলেজ গেছিলাম,, কেজির সামনে দিয়ে যাওয়ার সময় ও দেখলাম বাচ্চারা দোলনায় খেলতেছিল, কে জানত আজকেই তাদের এই দুনিয়ায় শেষ দিন। আল্লাহর রহমতে আমার ক্ষতি হয় নাই, কিন্তু নিজেকে খুব অসোহায় লাগতেছে। কোন ভাবেই নিজেকে মানাই নিতে পারতেছিনা, নিহতদের পরিবার কে আল্লাহ ধর্য ধারনের তৌফিক দান করুক। আমি একজন সাধারণ মানুষ হিসেবেই সহ্য করতে পারতেছিনা তাদের পরিবার এর না জানি কি বেহাল অবস্থা। আল্লাহ তুমি আমাদের ভাই-বোন এবং শিক্ষক দের বেহেশত দান কর। এবং তাদেরকে কেন্দ্র করে আজকে যারা বেপারটা ঘোলাটে করতেছে এবং উদ্দেশ্য হাসিল করার জন্য তাদের এই নিথর নিষ্পাপ প্রাণ গুলা ধামাচাপা দেয়ার চেষ্টা করছে তাদের তুমি তোমার সর্বোচ্চ শাস্তি ও ধ্বংস করে দিও।
    Sad
    2
    0 Comments 0 Shares 7 Views
  • আমাদের হৃদয় পুড়বে ,চোখ অশ্রুসিক্ত হবে।
    কিন্তু আমরা তাই করবো ,যেখানে আল্লাহ সন্তষ্ট হবে।
    আমাদের হৃদয় পুড়বে ,চোখ অশ্রুসিক্ত হবে। কিন্তু আমরা তাই করবো ,যেখানে আল্লাহ সন্তষ্ট হবে।
    Love
    2
    0 Comments 0 Shares 7 Views
  • মিরপুরের একটি ভবনে আগুন লাগল

    এখানে আপনার জানার জন্য সবকিছু দেওয়া হলো:

    → মঙ্গলবার বিকেল ৪টা ১০ মিনিটে ঢাকার মিরপুর শেওড়াপাড়ার শামীম সরণিতে একটি ভবনে আগুন লাগে

    → ওই ভবনে পরিবার ও মার্কেট দুই ধরণের প্রতিষ্ঠান রয়েছে

    → আগুন নেভাতে দুটি ফায়ার সার্ভিস ইউনিট দ্রুত উদ্ধার কাজে যায়

    → আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি, কারণ অনুসন্ধানে রয়েছে

    → ফায়ার সার্ভিস বিষয়টি নিশ্চিত করেছে, তবে বিস্তারিত তথ্য দেয়নি

    → আগুন দ্রুত ছড়ানো থেকে রোধ করতে ফায়ার সার্ভিসের কাজ চলছে

    ফলো করুন Yet Fresh বাংলাদেশের খবরের জন্য
    মিরপুরের একটি ভবনে আগুন লাগল এখানে আপনার জানার জন্য সবকিছু দেওয়া হলো: → মঙ্গলবার বিকেল ৪টা ১০ মিনিটে ঢাকার মিরপুর শেওড়াপাড়ার শামীম সরণিতে একটি ভবনে আগুন লাগে → ওই ভবনে পরিবার ও মার্কেট দুই ধরণের প্রতিষ্ঠান রয়েছে → আগুন নেভাতে দুটি ফায়ার সার্ভিস ইউনিট দ্রুত উদ্ধার কাজে যায় → আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি, কারণ অনুসন্ধানে রয়েছে → ফায়ার সার্ভিস বিষয়টি নিশ্চিত করেছে, তবে বিস্তারিত তথ্য দেয়নি → আগুন দ্রুত ছড়ানো থেকে রোধ করতে ফায়ার সার্ভিসের কাজ চলছে ফলো করুন Yet Fresh বাংলাদেশের খবরের জন্য
    Sad
    1
    0 Comments 0 Shares 9 Views
  • Nvidia সিইও জেনসেন হুয়াং সম্প্রতি বললেন, যদি আজকের ২০ বছরের ছাত্র হতাম, তাহলে সফটওয়্যার বা কোডিংয়ের বদলে পদার্থবিজ্ঞান, রসায়ন এবং বায়োলজি শেখার দিকে আমার পুরো ফোকাস থাকতো। কারণ তিনি ভবিষ্যতের AI-কে “Physical AI” হিসেবে দেখেন — অর্থাৎ AI যা শুধু কম্পিউটারের কোডের মধ্যে নয়, বাস্তব জগতের সঙ্গে মিশে কাজ করবে।

