মুখে হাসি ফুটলে ডিম্পল বা ছোট্ট খাঁজ হওয়ার রহস্য কী?

মুখে হাসি ফুটলে ডিম্পল বা ছোট্ট খাঁজ হওয়ার রহস্য কী?
ডিম্পল বা গালের ছোট খাঁজটা অনেকের কাছেই সৌন্দর্যের একটা চিহ্ন মনে হয়। কিন্তু এই প্রশ্নটা একটু ঘেঁটে দেখলে বোঝা যায়, এটা আসলে মুখের গঠনের একটি ভিন্নতা। কেন হয় কারো মুখে এই খাঁজ বা গর্ত আর কেনো অন্যদের হয় না ? সেটাই জানার বিষয়।
ডিম্পল মূলত তৈরি হয় মুখের জাইগোমেটিকাস মেজর নামের একটা মাসলে ভিন্নতা থাকার কারণে। এই মাসলটা মুখের হাড় থেকে ঠোঁটের কোনা পর্যন্ত চলে গেছে। বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এটা সোজা থাকে, কিন্তু কিছু মানুষের ক্ষেত্রে এটা দুইভাগ হয়ে যায়। তখন হাসার সময় মাসলের একাংশ ত্বকের নিচে টেনে ধরে রাখে। তার ফলেই গালের ওপরে একটা ছোট গর্ত দেখা যায়, যেটাকে আমরা ডিম্পল বলি।
এই ঘটনাকে বলে bifid zygomaticus major muscle. এটা আসলে জন্মগত, মানে যাদের ডিএনএ তে এর গঠন থাকে শুধু তারাই ডিম্পল নিয়ে জন্মায়। তাই এটা একধরনের জেনেটিক ভ্যারিয়েশন। কেউ কেউ এক পাশে ডিম্পল পায়, কেউ দুই পাশে। কারো কারো ক্ষেত্রে ছোটবেলায় ছিল কিন্তু বড় হতে হতে মাসলের গঠন বদলে গেলে ডিম্পল মিলিয়েও যেতে পারে।
বিষয়টা কিন্তু শরীরের কোনো বাড়তি বৈশিষ্ট্য না, বরং একধরনের গঠনগত পরিবর্তন বা muscle anomaly বলা যায়। তবে যেহেতু এটা ক্ষতিকর কিছু না, আর অনেকের কাছেই দেখতে সুন্দর লাগে, তাই একে সৌন্দর্যের অংশ হিসেবেই ধরা হয়।
ডিম্পলকে সৌন্দর্যের চিহ্ন বললেও, বিজ্ঞানের চোখে এটা কেবল মুখের মাসলের একটা ভিন্নতা। কারো কাছে এটা মিষ্টি, কারো কাছে আবার একদম সাধারণ — সবটাই দৃষ্টিভঙ্গির বিষয়। 😊
✍️ Samiul Affan Sami
Join : KBKh | Bigganneshi - বিজ্ঞান্বেষী
#science #sciencefacts #dimple #kbkh #beauty #healthline