৪ বছর + ২৫৬ টা ভিডিওর থাম্বনেইল।

0
219

এই পোস্ট টা আমার জন্য বেশ আবেগের। ছবির এই মানুষটার সাথে আমার পরিচয় ২০২১ সালের ৩০শে এপ্রিল থেকে। গত ৪ বছরেরও বেশী সময়ে আমার চ্যানেলের ২৫৬ টা ভিডিওর থাম্বনেইল কারিগর রাগিব আনজুম। তখনকার সময়ে ইনফোটেইনমেন্ট ক্যাটাগরির থাম্বনেইল কেমন করে জনপ্রিয় করা যায় তার ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল রাগিবের হাত ধরে। তাঁর স্টাইল পরবর্তীতে আরো অনেকেই অনুসরণ করেছে, ক্রেডিট দিয়ে বা না দিয়ে।

 

রাগিব এমন সময়ে থাম্বনেইল বানানোর শিল্পকে অন্য এক উচ্চতায় নিয়ে গিয়েছিল, বড় বড় মিডিয়াগুলো ইউটিউবে তখন তেমন একটা আসে নাই, ইনফোটেইনমেন্ট জনরাটাও তেমনভাবে কেউ এক্সপ্লোর করছিল না, পড়াশোনা বা গবেষণামূলক ভিডিও মানেই ছিল বোরিং, কেউ দেখবে না। ইউটিউব ছিল কেবলমাত্রই এন্টারটেইনমেন্ট বা বিনোদনের মাধ্যম। সেখান থেকে ইউনিক কিছু থাম্বনেইল আমার চ্যানেলের মোড় ঘুরিয়ে দেয় যা ছিল পুরোপুরি রাগিবের মগজের কৃতিত্ব। এই লেভেলের জনরা ডিফাইনিং থাম্বনেইল, যা পরবর্তীতে অনেক ডিজাইনারের জন্য মডেল হয়ে কাজ করেছিল, এটা রাগিব ছাড়া আর কারো পক্ষে সম্ভব হতো না।

 

আজকে এত কিছু লেখার প্রধান কারণ আজ দুপুর দুইটায় আমার চ্যানেলে নতুন যে ভিডিও আসবে, গত ৪ বছরেরও বেশী সময়ে এটাই হবে আমার চ্যানেলের প্রথম ভিডিও যার থাম্বনেইল রাগিবের হাতে করা নয়। রাগিব আর কোনো থাম্বনেইল এই চ্যানেলে বানাবে না। আমি খুবই অ্যাপ্রিশিয়েট করি, লাইফের অন্যান্য জায়গায় সময় দেয়ার জন্য রাগিব বেশ লম্বা সময়ের জন্য বা স্থায়ীভাবে গ্রাফিক্স ডিজাইনিং থেকে দূরে সরে থাকবে।

 

বেশ লম্বা সময়ের পথচলা আমাদের। অনেক দিন গেছে ডিজাইন কেমন হওয়া উচিত তা নিয়ে তর্ক করতে করতে অনেকটা সময় পার হয়ে গেছে। সময়মত যাতে আমি ভিডিও পাবলিশ করতে পারি সেজন্য অনেক রাত অবধি থাম্বনেইল ডিজাইন শেষ করেই রাগিব ঘুমিয়েছে। আমি খুবই কৃতজ্ঞ এই ছেলেটার প্রতি, তাঁর সাথে কাজ করতে পেরে।

 

যদিও আর থাম্বনেইল ডিজাইনের সাথে রাগিব থাকবে না, তবে গবেষক হিসেবে কিছু সেই লেভেলের স্ক্রিপ্ট রাগিবের হাত ধরে সামনের কিছু দিনে আসবে। ভিডিও দেখলেই বুঝে যাবেন এটা রাগিবের হাতে লেখা।

 

I hate to say goodbyes.

But here this long journey ends. 

Thanks, Ragib, for creating the infotainment thumbnail revolution in Bangladesh.

Suche
Kategorien
Mehr lesen
Andere
NIST) তৈরি করেছে এমন এক ঘড়ি, যা এটি বিশ্বের সবচেয়ে নির্ভুল অ্যাটমিক ক্লক, যা প্রতি সেকেন্ডের ১৯তম দশমিক স্থান পর্যন্ত সময় ধরতে সক্ষম। এত নিখুঁত যে, ৩০ বিলিয়ন বছরেও এর সময় গড়মিল হবে না এক সেকেন্ডও!
যুক্তরাষ্ট্রের National Institute of Standards and Technology (NIST) তৈরি করেছে এমন এক ঘড়ি, যা...
Von Sharif Uddin 2025-08-03 14:13:34 0 177
Tech
"আপনার সন্তান কি গোপনে মোবাইলে নিষিদ্ধ ভিডিও দেখছে?ভাবছেন যে, এতটুকু বয়সে সে তো এসব জানেই না?একটু শোনেন —"
"আমরা সন্তানকে মোবাইল দেই, চুপচাপ থাকার জন্য। খাওয়া খাওয়াতে, না ঘ্যানঘ্যান করতে – একটা ফোন...
Von Zihadur Rahman 2025-07-29 09:24:36 0 189
Andere
পৃথিবী জুড়ে ভূমিকম্প কিসের অশনী সংকেত? 🌋
প্যাসিফিক রিং অফ ফায়ার আর চুপচাপ নেই — যেন জেগে উঠছে। একটা অগ্নুৎপাত বা ভূমিকম্প হলে আমরা...
Von Sharif Uddin 2025-08-03 18:18:06 0 191
Andere
Pluto’s Long Journey: The Tiny World Nears Completion of Its First Orbit Since Discovery in 1930
When Clyde Tombaugh discovered Pluto in 1930, it was hailed as the ninth planet a tiny, icy world...
Von Yeara Meherish 2025-07-30 05:18:14 0 153
Sports
Comeback হবে??
মিস্টার অটো চয়েজ : মুস্তাফিজুর রহমান ২০২৩ বিশ্বকাপ থেকে এখন পর্যন্ত ১৯টি ওয়ানডে খেলেছেন...
Von Sharif Uddin 2025-07-09 08:35:20 0 631
BlackBird Ai
https://bbai.shop