    এই Physical AI-তে এমন প্রযুক্তি রয়েছে যা গাড়ি, ড্রোন, ফ্যাক্টরি রোবট, মেডিকেল রোবোটিক্স, স্মার্ট ফার্মিং ও ক্লাইমেট টেকের মতো ক্ষেত্রে ব্যবহৃত হবে। এসব ক্ষেত্রে শুধুমাত্র সফটওয়্যার কোডিং নয়, পৃথিবীর পদার্থবিজ্ঞান, শক্তির গতিবিধি, বায়োলজিক্যাল প্রক্রিয়া এবং মেটেরিয়াল সায়েন্স জানা আবশ্যক। ফ্রিকশন, জড়ত্ব, শক্তি সঞ্চালন — এসব নিয়ম না বুঝলে কার্যকর AI সিস্টেম তৈরি করা সম্ভব নয়।

    গত দুই দশকে কোডাররা রাজত্ব করলেও এখন কোডিং নিজেই AI দ্বারা অটোমেটেড হয়ে যাচ্ছে। GPT-4o, Gemini, Claude প্রভৃতি মডেল প্রায় সব রকম কোডিং করতে সক্ষম। তাই শুধু কোড লিখতে পারাটা আর বিশেষ কিছু নয়। আসল ফোকাস থাকা উচিত কোডিংয়ের সঙ্গে বিভিন্ন বিষয়ের গভীর জ্ঞান মিলিয়ে AI সিস্টেম তৈরি করতে পারার ওপর।

    রোবটিক্সের উদাহরণ নিই — একটা রোবটের হাত দিয়ে ডিম তুলতে গেলে শুধু কোড লেখা নয়, সেন্সর, সফট রোবোটিক্স, বায়োমেকানিক্সের জ্ঞান থাকা জরুরি। আবার AI-ভিত্তিক ড্রাগ ডিসকভারি সফল হতে হলে রসায়ন এবং বায়োলজির গভীর বোঝাপড়া থাকা লাগবে।

    Tesla, DeepMind, Figure AI-এর সাফল্য প্রমাণ করে, শুধু সফটওয়্যার নয়, বাস্তব জগতের নিয়ম বুঝে AI বানানোই আগামী দশকের মূল চাবিকাঠি।

    হুয়াংয়ের এই বক্তব্যের পেছনে রয়েছে বড় বাজি — AI-র সঙ্গে হার্ডওয়্যার, সেন্সর ফিউশন, কাস্টম সিলিকন এবং রোবোটিক্স নিয়ে কাজ। অর্থাৎ AI এখন শুধু মস্তিষ্ক নয়, তার সঙ্গে শরীরও চাই।

    বাংলাদেশের ছাত্র-যুবকদের জন্য স্পষ্ট বার্তা — শুধু কোড শেখা আর যথেষ্ট নয়। পদার্থবিজ্ঞান, রসায়ন, বায়োলজি সহ যেকোনো ডোমেইনে AI-র জ্ঞান মেলানোর দিকে মনোযোগ দিতে হবে। এটাই আগামী দিনের সবচেয়ে বেশি রিটার্ন দেয় এমন স্কিলসেট।

    সুতরাং প্রশ্ন হলো, আমরা কি এই নতুন যুগের জন্য প্রস্তুত? কোডিংয়ের সঙ্গে অ্যাটম এবং এলগরিদম দুটোই একসঙ্গে শেখার জন্য? কারণ আগামী AI-র শক্তি আসবে মস্তিষ্ক আর শরীরের পারফেক্ট কম্বিনেশন থেকে।

