চ্যাটজিপিটি নিয়ে এলো 'স্টাডি মোড', সরাসরি উত্তর না দিয়ে শেখাতে সাহায্য করবে শিক্ষার্থীদের
Posted 2025-07-31 18:02:08
0
339
ওপেনএআই চ্যাটজিপিটি-র জন্য একটি নতুন 'স্টাডি মোড' চালু করেছে, যার উদ্দেশ্য শিক্ষার্থীদের সরাসরি উত্তর না দিয়ে শেখার পথে সহায়তা করা। এই ফিচারটি এখন ফ্রি অ্যাকাউন্টসহ সকল ব্যবহারকারীর জন্য উন্মুক্ত, এবং শিগগিরই এটি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য তৈরি করা 'চ্যাটজিপিটি এডু' ভার্সনেও যুক্ত করা হবে।
এই ফিচারটি শিক্ষার্থীর জ্ঞানের স্তর প্রাথমিক কিছু প্রশ্নের মাধ্যমে মূল্যায়ন করে, তারপর জটিল বিষয়গুলোকে সহজভাবে ভাগ করে ব্যাখ্যা দেয় এবং বোঝার জন্য বিভিন্ন ধাপের জ্ঞান যাচাই অন্তর্ভুক্ত করে। ব্যবহারকারীরা প্রয়োজন অনুযায়ী কথোপকথনের সময় এই মোড চালু বা বন্ধ করতে পারবেন।
এই রিলিজটি এআই-ভিত্তিক শিক্ষায় উপকারিতা ও অতিরিক্ত নির্ভরশীলতার ঝুঁকি—এই দুইয়ের মধ্যে ভারসাম্য নিয়ে চলমান আলোচনাকেই প্রতিফলিত করে।
Search
Categories
Read More
একজন মানুষকে মারতে হলে প্রায় ১১০০ হুলের বিষ প্রয়োজন। আনুমানিক ১ কেজি মধু সংগ্রহের জন্য ১১০০ মৌমাছি প্রায় ৯০ হাজার মাইল পথ ঘুরতে হয়।
মৌমাছিরা মৃত্যুর জন্য মোটেও ভয় পায় না। একজন মানুষকে মারতে হলে প্রায় ১১০০ হুলের বিষ প্রয়োজন।...
✈️ Top Travel Destinations in 2025: Where to Go and Why
As we step into 2025, travel trends are shifting toward meaningful experiences,...
🧠 ‘স্যাপিওসেক্সুয়াল’ বলতে কী বোঝায়? কারা হন ‘স্যাপিওসেক্সুয়াল’?
মানুষ সাধারণত কারও প্রেমে পড়ে বাহ্যিক সৌন্দর্য, আকর্ষণীয় চেহারা, সামাজিক অবস্থান বা স্টাইল দেখে।...
হিমালয়ের কোলে এক অসাধারণ, আর কিছুটা ভয়জাগানো জায়গার নাম Skeleton Lake।
আপনি যদি ভারতের উত্তরাখণ্ড রাজ্যের রূপকুন্ড হ্রদের নাম শুনে থাকেন, তাহলে জেনে রাখুন, এটাই...
কি তাদের ভবিষ্যত??
প্রশ্ন, ওরা আর ফিরবে না অথবা ফিরতে পারবে না অথবা শাস্তি পেয়ে ফিরতে হবে অথবা এই যাত্রায় মাফ কি...