-
Кошелек
-
Explore Our Features
-
Маркет
-
Страницы
-
Группы
-
Reels
-
Gossip
-
Статьи пользователей
-
Мероприятия
-
Статьи пользователей
-
Ai and Tools
-
Donation
-
Jobs
-
Courses
-
Игры
-
Feed
নটরডেমে পড়লেই বুয়েট নয়⚠️ এ এক অন্য রকম বাস্তবতা
নটর ডেমের বাস্তবতা দুই রকমের। কেউ নটর ডেমে পড়ার কারণে বুয়েটে চান্স পায়, আবার শুধু নটর ডেমে পড়ার কারণে অনেকের বুয়েটে চান্স মিস হয়।
মুদ্রার দুই পিঠই নটর ডেমে রয়েছে। তাই নটর ডেমে ভর্তির আগে বিষয়টা আরেকবার ভেবে দেখো। নটর ডেমে ল্যাবে বেশ ভালো সময়ই দিতে হয়, এরপর প্রতিদিন ক্লাসে উপস্থিত হওয়া তো আছেই। সব মিলিয়ে নিজে পড়ার সময় খুব কমই পাওয়া যায়। এই ফ্লোতে অনেকে মানিয়ে নেয়। একাডেমিক এর পাশাপাশি এডমিশন প্রস্তুতিও শুরু থেকেই নেওয়া শুরু করে। যার প্রতিফলন দেখা যায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফলে। কিন্তু বললাম মুদ্রার দুই পিঠই নটর ডেমে রয়েছে। অপর পিঠটা নিষ্ঠুর, নির্মম বাস্তবতার। ঢাকার বাইরে থেকে যারা আসে, বিশেষ করে জেলা স্কুলের ছাত্ররা, মূলত ভুক্তভোগী এরাই। নিজের এলাকা কিংবা জেলার অসংখ্য মানুষের আশা বুকে নিয়ে পাড়ি দেয় প্রাণের শহর ঢাকায়। প্রথমে ঢাকার দূষিত বায়ুতে, দূষিত পানিতে নিজেকে খাপ খাইয়ে নিতে স্ট্রাগল করতে হয়, যদিও তা কিছুদিন পর মানানসই হয়ে যায়। কিন্তু যে ছেলে স্কুলে হয়ত সপ্তাহে ১-২ দিনের বেশি যেত না, কলেজে তাকে প্রতিদিন ক্লাস করতে হয়, ল্যাব করতে হয়। বিপত্তিটা বাঁধে এখানেই। নিজের অভ্যস্ত রুটিন থেকে সে চলে যায় অনেক দূরে। আর এই ব্যস্ত শিডিউলে নিজেকে মানিয়ে ফিরতে পারে না। কারণ তার অভ্যাস সপ্তাহে ১-২ দিন স্কুল/কলেজে যাওয়া বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য, আর বাকিদিন বাসায় বসে পড়া। কিন্তু নটর ডেমে সেটা কখনোই সম্ভব না। ছেলেটা হয়তো নিজের জেলায় থেকে পড়াশোনা করলে বুয়েটে চান্স পেত। কারণ জেলা কিংবা বিভাগীয় শহরগুলোর কলেজে কেউ মাসে ৪-৫ দিনের বেশি যায় না, যেটা তার রুটিনের সাথে মিলতো। কিন্তু নটর ডেমে ভর্তির কারনে সে বুয়েটে চান্স পায় না। কারণ পরিবর্তিত পরিস্থিতি কিংবা নটর তেমের একাডেমিক কারিকুলামের সাথে সে মানিয়ে নিতে পারে না। কারণ প্রতিদিন ক্লাস, ল্যাবের বিড়ম্বনায় সে নিজেকে মানিয়ে নিতে পারে না।
তাই যারা নটর ডেমে ভর্তি পরীক্ষা দিতে চাচ্ছো, নিজেকে আবার জিজ্ঞেস করো, সিদ্ধান্তটা ভালোমতো নাও। কারণ নটর ডেমে পড়লেও দিনশেষে হোস্টেলে ফিরে বেশিরভাগ নটর ডেমিয়ান উদ্ভাস, HulkenStein, ACS, Rtds ........... এর ক্লাস করে৷ জেলা কিংবা বিভাগীয় শহরে থেকে তুমিও তাই করবা। তবে হ্যাঁ, নটর ডেম অবশ্যই তোমাকে এক্সট্রা কিছু দিবে। দিনশেষে পড়াশোনাই সব না। সো, ডিসিশনটা ঠিকভাবে নাও।