-
-
Explore Our Features
-
-
-
-
-
-
-
-
-
Ai and Tools
-
-
-
-
-
ঠিক এমনই আশ্চর্যজনক আবিষ্কার করেছেন University of Toronto-র গবেষকরা, ড্যানিয়েলা অ্যাঙ্গুলো (Daniela Angulo)-এর নেতৃত্বে।নেগেটিভ টাইম" বা ঋণাত্মক সময়ের অস্তিত্বের প্রমাণ করে।

মনে করেন, আপনি একটি রুমের দরজা দিয়ে ঢোকার আগেই আপনি ঐ রুম থেকে বেরিয়ে যাচ্ছেন! বিষয়টি শুনতে অবাস্তব মনে হলেও, ঠিক এমনই আশ্চর্যজনক আবিষ্কার করেছেন University of Toronto-র গবেষকরা, ড্যানিয়েলা অ্যাঙ্গুলো (Daniela Angulo)-এর নেতৃত্বে। এই গবেষণায় তারা দেখিয়েছেন, সময়ের গতি শুধুই সামনের দিকে নয়—উল্টো দিকেও প্রবাহিত হতে পারে। তারা এটা প্রমাণ করেছেন যে ফোটন এমনভাবে আচরণ করতে পারে যেন তারা কোনো পদার্থে প্রবেশ করার আগেই তা থেকে বেরিয়ে আসছে, যা "নেগেটিভ টাইম" বা ঋণাত্মক সময়ের অস্তিত্বের প্রমাণ করে।
চলুন বিষয়টি বিস্তারিতভাবে বোঝা যাক। এর আগে আমাদের কিছু বিষয় ভালোভাবে বুঝতে হবে। Atomic excitation ও Group delay : ফোটন যখন কোনো মাধ্যমের মধ্যে দিয়ে অতিক্রম করে তখন মাধ্যম তা শোষণ করে, ফলে মাধ্যমের ইলেকট্রন শক্তি শোষণ করে উচ্চতর শক্তিস্তরে যায়, নির্দিষ্ট সময় পর তা পূর্বের শক্তিস্তরে ফিরে আসে এবং ফোটন নিঃসরণ করে। অর্থাৎ ফোটনের প্রবেশ ও বের হবার মধ্যে একটি টাইম ডিলেই হচ্ছে, যাকে Group delay বলে। আর পদ্ধতিটি হচ্ছে Atomic excitation ।
কিন্তু এই নতুন এক্সপেরিমেন্টে পরিস্থিতি সম্পূর্ণ উল্টে গেছে। অত্যন্ত ঠান্ডা রুবিডিয়াম পরমাণুর মেঘের ভেতর
মধ্যে দিয়ে ফোটন যখন অতিক্রম করেছে, বিজ্ঞানীরা প্রত্যাশা করেছিলেন স্বাভাবিক Group delay-এর মতোই একটি সময়ের বিলম্ব ঘটবে, যেখানে ফোটন শোষিত হবে, পরমাণু উত্তেজিত হবে, এবং তারপর আবার নিঃসৃত হবে। কিন্তু বাস্তবে ঘটেছে সম্পূর্ণ বিপরীত কিছু—এখানে ফোটন প্রবেশ করার আগেই যেন বেরিয়ে আসছে!
অর্থাৎ, পরমাণুতে ফোটনের শোষণ এবং উত্তেজনা সম্পন্ন হওয়ার আগেই ফোটনটি গন্তব্যে পৌঁছে যাচ্ছে। অর্থাৎ এই ঘটনা বোঝাচ্ছে যে, সময় কেবল একমুখী প্রবাহিত হয় না—ঋণাত্মক সময়ের সম্ভাবনাও রয়েছে, যেখানে আমাদের পরিচিত পদার্থবিজ্ঞানের পরিচিত সূত্রগুলোকে প্রশ্নবিদ্ধ করছে।
Source: Scientific American
✍️ Shafiul Kader Mahi
Team Bigganneshi
#negativeatime #science