    সবচেয়ে হাইপ AI নিউজ, ফিচার আর ইউজিং ট্রিকস একসাথে পেতে ঢুকে পড়ো আমাদের গ্রুপে — AI for Bangladesh: https://www.facebook.com/share/g/1Fk5RjFYRZ/
    Nvidia সিইও জেনসেন হুয়াং সম্প্রতি বললেন, যদি আজকের ২০ বছরের ছাত্র হতাম, তাহলে সফটওয়্যার বা কোডিংয়ের বদলে পদার্থবিজ্ঞান, রসায়ন এবং বায়োলজি শেখার দিকে আমার পুরো ফোকাস থাকতো। কারণ তিনি ভবিষ্যতের AI-কে “Physical AI” হিসেবে দেখেন — অর্থাৎ AI যা শুধু কম্পিউটারের কোডের মধ্যে নয়, বাস্তব জগতের সঙ্গে মিশে কাজ করবে। এই Physical AI-তে এমন প্রযুক্তি রয়েছে যা গাড়ি, ড্রোন, ফ্যাক্টরি রোবট, মেডিকেল রোবোটিক্স, স্মার্ট ফার্মিং ও ক্লাইমেট টেকের মতো ক্ষেত্রে ব্যবহৃত হবে। এসব ক্ষেত্রে শুধুমাত্র সফটওয়্যার কোডিং নয়, পৃথিবীর পদার্থবিজ্ঞান, শক্তির গতিবিধি, বায়োলজিক্যাল প্রক্রিয়া এবং মেটেরিয়াল সায়েন্স জানা আবশ্যক। ফ্রিকশন, জড়ত্ব, শক্তি সঞ্চালন — এসব নিয়ম না বুঝলে কার্যকর AI সিস্টেম তৈরি করা সম্ভব নয়। গত দুই দশকে কোডাররা রাজত্ব করলেও এখন কোডিং নিজেই AI দ্বারা অটোমেটেড হয়ে যাচ্ছে। GPT-4o, Gemini, Claude প্রভৃতি মডেল প্রায় সব রকম কোডিং করতে সক্ষম। তাই শুধু কোড লিখতে পারাটা আর বিশেষ কিছু নয়। আসল ফোকাস থাকা উচিত কোডিংয়ের সঙ্গে বিভিন্ন বিষয়ের গভীর জ্ঞান মিলিয়ে AI সিস্টেম তৈরি করতে পারার ওপর। রোবটিক্সের উদাহরণ নিই — একটা রোবটের হাত দিয়ে ডিম তুলতে গেলে শুধু কোড লেখা নয়, সেন্সর, সফট রোবোটিক্স, বায়োমেকানিক্সের জ্ঞান থাকা জরুরি। আবার AI-ভিত্তিক ড্রাগ ডিসকভারি সফল হতে হলে রসায়ন এবং বায়োলজির গভীর বোঝাপড়া থাকা লাগবে। Tesla, DeepMind, Figure AI-এর সাফল্য প্রমাণ করে, শুধু সফটওয়্যার নয়, বাস্তব জগতের নিয়ম বুঝে AI বানানোই আগামী দশকের মূল চাবিকাঠি। হুয়াংয়ের এই বক্তব্যের পেছনে রয়েছে বড় বাজি — AI-র সঙ্গে হার্ডওয়্যার, সেন্সর ফিউশন, কাস্টম সিলিকন এবং রোবোটিক্স নিয়ে কাজ। অর্থাৎ AI এখন শুধু মস্তিষ্ক নয়, তার সঙ্গে শরীরও চাই। বাংলাদেশের ছাত্র-যুবকদের জন্য স্পষ্ট বার্তা — শুধু কোড শেখা আর যথেষ্ট নয়। পদার্থবিজ্ঞান, রসায়ন, বায়োলজি সহ যেকোনো ডোমেইনে AI-র জ্ঞান মেলানোর দিকে মনোযোগ দিতে হবে। এটাই আগামী দিনের সবচেয়ে বেশি রিটার্ন দেয় এমন স্কিলসেট। সুতরাং প্রশ্ন হলো, আমরা কি এই নতুন যুগের জন্য প্রস্তুত? কোডিংয়ের সঙ্গে অ্যাটম এবং এলগরিদম দুটোই একসঙ্গে শেখার জন্য? কারণ আগামী AI-র শক্তি আসবে মস্তিষ্ক আর শরীরের পারফেক্ট কম্বিনেশন থেকে। সবচেয়ে হাইপ AI নিউজ, ফিচার আর ইউজিং ট্রিকস একসাথে পেতে ঢুকে পড়ো আমাদের গ্রুপে — AI for Bangladesh: https://www.facebook.com/share/g/1Fk5RjFYRZ/
    0 Comments 0 Shares 9 Views
  • জেমস ক্যামেরনের দুনিয়ায় এবার আগুন আর ছাইয়ের গল্প। “Avatar: Fire & Ash”–এর প্রথম পোস্টারে যেন ভবিষ্যতের এক মহাযুদ্ধের পূর্বাভাস মিলছে। আগুনের লেলিহান শিখা ও ধ্বংসস্তূপের ছাইয়ের মাঝে দাঁড়িয়ে আছে এক নতুন যোদ্ধা– চেহারায় ভয়, চোখে প্রতিশোধের আগুন।
    অবশেষে ট্রেলারও আসছে এই সপ্তাহেই, এবং সেটা শুধু সিনেমা হলেই দেখা যাবে– “Exclusively in Theaters!”
    প্রস্তুত তো? Pandora এবার আগুনে জ্বলবে
    #AvatarFireAndAsh #JamesCameron #PosterBreakdown
    জেমস ক্যামেরনের দুনিয়ায় এবার আগুন আর ছাইয়ের গল্প। “Avatar: Fire & Ash”–এর প্রথম পোস্টারে যেন ভবিষ্যতের এক মহাযুদ্ধের পূর্বাভাস মিলছে। আগুনের লেলিহান শিখা ও ধ্বংসস্তূপের ছাইয়ের মাঝে দাঁড়িয়ে আছে এক নতুন যোদ্ধা– চেহারায় ভয়, চোখে প্রতিশোধের আগুন। অবশেষে ট্রেলারও আসছে এই সপ্তাহেই, এবং সেটা শুধু সিনেমা হলেই দেখা যাবে– “Exclusively in Theaters!” প্রস্তুত তো? Pandora এবার আগুনে জ্বলবে 🔥 #AvatarFireAndAsh #JamesCameron #PosterBreakdown
    0 Comments 0 Shares 9 Views
  • কোনো তথ্য আমরা গোপন করব না : বিমান বাহিনীর প্রধান
    কোনো তথ্য আমরা গোপন করব না : বিমান বাহিনীর প্রধান
    Love
    2
    0 Comments 0 Shares 13 Views
  • মাইলস্টোন স্কুল বিমান দুর্ঘটনা তদন্ত ও ক্ষতিপূরণ নির্দেশ

