ইউরোপ ও উত্তর আমেরিকায় বাঁধ নির্মাণের ফলে উত্তর মেরু পূর্ব দিকে, ১০৩তম দ্রাঘিমাংশে প্রায় ২০ সেন্টিমিটার সরে যায়।

0
265

১৮৩৫ সাল থেকে ২০১১ সালের মধ্যে পৃথিবীতে ৬৮৬২টি বড় বাঁধ নির্মিত হয়েছে। নতুন গবেষণা বলছে, এর ফলে পৃথিবীর উত্তর মেরুর ভূখণ্ড মোট ১.১ মিটার স্থানান্তরিত হয়েছে। এই বাঁধগুলো এত বেশি পানি ধারণ করে যে তা পৃথিবীর ভরের বণ্টনে পরিবর্তন এনে মেরু অঞ্চলের ভূমির অবস্থানে পরিবর্তন ঘটিয়েছে। গবেষণায় বলা হয়েছে, বাঁধে পানি জমা হলে পৃথিবীর ভূত্বক ও ম্যান্টলের মধ্যে ভারসাম্য নষ্ট হয়, কারণ ভূত্বক একটি শক্ত স্তর হলেও তার ঠিক নিচে অবস্থিত ম্যান্টল তুলনামূলকভাবে তরল এবং স্লাইড করতে পারে। এই ভরের স্থানান্তর ও তার ফলে ম্যান্টলের অবস্থান বদলে যাওয়ার ঘটনাকে বিজ্ঞানীরা নাম দিয়েছেন True Polar Wander, অর্থাৎ মেরুর প্রকৃত স্থানান্তর।

 

গবেষকরা দেখেছেন, ১৮৩৫ থেকে ১৯৫৪ সাল পর্যন্ত ইউরোপ ও উত্তর আমেরিকায় বাঁধ নির্মাণের ফলে উত্তর মেরু পূর্ব দিকে, ১০৩তম দ্রাঘিমাংশে প্রায় ২০ সেন্টিমিটার সরে যায়। আর ১৯৫৪ থেকে ২০১১ সাল পর্যন্ত পূর্ব আফ্রিকা ও এশিয়ায় ব্যাপক বাঁধ নির্মাণের কারণে মেরু আবার পশ্চিম দিকে, ১১৭তম দ্রাঘিমাংশে প্রায় ৫৭ সেন্টিমিটার স্থানান্তরিত হয়। এই বাঁধগুলো এত পানি ধরে রাখে যে তা দিয়ে গ্র্যান্ড ক্যানিয়নকে দুইবার পূর্ণ করা সম্ভব। ফলে এত পানি সরাসরি সমুদ্রে না গিয়ে আটকে থাকায় সমুদ্রপৃষ্ঠের উচ্চতা গড়ে ২৩ মিলিমিটার (০.৯ ইঞ্চি) পর্যন্ত কমে গেছে। গবেষকদের মতে, বাঁধে আটকানো পানি বিংশ শতাব্দীতে সমুদ্রপৃষ্ঠে পানি বৃদ্ধির হার প্রায় ২৫% হ্রাস করেছে।

যদিও মেরুর স্থানান্তর খুব বেশি ভৌগোলিক পরিবর্তন আনে না, তবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতার ওপর এর গুরুত্বপূর্ণ প্রভাব পড়ে। গবেষক নাতাশা ভ্যালেনসিকের মতে, বাঁধের কারণে সমুদ্রপৃষ্ঠ কমে যাওয়ার বিষয়টিকে আমাদের জলবায়ু মডেল ও পূর্বাভাসের মডেলে অন্তর্ভুক্ত করা উচিত।

Md Mahdin Al Abrar

Team Science Bee

Rechercher
Catégories
Lire la suite
Health
Caffeine isn’t always good....
Scientists found that higher caffeine levels in the blood are linked to lower body fat and a...
Par Zihadur Rahman 2025-07-15 12:32:01 0 577
Tech
🏞️ “Null Island”: প্রযুক্তির ভুল থেকে জন্ম নেওয়া এক রহস্যময় ‘অদৃশ্য দ্বীপ’....😲😲😲
🔸 প্রযুক্তির দুনিয়ায় এমন কিছু কিছু ঘটনা আছে, যা বাস্তবে না থেকেও আলোচনার কেন্দ্রে চলে...
Par Aninda Rahim 2025-07-18 14:42:06 0 450
Autre
সেবা নাকি বাণিজ্য??
বেকাররা হচ্ছে এই দেশে ব্যাবসার অন্যতম লাভজনক প্রোডাক্ট। সরকারি চাকুরী?। নিয়োগ হবে ৫ টা। এপ্লাই...
Par Zihadur Rahman 2025-07-10 05:51:02 0 688
Health
বর্তমানে একটা ভয়াবহ ভাইরাস জ্বরের প্রকোপ চলছে
।তীব্র জ্বর আসবে, ১০৩°/১০৪° এর মতো শরীরের তাপমাত্রা উঠে যাবে।  সাথে শরীরের বিভিন্ন...
Par Mirshad Sharif 2025-07-29 17:21:30 0 286
Autre
Africa is tearing Apart and New Ocean is Coming
Africa is slowly splitting in two — and the Earth 🌎 is reshaping itself before our eyes....
Par Sharif Uddin 2025-08-04 19:46:02 0 448
BlackBird Ai
https://bbai.shop