    এখানে আপনার জানার জন্য সবকিছু দেওয়া হলো:

    → মাইলস্টোন স্কুল বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

    → আহত ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের জন্য ১ কোটি টাকা ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়েছে।

    → এফ-৭ মডেলের বিমান দুর্ঘটনার কারণ তদন্তের জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করার আদেশ দিয়েছেন আদালত।

    → বিমানবাহিনীর অধীনে থাকা ত্রুটিপূর্ণ বিমানের সংখ্যা ও রক্ষণাবেক্ষণের অবস্থা জানাতে কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

    → আহতদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের নির্দেশ হাসিল হয়েছে।

    → সিনিয়র আইনজীবী জয়নুল আবেদিনের রিটের প্রেক্ষিতে ত্রুটিপূর্ণ বিমান নিয়ে জনবহুল এলাকায় বিমান চলাচল বন্ধ ও তদন্ত দাবি করা হয়েছিল।

    ফলো করুন Yet Fresh বাংলাদেশ নিরাপত্তা ও বিমান খবরের জন্য।
    মাইলস্টোন স্কুল বিমান দুর্ঘটনা তদন্ত ও ক্ষতিপূরণ নির্দেশ এখানে আপনার জানার জন্য সবকিছু দেওয়া হলো: → মাইলস্টোন স্কুল বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। → আহত ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের জন্য ১ কোটি টাকা ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়েছে। → এফ-৭ মডেলের বিমান দুর্ঘটনার কারণ তদন্তের জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করার আদেশ দিয়েছেন আদালত। → বিমানবাহিনীর অধীনে থাকা ত্রুটিপূর্ণ বিমানের সংখ্যা ও রক্ষণাবেক্ষণের অবস্থা জানাতে কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। → আহতদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের নির্দেশ হাসিল হয়েছে। → সিনিয়র আইনজীবী জয়নুল আবেদিনের রিটের প্রেক্ষিতে ত্রুটিপূর্ণ বিমান নিয়ে জনবহুল এলাকায় বিমান চলাচল বন্ধ ও তদন্ত দাবি করা হয়েছিল। ফলো করুন Yet Fresh বাংলাদেশ নিরাপত্তা ও বিমান খবরের জন্য।
    0 Comments 0 Shares 17 Views
  • বিবৃতি

    ঢাকা, ২২ জুলাই ২০২৫: রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় শিক্ষার্থীদের ছয়টি দাবির প্রত্যেকটিই যৌক্তিক বলে মনে করে অন্তর্বর্তীকালীন সরকার।

    আজ মঙ্গলবার দুপুরে উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে উপস্থিত হয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার, আইন উপদেষ্টা আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

    আলোচনা শেষে উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের বলেন, 'মাইলস্টোন স্কুলে একটি তথ্যকেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে। এতে নিহত ও আহতের তথ্য থাকছে। কেউ নিখোঁজ থাকলে সে তথ্য থাকছে। এখান থেকে তথ্য নিয়মিত হালনাগাদ করা হচ্ছে। নিহত ও আহত পরিবারের ক্ষতিপূরণ, পূনর্বাসন এবং ট্রমা ম্যানেজমেন্ট সাপোর্টের ব্যবস্থা করা হচ্ছে।'

    জনগণের ভিড় নিয়ন্ত্রণের সময় সেনাবাহিনীর কর্তব্য পালনকালে কয়েকজন সেনাসদস্য কর্তৃক শিক্ষার্থীদের ওপর মারধরের অভিযোগের প্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে দুঃখপ্রকাশ করা হয়েছে এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য সেনা কর্তৃপক্ষকে অবহিত করা হবে বলে জানান তিনি।

    জনবহুল এলাকায় প্রশিক্ষণ বিমান না চালানোর ব্যবস্থা গ্রহণ করার জন্য বিমান বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে বলেও আইন উপদেষ্টা শিক্ষার্থীদের জানান।

    শিক্ষা উপদেষ্টা সি আর আবরার শিক্ষার্থীদের বলেন, আগামী ২৪ জুলাই অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষার তারিখ নিয়মিত পরীক্ষা শেষে ঘোষণা করা হবে।
    বিবৃতি ঢাকা, ২২ জুলাই ২০২৫: রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় শিক্ষার্থীদের ছয়টি দাবির প্রত্যেকটিই যৌক্তিক বলে মনে করে অন্তর্বর্তীকালীন সরকার। আজ মঙ্গলবার দুপুরে উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে উপস্থিত হয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার, আইন উপদেষ্টা আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আলোচনা শেষে উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের বলেন, 'মাইলস্টোন স্কুলে একটি তথ্যকেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে। এতে নিহত ও আহতের তথ্য থাকছে। কেউ নিখোঁজ থাকলে সে তথ্য থাকছে। এখান থেকে তথ্য নিয়মিত হালনাগাদ করা হচ্ছে। নিহত ও আহত পরিবারের ক্ষতিপূরণ, পূনর্বাসন এবং ট্রমা ম্যানেজমেন্ট সাপোর্টের ব্যবস্থা করা হচ্ছে।' জনগণের ভিড় নিয়ন্ত্রণের সময় সেনাবাহিনীর কর্তব্য পালনকালে কয়েকজন সেনাসদস্য কর্তৃক শিক্ষার্থীদের ওপর মারধরের অভিযোগের প্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে দুঃখপ্রকাশ করা হয়েছে এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য সেনা কর্তৃপক্ষকে অবহিত করা হবে বলে জানান তিনি। জনবহুল এলাকায় প্রশিক্ষণ বিমান না চালানোর ব্যবস্থা গ্রহণ করার জন্য বিমান বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে বলেও আইন উপদেষ্টা শিক্ষার্থীদের জানান। শিক্ষা উপদেষ্টা সি আর আবরার শিক্ষার্থীদের বলেন, আগামী ২৪ জুলাই অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষার তারিখ নিয়মিত পরীক্ষা শেষে ঘোষণা করা হবে।
    Love
    1
    0 Comments 0 Shares 22 Views
  • রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হওয়া বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামকে নিয়ে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি একটি আবেগঘন ফেসবুক পোস্ট দিয়েছেন। তার সবচেয়ে মর্মস্পর্শী আহ্বান হলো—"মর্মান্তিক হলেও, দয়া করে পাইলটকে দোষ দেবেন না। তিনি চেষ্টা করেছেন, তিনি সত্যিই চেষ্টা করেছেন।" এই বার্তাটি দুর্ঘটনার পর পাইলটের দায়িত্ব নিয়ে চলমান বিতর্কের মধ্যে এক ভিন্ন সুর তুলেছে।

    'শেষ মুহূর্ত পর্যন্ত লড়েছেন, নিজের সবকিছু উজাড় করে দিয়েছেন'

    হিমি তার পোস্টে দৃঢ়ভাবে বলেন যে, পাইলট জানতেন সেটি একটি স্কুল এবং আশেপাশে শিশু রয়েছে। তিনি লেখেন, "শেষ মুহূর্ত পর্যন্ত তিনি লড়েছেন, বিমানের গতি সরিয়ে নিতে চেয়েছেন। তিনি নিজের সবকিছু উজাড় করে দিয়েছেন। তিনি সেই বিমানের সাথেই ঝরে গেছেন।" এই মন্তব্য পাইলটের আত্মত্যাগের দিকটি তুলে ধরে এবং তাকে একজন বীর হিসেবে আখ্যায়িত করে।

    বিমানবাহিনীর প্রতি শ্রদ্ধা জানিয়ে কঠিন প্রশ্ন তোলার আহ্বান

    হিমি বাংলাদেশ বিমানবাহিনীকে সামগ্রিকভাবে অসম্মান না করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, "তারা আমাদের রক্ষা করে, দেশের জন্য জীবন বাজি রাখে প্রতিদিন।" তবে, এর মানে এই নয় যে আমরা চুপ থাকব, বরং আমাদের কঠিন প্রশ্ন করতে হবে এবং স্বচ্ছতা দাবি করার অধিকার আছে বলে তিনি মনে করেন।

    দায়িত্বহীনতা ও পুরোনো বিমানের ব্যবহার নিয়ে প্রশ্ন

    অভিনেত্রী হিমি তার পোস্টে গাফিলতি বা ভুল সিদ্ধান্তের জন্য জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। তিনি ককপিটে থাকা মানুষটির পরিবর্তে "জনবহুল শহরের ওপরে প্রশিক্ষণ ফ্লাইট চালানোর অনুমোদন দিয়েছে" তাদের এবং "যারা এখনো পর্যন্ত আমাদের পুরোনো যুদ্ধবিমান দিয়ে উড়তে বাধ্য করছে" তাদের দোষারোপ করেছেন। বিশেষ করে, তিনি চীনের তৈরি F-7 যুদ্ধবিমান ব্যবহারের বিষয়ে প্রশ্ন তুলেছেন, যা ১৯৬০ সালের নকশায় তৈরি এবং ২০১৩ সালে যার উৎপাদন বন্ধ হয়েছে। তিনি বলেন, এই বিমানগুলো শুধু পুরোনোই নয়, আধুনিক শহুরে অভিযানের জন্য সম্পূর্ণভাবে অনুপযুক্ত, যা পাইলট ও সাধারণ মানুষের জীবনকে ঝুঁকিতে ফেলছে। তার মতে, "এটা শুধু একটি দুর্ঘটনা নয়, এটা এক বিশাল ব্যর্থতা চিন্তাভাবনার, পরিকল্পনার, এবং নেতৃত্বের।"

    হিমি ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামকে "শহীদ" হিসেবে উল্লেখ করে তাকে স্যালুট জানিয়েছেন। এই পোস্টটি দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং এ নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে।
    রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হওয়া বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামকে নিয়ে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি একটি আবেগঘন ফেসবুক পোস্ট দিয়েছেন। তার সবচেয়ে মর্মস্পর্শী আহ্বান হলো—"মর্মান্তিক হলেও, দয়া করে পাইলটকে দোষ দেবেন না। তিনি চেষ্টা করেছেন, তিনি সত্যিই চেষ্টা করেছেন।" এই বার্তাটি দুর্ঘটনার পর পাইলটের দায়িত্ব নিয়ে চলমান বিতর্কের মধ্যে এক ভিন্ন সুর তুলেছে। 'শেষ মুহূর্ত পর্যন্ত লড়েছেন, নিজের সবকিছু উজাড় করে দিয়েছেন' হিমি তার পোস্টে দৃঢ়ভাবে বলেন যে, পাইলট জানতেন সেটি একটি স্কুল এবং আশেপাশে শিশু রয়েছে। তিনি লেখেন, "শেষ মুহূর্ত পর্যন্ত তিনি লড়েছেন, বিমানের গতি সরিয়ে নিতে চেয়েছেন। তিনি নিজের সবকিছু উজাড় করে দিয়েছেন। তিনি সেই বিমানের সাথেই ঝরে গেছেন।" এই মন্তব্য পাইলটের আত্মত্যাগের দিকটি তুলে ধরে এবং তাকে একজন বীর হিসেবে আখ্যায়িত করে। বিমানবাহিনীর প্রতি শ্রদ্ধা জানিয়ে কঠিন প্রশ্ন তোলার আহ্বান হিমি বাংলাদেশ বিমানবাহিনীকে সামগ্রিকভাবে অসম্মান না করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, "তারা আমাদের রক্ষা করে, দেশের জন্য জীবন বাজি রাখে প্রতিদিন।" তবে, এর মানে এই নয় যে আমরা চুপ থাকব, বরং আমাদের কঠিন প্রশ্ন করতে হবে এবং স্বচ্ছতা দাবি করার অধিকার আছে বলে তিনি মনে করেন। দায়িত্বহীনতা ও পুরোনো বিমানের ব্যবহার নিয়ে প্রশ্ন অভিনেত্রী হিমি তার পোস্টে গাফিলতি বা ভুল সিদ্ধান্তের জন্য জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। তিনি ককপিটে থাকা মানুষটির পরিবর্তে "জনবহুল শহরের ওপরে প্রশিক্ষণ ফ্লাইট চালানোর অনুমোদন দিয়েছে" তাদের এবং "যারা এখনো পর্যন্ত আমাদের পুরোনো যুদ্ধবিমান দিয়ে উড়তে বাধ্য করছে" তাদের দোষারোপ করেছেন। বিশেষ করে, তিনি চীনের তৈরি F-7 যুদ্ধবিমান ব্যবহারের বিষয়ে প্রশ্ন তুলেছেন, যা ১৯৬০ সালের নকশায় তৈরি এবং ২০১৩ সালে যার উৎপাদন বন্ধ হয়েছে। তিনি বলেন, এই বিমানগুলো শুধু পুরোনোই নয়, আধুনিক শহুরে অভিযানের জন্য সম্পূর্ণভাবে অনুপযুক্ত, যা পাইলট ও সাধারণ মানুষের জীবনকে ঝুঁকিতে ফেলছে। তার মতে, "এটা শুধু একটি দুর্ঘটনা নয়, এটা এক বিশাল ব্যর্থতা চিন্তাভাবনার, পরিকল্পনার, এবং নেতৃত্বের।" হিমি ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামকে "শহীদ" হিসেবে উল্লেখ করে তাকে স্যালুট জানিয়েছেন। এই পোস্টটি দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং এ নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে।
    0 Comments 0 Shares 18 Views
  • হাসপাতাল ও আইএস‌পি‌আরের তথ‌্যানুযায়ী, মাইল‌স্টোন স্কু‌লে বিমান বিধ্ব‌স্তে এখন পর্যন্ত নিহত ৩১ জন। ২৮ জন শিক্ষার্থী, দুইজন শিক্ষক এবং একজন পাইলট।
    শিক্ষক ও পাইলটসহ ২৫ জ‌নের মর‌দেহ প‌রিবা‌রের কা‌ছে হস্তান্তর করা হ‌য়ে‌ছে। আগু‌নে পু‌ড়ে অঙ্গার ৬টি মর‌দেহ শনাক্ত সম্ভব না হওয়ায়, ডিএন‌এ পরীক্ষা কর‌তে হ‌বে।

    মর‌দেহ বুঝে পাওয়া ২৫ প‌রিবার এবং এখনও সন্তান নি‌খোঁজ ৬ প‌রিবা‌রের (মর‌দে‌হের প‌রিচয় শনাক্ত হওয়া পর্যন্ত নি‌খোঁজই ধর‌তে হ‌বে) বাইরে আরও কোন প‌রিবার আছে, যারা দা‌বি কর‌ছে সন্তান নিহত বা নি‌খোঁজ হ‌য়ে‌ছে।

    য‌দি না থা‌কে, ত‌বে নিহ‌তের সংখ‌্যা এখন পর্যন্ত ৩১। আর য‌দি থাকে ত‌বে তা‌দের নাম প‌রিচয় কী? সুতরাং নিহ‌তের প্রকৃত সংখ‌্যা বের করা এক মি‌নি‌টের কাজ।

    জুলাই অভ‌্যুত্থা‌নে হাজা‌রের বে‌শি মানুষ নিহত হ‌য়ে‌ছেন। ‌সেই সম‌য়ে ল এন্ড অর্ডার ব‌লে কিছু‌ই ছিল না। গাজীপু‌রের কোনাবা‌ড়ির হৃদয় হো‌সেন ছাড়া সবার লাশ পাওয়া গে‌ছে, এখন পর্যন্ত। ৩২ জন‌কে বেওয়া‌রিশ ‌হি‌সে‌বে দাফন করা হ‌য়ে‌ছিল, সেই লাশ‌ও পাওয়া গে‌ছে রা‌য়েরাজা‌রের গণকব‌রে। ২০১৩ সা‌লে ৫ মে শাপলা চত্বর এবং সারা‌দে‌শে সংঘা‌তে ৬১ জন নিহত হন। সরকার নিহ‌তের সংখ‌্যা ক‌মি‌য়ে বল‌লেও, ৫৭ জ‌নের লাশ পাওয়া যায়।

    যেমন অভ‌্যুত্থা‌নের পর দা‌বি করা হ‌য়ে‌ছিল ৩০২৪ জন পু‌লিশ হত‌্যা করা হ‌য়ে‌ছে। কিন্তু প‌রে গণনায় নি‌শ্চিত হওয়া যায় নিহত হ‌য়ে‌ছেন ৪৪ জন। অ‌নে‌কে অ‌বিশ্বাস ক‌রে‌ছেন, গুজব ছ‌ড়ি‌য়ে‌ছেন। কিন্তু এই ৪৪ জ‌নের বাইরে, এক‌টি পু‌লিশ প‌রিবার পাওয়া যায়‌নি যারা ব‌লে‌ছে আমার স্বজন নিহত হ‌য়ে‌ছেন বা নি‌খোঁজ র‌য়ে‌ছেন।

    মাস্টারমাইন্ড স্কু‌লে‌ ডাটা‌বেইজ, হা‌জিরা শিট সব আছে। তথ‌্য লুকা‌নো অসম্ভব। আবার কোন লাশ গোপন, গুম করা হ‌লে প‌রিবার ব‌সে থাকত? স্কুল বা হাসপাতা‌লের সাম‌নে ভিড় করত না? মি‌ডিয়া বা সোশ‌্যাল মি‌ডিয়ায় আসত না? এই স্কু‌লে কিন্তু মোটামু‌টি অবস্থাসম্পন্ন এবং শি‌ক্ষিত প‌রিবা‌রের সন্তানরা লেখাপাড়া ক‌রে। তা‌দের অ‌ভিভাবক চুপ থাকত না, সন্তান‌কে না পে‌লে।

    আমার আশঙ্কা হাসপাতা‌লে চি‌কিৎসা‌ধীন গুরতর দ্বগ্ধ‌ অ‌নেক‌কে রক্ষা করা যা‌বে না পরবর্তী সংক্রম‌ণের কার‌ণে। তাই চি‌কিৎসক বা‌দে প্রত্যেকের দা‌য়িত্ব রোগীর কাছ থে‌কে দূ‌রে থাকা।

    -- Rajib Ahamod
    হাসপাতাল ও আইএস‌পি‌আরের তথ‌্যানুযায়ী, মাইল‌স্টোন স্কু‌লে বিমান বিধ্ব‌স্তে এখন পর্যন্ত নিহত ৩১ জন। ২৮ জন শিক্ষার্থী, দুইজন শিক্ষক এবং একজন পাইলট। শিক্ষক ও পাইলটসহ ২৫ জ‌নের মর‌দেহ প‌রিবা‌রের কা‌ছে হস্তান্তর করা হ‌য়ে‌ছে। আগু‌নে পু‌ড়ে অঙ্গার ৬টি মর‌দেহ শনাক্ত সম্ভব না হওয়ায়, ডিএন‌এ পরীক্ষা কর‌তে হ‌বে। মর‌দেহ বুঝে পাওয়া ২৫ প‌রিবার এবং এখনও সন্তান নি‌খোঁজ ৬ প‌রিবা‌রের (মর‌দে‌হের প‌রিচয় শনাক্ত হওয়া পর্যন্ত নি‌খোঁজই ধর‌তে হ‌বে) বাইরে আরও কোন প‌রিবার আছে, যারা দা‌বি কর‌ছে সন্তান নিহত বা নি‌খোঁজ হ‌য়ে‌ছে। য‌দি না থা‌কে, ত‌বে নিহ‌তের সংখ‌্যা এখন পর্যন্ত ৩১। আর য‌দি থাকে ত‌বে তা‌দের নাম প‌রিচয় কী? সুতরাং নিহ‌তের প্রকৃত সংখ‌্যা বের করা এক মি‌নি‌টের কাজ। জুলাই অভ‌্যুত্থা‌নে হাজা‌রের বে‌শি মানুষ নিহত হ‌য়ে‌ছেন। ‌সেই সম‌য়ে ল এন্ড অর্ডার ব‌লে কিছু‌ই ছিল না। গাজীপু‌রের কোনাবা‌ড়ির হৃদয় হো‌সেন ছাড়া সবার লাশ পাওয়া গে‌ছে, এখন পর্যন্ত। ৩২ জন‌কে বেওয়া‌রিশ ‌হি‌সে‌বে দাফন করা হ‌য়ে‌ছিল, সেই লাশ‌ও পাওয়া গে‌ছে রা‌য়েরাজা‌রের গণকব‌রে। ২০১৩ সা‌লে ৫ মে শাপলা চত্বর এবং সারা‌দে‌শে সংঘা‌তে ৬১ জন নিহত হন। সরকার নিহ‌তের সংখ‌্যা ক‌মি‌য়ে বল‌লেও, ৫৭ জ‌নের লাশ পাওয়া যায়। যেমন অভ‌্যুত্থা‌নের পর দা‌বি করা হ‌য়ে‌ছিল ৩০২৪ জন পু‌লিশ হত‌্যা করা হ‌য়ে‌ছে। কিন্তু প‌রে গণনায় নি‌শ্চিত হওয়া যায় নিহত হ‌য়ে‌ছেন ৪৪ জন। অ‌নে‌কে অ‌বিশ্বাস ক‌রে‌ছেন, গুজব ছ‌ড়ি‌য়ে‌ছেন। কিন্তু এই ৪৪ জ‌নের বাইরে, এক‌টি পু‌লিশ প‌রিবার পাওয়া যায়‌নি যারা ব‌লে‌ছে আমার স্বজন নিহত হ‌য়ে‌ছেন বা নি‌খোঁজ র‌য়ে‌ছেন। মাস্টারমাইন্ড স্কু‌লে‌ ডাটা‌বেইজ, হা‌জিরা শিট সব আছে। তথ‌্য লুকা‌নো অসম্ভব। আবার কোন লাশ গোপন, গুম করা হ‌লে প‌রিবার ব‌সে থাকত? স্কুল বা হাসপাতা‌লের সাম‌নে ভিড় করত না? মি‌ডিয়া বা সোশ‌্যাল মি‌ডিয়ায় আসত না? এই স্কু‌লে কিন্তু মোটামু‌টি অবস্থাসম্পন্ন এবং শি‌ক্ষিত প‌রিবা‌রের সন্তানরা লেখাপাড়া ক‌রে। তা‌দের অ‌ভিভাবক চুপ থাকত না, সন্তান‌কে না পে‌লে। আমার আশঙ্কা হাসপাতা‌লে চি‌কিৎসা‌ধীন গুরতর দ্বগ্ধ‌ অ‌নেক‌কে রক্ষা করা যা‌বে না পরবর্তী সংক্রম‌ণের কার‌ণে। তাই চি‌কিৎসক বা‌দে প্রত্যেকের দা‌য়িত্ব রোগীর কাছ থে‌কে দূ‌রে থাকা। -- Rajib Ahamod
    0 Comments 0 Shares 19 Views
More Results
BlackBird Ai
https://bbai.shop